সবে মঙ্গলবার, শনিবার সন্ধেবেলায় শুধুমাত্র এটুকু করলেই তুষ্ট গ্রহরাজ শনিদেব
Bangla Editor
1/ 6
আজ সবে মঙ্গলবার এখন থেকেই নিজেকে প্রস্তুত করুন তাহলে শনিবার বিপাকে পড়তে হবেনা আর ৷ ছবি সংগৃহীত ৷
2/ 6
শনিবার অর্থাৎ গ্রহরাজ শনিদেবের বার ৷ সেইদিন বেশ কিছু নিয়ম মেনে চলতে হয় ৷ থাকতে হয় সদা সতর্ক ৷ প্রতিটি ক্ষেত্রেই নিষ্ঠার সঙ্গে যদি মেনে চলা হয় বিশেষ নিয়ম কানুন, তবে ভাল কিছুই ঘটবে জীবনে ৷ ছবি সংগৃহীত ৷
3/ 6
শনিবার কখনই ডাল, তেল ও নুন কিনবেন না ৷ তামশিক (বিলাসি) আহার গ্রহণ করলেই ভাল হয় ৷ শনিদেব ভীষণ রকমের অপছন্দ করে থাকেন ৷ ছবি সংগৃহীত ৷
4/ 6
শনিবার বিশেষত নিরামিষ খেতে হয় ৷ সন্ধের পরে বড়বাবার মন্দিরে গিয়ে একটু বাতাসা ও এক টাকার কয়েন দিয়ে পুজো করতে হয় ৷ মনে রাখতে হয় বিশ্বাস, তবেই একটু একটু করে সব বাধা বিপত্তি কেটে যাবে ৷ ছবি সংগৃহীত ৷
5/ 6
ধোয়া পোশাক পরে প্রদীপ জ্বালিয়ে দুই হাত জড় করে বাবার কাছে প্রার্থনা করতে হয় ৷ কঠিন সময় থেকে বার করার মিনতি বারেবারে করতে হয় ৷ ছবি সংগৃহীত ৷
6/ 6
একমাত্র প্রবল নিষ্ঠা ও সংযোমের মাধ্যমেই চূড়ান্ত সমস্ত আশা-আকাঙ্খা পূরণ হতে পারে একমাত্র ৷ ছবি সংগৃহীত ৷
সবে মঙ্গলবার, শনিবার সন্ধেবেলায় শুধুমাত্র এটুকু করলেই তুষ্ট গ্রহরাজ শনিদেব
শনিবার অর্থাৎ গ্রহরাজ শনিদেবের বার ৷ সেইদিন বেশ কিছু নিয়ম মেনে চলতে হয় ৷ থাকতে হয় সদা সতর্ক ৷ প্রতিটি ক্ষেত্রেই নিষ্ঠার সঙ্গে যদি মেনে চলা হয় বিশেষ নিয়ম কানুন, তবে ভাল কিছুই ঘটবে জীবনে ৷ ছবি সংগৃহীত ৷
সবে মঙ্গলবার, শনিবার সন্ধেবেলায় শুধুমাত্র এটুকু করলেই তুষ্ট গ্রহরাজ শনিদেব
শনিবার বিশেষত নিরামিষ খেতে হয় ৷ সন্ধের পরে বড়বাবার মন্দিরে গিয়ে একটু বাতাসা ও এক টাকার কয়েন দিয়ে পুজো করতে হয় ৷ মনে রাখতে হয় বিশ্বাস, তবেই একটু একটু করে সব বাধা বিপত্তি কেটে যাবে ৷ ছবি সংগৃহীত ৷