

এ বছরের শেষ চন্দ্রগ্রহণ (Lunar Eclipse) আজ। চাঁদের গ্রহণের সময় পৃথিবী-সূর্য আর চাঁদ একই সরলরেখায় আসে। এই বিশেষ সময়ে চাঁদ ও সূর্যের মধ্যে এসে যায় পৃথিবী। পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে এবং আস্তে আস্তে চাঁদ ঢেকে যায়। সূর্যগ্রহণ যেমন খালি চোখে দেখা যায় না, চন্দ্রগ্রহণের ক্ষেত্রে সেই বিধিনিষেধ নেই৷ চাঁদের গ্রহণ যখন চলে তখন মানুষ খালি চোখেই সেই গ্রহণ দেখতে পাওয়া যায়৷ এই বছরের ১৪ ডিসেম্বর ফের সূর্যগ্রহণ (Solar Eclipse)রয়েছে৷


আজকের চন্দ্রগ্রহণ ও পরের সূর্যগ্রহণ ভারত নয় আরও বিভিন্ন দেশ থেকে দেখতে পাওয়া যাবে৷ কিন্তু ভারতে দেখা না গেলেও বিভিন্ন দেশে গ্রহণ যখন লাগবে তখন সেই সময়টাকে মেনে নিজেরা আস্থা ভরে গ্রহণের নিয়ম পালন করতে পারেন আস্থাশীল মানুষরা৷ আস্থাশীল মানুষরা এই বিশেষ সৌরজাগতিক ঘটনা চলাকালীন কোনও শুভ কাজ করেন না৷ তবে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ি কিছু কাজ এই সময়ে করলে তা ভালো ফল দেয়৷ তবে কিছু কাজ কোনও ভাবেই এই সময়টুকুর মধ্যে করা উচিত নয় বলে সাবধান করেন জ্যোতিষবিদরা৷


চন্দ্রগ্রহণের সময়ে চুলে তেল লাগানো, খাদ্যগ্রহণ করা, জল খাওয়া, ঘুমনো, চুল বাঁধা, স্বামী-স্ত্রী-র শারীরিক মিলন, দাঁত মাজা, কাপড় কাচা, তালা খোলার মতো কাজ কখনই করা উচিত নয়৷


চন্দ্রগ্রহণ চলাকালীন ঠাকুরের মূর্তিকে স্পর্শ করা উচিত নয়৷ চন্দ্র গ্রহণের সময় অন্নগ্রহণ করা উচিত নয়৷ কথিত আছে গ্রহণের সময় আপনি যত অন্নের দানা গ্রহণ করেন নরকের তত গভীরে চলে যান৷ সেখানে তত নরক যাতনা ভোগ করতে হয়৷


তিন প্রহর ধরে সাধারণত চন্দ্রগ্রহণ চলে তাই এই সময় অন্নগ্রহণ করা উচিত নয় ৷ তবে অসুস্থ, বৃদ্ধ ও শিশুদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়৷ স্কন্দ পুরাণ অনুযায়ি শুধু অন্নগ্রহণই নয় অন্য কারোর দেওয়া খাবার খেলেও পুণ্য নাশ হয়৷


ঠাকুরের মূর্তি স্পর্শ না করা গেলেও এই সময় মনে মনে তাঁর নাম স্মরণ করা উচিত৷ তবে মনে মনে ইশ্বরকে স্মরণ করতে পারেন৷


চন্দ্রগ্রহণ শুরুর আগে ঠাকুরের পুজো-হোম -যজ্ঞ করা উচিত৷ পৌরাণিক কাহিনি অনুসারে গ্রহণের সময় সামাণ্য ভুল হলেও তার পাপ আজীবন ভোগ করতেই হয় পাশাপাশি মৃত্যুর পরেও নরক যন্ত্রণা ভোগ করতে হয়৷ তাই এই সময় শুধু ইশ্বরের স্মরণ করুন৷ (Disclaimer: এই লেখার তথ্য পুরাণ ও জ্যোতিষ বিশেষজ্ঞদের তথ্যভিত্তিক) news18 এর কোনও দায়িত্ব নেয় না।