প্রতি বৃহস্পতিবার গৃহস্থের কাছে অত্যন্ত শুভদিন ৷ মা লক্ষ্মীবার কৃপায় সংসার সুখের হয় ৷ গৃহস্থের প্রতিটি মহিলার মধ্যেই স্বয়ং মা লক্ষ্মী বসবাস করেন বলেই একটি প্রবাদ প্রচলিত আছে 'সংসার সুখের হয় রমণীর গুণে ৷'
advertisement
2/4
প্রতি বৃহস্পতিবার জলভর্তি ঘটে আমপল্লব দিয়ে মা লক্ষ্মীর ঘট পাতা হয় ৷ এতেই গৃহস্থের মঙ্গল হয় ৷
advertisement
3/4
জলভর্তি ঘটের উপরে গোটা কাঁঠালি কলা বা হরতকি আমপল্লবের উপরে দিয়ে ঘটের নীচে ধান-দূর্বা দিয়ে ঘট পাততে হয়৷
advertisement
4/4
মা লক্ষ্মীর কৃপায় সংসারের শ্রীবৃদ্ধি যাতে হয় বৃহস্পতিবার গৃহস্থের মহিলারা মা লক্ষ্মীর ব্রতকথা পাঠ করেন ৷