নির্জলা-কঠোর নিষ্ঠায় ফাল্গুনি একাদশীতেই জীবনের চরমতম প্রাপ্তি !

Last Updated:
1/9
অমাবস্যা, পূর্ণিমা, একাদশী এই সমস্ত তিথিতে একটু সংয়ত থাকলে একটু ভাল ফল পাওয়া যায় বলেই অনেকে বিশ্বাস করে থাকেন ৷ সংগৃহীত ছবি ৷
অমাবস্যা, পূর্ণিমা, একাদশী এই সমস্ত তিথিতে একটু সংয়ত থাকলে একটু ভাল ফল পাওয়া যায় বলেই অনেকে বিশ্বাস করে থাকেন ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
2/9
ফাল্গুন মাসের প্রথম শনিবার এবং মাসের প্রথম একাদশী এই একাদশীতে স্বাভাবিক কিছু নিয়ম মেনে চললে জীবনের অনেক বিচ্ছিন্ন দূর্ঘটনা এড়িয়ে চলা যেতে পারে ৷ সংগৃহীত ছবি ৷
ফাল্গুন মাসের প্রথম শনিবার এবং মাসের প্রথম একাদশী এই একাদশীতে স্বাভাবিক কিছু নিয়ম মেনে চললে জীবনের অনেক বিচ্ছিন্ন দূর্ঘটনা এড়িয়ে চলা যেতে পারে ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
3/9
ফাল্গুন মাসের প্রথম একাদশী আগামী ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ৷ বাংলার ৩ ফাল্গুন ১৪২৫ বঙ্গাব্দ (শনিবার) ৷ একাদশীর তিথি পড়ছে ২ ফাল্গুন ১৪২৫ বঙ্গাব্দে (ইংরেজির ১৫ ফেব্রুয়ারি ২০১৯) সকাল ৮.২৩ মিনিটে ছাড়ছে ২ ফাল্গুন ১৪২৫ বঙ্গাব্দের (ইংরেজির ১৬ ফেব্রুয়ারি ২০১৯) সকাল ৬.৪২ মিনিটে ৷ সংগৃহীত ছবি ৷
ফাল্গুন মাসের প্রথম একাদশী আগামী ১৬ ফেব্রুয়ারি ২০১৯ ৷ বাংলার ৩ ফাল্গুন ১৪২৫ বঙ্গাব্দ (শনিবার) ৷ একাদশীর তিথি পড়ছে ২ ফাল্গুন ১৪২৫ বঙ্গাব্দে (ইংরেজির ১৫ ফেব্রুয়ারি ২০১৯) সকাল ৮.২৩ মিনিটে ছাড়ছে ২ ফাল্গুন ১৪২৫ বঙ্গাব্দের (ইংরেজির ১৬ ফেব্রুয়ারি ২০১৯) সকাল ৬.৪২ মিনিটে ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
4/9
এমনিতেই একদশীর এক আলাদা গুরুত্ব রয়েছে দৈনন্দিন জীবনে ৷ একাদশীর নিষ্ঠার সঙ্গে পালন করলে অনেক বাধা বিপত্তি দূর হয়ে যায় ৷ সংগৃহীত ছবি ৷
এমনিতেই একদশীর এক আলাদা গুরুত্ব রয়েছে দৈনন্দিন জীবনে ৷ একাদশীর নিষ্ঠার সঙ্গে পালন করলে অনেক বাধা বিপত্তি দূর হয়ে যায় ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
5/9
যেহেতু শনিবার ও একাদশী সেই দিন সাধারণত নিরামিষ খবারা দাবার খেলে শনিদেবের রোষের হাত থেকে মুক্তি পাওয়া যায় ৷ একাদশী ও অমাবস্যা তিথিতে গ্রহ চাঞ্চল্য বাড়ে তাই এই সময়ে একটু সংযত থাকাটাই বাঞ্ছনীয় ৷ সংগৃহীত ছবি ৷
যেহেতু শনিবার ও একাদশী সেই দিন সাধারণত নিরামিষ খবারা দাবার খেলে শনিদেবের রোষের হাত থেকে মুক্তি পাওয়া যায় ৷ একাদশী ও অমাবস্যা তিথিতে গ্রহ চাঞ্চল্য বাড়ে তাই এই সময়ে একটু সংযত থাকাটাই বাঞ্ছনীয় ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
6/9
একাদশী তিথি যদি ভক্তি ও  নিষ্ঠার সঙ্গে পালন করা যায় তবে জীবনের অনেক কঠিন সময় অতিবাহিত করা যেতে পারে সহজেই ৷ সংগৃহীত ছবি ৷
একাদশী তিথি যদি ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পালন করা যায় তবে জীবনের অনেক কঠিন সময় অতিবাহিত করা যেতে পারে সহজেই ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
7/9
নিরামিষ খাবার, ফলমূল, দুধ ইত্যদি খেলেই ভাল ফল পাওয়া সম্ভব ৷ তবে অন্নদানা বা ভাত না খাওয়াই ভাল এই দিন ৷ ফলে গ্রহশান্তি বৃদ্ধি পায় জীবন হয়ে ওঠে আনন্দের ৷ সংগৃহীত ছবি ৷
নিরামিষ খাবার, ফলমূল, দুধ ইত্যদি খেলেই ভাল ফল পাওয়া সম্ভব ৷ তবে অন্নদানা বা ভাত না খাওয়াই ভাল এই দিন ৷ ফলে গ্রহশান্তি বৃদ্ধি পায় জীবন হয়ে ওঠে আনন্দের ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
8/9
নির্জলা থেকে বা একবিন্দু জল না খেয়ে একাদশীর ব্রত পালন করলে ভাল হয়ে থাকে, তবে শরীরিক অসুবিধা নিয়ে একাদশীর ব্রত পালন করা কখনই উচিৎ নয়, চিকিৎসকের পরামর্শ নিয়ে নির্জলা ব্রত পালন করা বা না করা উচিৎ ৷ সংগৃহীত ছবি ৷
নির্জলা থেকে বা একবিন্দু জল না খেয়ে একাদশীর ব্রত পালন করলে ভাল হয়ে থাকে, তবে শরীরিক অসুবিধা নিয়ে একাদশীর ব্রত পালন করা কখনই উচিৎ নয়, চিকিৎসকের পরামর্শ নিয়ে নির্জলা ব্রত পালন করা বা না করা উচিৎ ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
9/9
শ্রীকৃষ্ণের অন্যরূপ শ্রী বিষ্ণুর কৃপায় জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে ৷ প্রতিটি মুহূর্তে জীবনের নানা ধরনের সৎ উদ্দেশ্য পূরণ হয়ে থাকে ৷ সংগৃহীত ছবি ৷
শ্রীকৃষ্ণের অন্যরূপ শ্রী বিষ্ণুর কৃপায় জীবন সুখ ও সমৃদ্ধিতে ভরে ওঠে ৷ প্রতিটি মুহূর্তে জীবনের নানা ধরনের সৎ উদ্দেশ্য পূরণ হয়ে থাকে ৷ সংগৃহীত ছবি ৷
advertisement
advertisement
advertisement