Luckiest Woman: এই মহিলাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মহিলা! টাকা-পয়সা কিন্তু কারণ নয়, আসল কারণ শুনে রাতের ঘুম উড়ে যাবে

Last Updated:
Luckiest Woman: ভায়োলেট জেসপকে আপনার মনে হতেই পারে সবচেয়ে ভাগ্যবান এক নারী।
1/7
সাধারণ ঘটনার বাইরে ব্যতিক্রম কিছু ঘটলে তাতে মানুষের আগ্রহ দেখা যায় মানুষের। এই আগ্রহের কারণেই কিছু কিছু ঘটনা বা মানুষ ইতিহাসেও স্থান করে নেয়। আজ জানুন এমন এক মহিলার বিষয়ে, যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মহিলা। নাম তাঁর ভায়োলেট জেসপ।
সাধারণ ঘটনার বাইরে ব্যতিক্রম কিছু ঘটলে তাতে মানুষের আগ্রহ দেখা যায় মানুষের। এই আগ্রহের কারণেই কিছু কিছু ঘটনা বা মানুষ ইতিহাসেও স্থান করে নেয়। আজ জানুন এমন এক মহিলার বিষয়ে, যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ভাগ্যবতী মহিলা। নাম তাঁর ভায়োলেট জেসপ।
advertisement
2/7
ভায়োলেট জেসপকে আপনার মনে হতে পারে সবচেয়ে ভাগ্যবান এক নারী। কারণ টাইটানিক জাহাজ ছাড়াও আরও দুটি জাহাজডুবির ঘটনা থেকে বেঁচে গিয়েছিলেন তিনি। আর তাকে দুর্ভাগ্যবানও মনে হতে পারে, কারণ তিনবার তিনি জাহাজডুবির কবলে পড়েছিলেন।
ভায়োলেট জেসপকে আপনার মনে হতে পারে সবচেয়ে ভাগ্যবান এক নারী। কারণ টাইটানিক জাহাজ ছাড়াও আরও দুটি জাহাজডুবির ঘটনা থেকে বেঁচে গিয়েছিলেন তিনি। আর তাকে দুর্ভাগ্যবানও মনে হতে পারে, কারণ তিনবার তিনি জাহাজডুবির কবলে পড়েছিলেন।
advertisement
3/7
১৯০৮ সালে হোয়াইট স্টার লাইন কোম্পানিতে একজন সেবিকা হিসেবে যোগ দেন জেসপ। ১৯১০ সালে ওই কোম্পানির জাহাজ এইচএমএস অলিম্পিকে কাজ শুরু করেন।
১৯০৮ সালে হোয়াইট স্টার লাইন কোম্পানিতে একজন সেবিকা হিসেবে যোগ দেন জেসপ। ১৯১০ সালে ওই কোম্পানির জাহাজ এইচএমএস অলিম্পিকে কাজ শুরু করেন।
advertisement
4/7
১৯১১ সালে অন্য একটি জাহাজের সঙ্গে অলিম্পিকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইটি জাহাজই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং হতাহত হন অনেকে। তবে, সে যাত্রায় অক্ষতই ছিলেন জেসপ।
১৯১১ সালে অন্য একটি জাহাজের সঙ্গে অলিম্পিকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুইটি জাহাজই ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় এবং হতাহত হন অনেকে। তবে, সে যাত্রায় অক্ষতই ছিলেন জেসপ।
advertisement
5/7
পরের বছরই সেই সময়ের সবচেয়ে বড় জাহাজ টাইটানিকে সেবিকার দায়িত্ব পান তিনি। একটি বিশালাকার বরফশৈলের সঙ্গে ধাক্কা লেগে সেই জাহাজের করুণ পরিণতির কথা তো এখন সবারই জানা। দেড় সহস্রাধিক মানুষ এই জাহাজডুবিতে প্রাণ হারালেও বেঁচে গিয়েছিলেন জেসপ।
পরের বছরই সেই সময়ের সবচেয়ে বড় জাহাজ টাইটানিকে সেবিকার দায়িত্ব পান তিনি। একটি বিশালাকার বরফশৈলের সঙ্গে ধাক্কা লেগে সেই জাহাজের করুণ পরিণতির কথা তো এখন সবারই জানা। দেড় সহস্রাধিক মানুষ এই জাহাজডুবিতে প্রাণ হারালেও বেঁচে গিয়েছিলেন জেসপ।
advertisement
6/7
কিন্তু জাহাজ নিয়ে এমন বিভীষিকার স্মৃতি থাকলেও প্রথম বিশ্বযুদ্ধের সময় আহত সৈনিকদের সেবা করার জন্য ‘ব্রিটানিক’ জাহাজে সেবিকা হিসেবে কাজ শুরু করেন তিনি। ১৯১৬ সালের ১৯ নভেম্বর জার্মানির যুদ্ধজাহাজ ইউ-বোট’র আক্রমণে ব্রিটানিকের তলদেশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে ডুবে যেতে থাকে।
কিন্তু জাহাজ নিয়ে এমন বিভীষিকার স্মৃতি থাকলেও প্রথম বিশ্বযুদ্ধের সময় আহত সৈনিকদের সেবা করার জন্য ‘ব্রিটানিক’ জাহাজে সেবিকা হিসেবে কাজ শুরু করেন তিনি। ১৯১৬ সালের ১৯ নভেম্বর জার্মানির যুদ্ধজাহাজ ইউ-বোট’র আক্রমণে ব্রিটানিকের তলদেশ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়ে ডুবে যেতে থাকে।
advertisement
7/7
জাহাজের তলার একটি অংশ ধরে অলৌকিকভাবে সে যাত্রায়ও বেঁচে গিয়েছিলেন জেসপ। ‘দ্য আনসিঙ্কেবল লেডি’ খেতাব পাওয়া এই নারী ১৯৭১ সালে ৮৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
জাহাজের তলার একটি অংশ ধরে অলৌকিকভাবে সে যাত্রায়ও বেঁচে গিয়েছিলেন জেসপ। ‘দ্য আনসিঙ্কেবল লেডি’ খেতাব পাওয়া এই নারী ১৯৭১ সালে ৮৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
advertisement
advertisement
advertisement