গণেশ তিনি সিদ্ধিদাতা অর্থাৎ তাঁর আশীর্বাদেই জগতের সমস্ত মঙ্গল হয়ে থাকে ৷ তিনি মহাদেব ও মা দুর্গার সন্তান গণেশ ৷
আজ বুধবার সিদ্ধিদাতা, সিদ্ধি বিনায়কের পুজোর দিন তিনি সন্তুষ্ট হলেই জীবন সুখকর হয়ে ওঠে ৷
তাঁকে গজাননও বলা হয়ে থাকে ৷ খেতে ভালবাসেন, লাড্ডু, কলা, ক্ষীর, নারকেল তাঁর প্রিয় এই উপকরণ দিয়ে পুজো দিলে তিনি বেশ খুশি হয়ে থাকে ৷
তাঁর পুজোয় বেলপাতা, ফুল, ধূপ, ধুনো প্রয়োজন হয় সামান্য উপকরণেই তিনি সন্তুষ্ট তবে কোনও মতেই সিদ্ধিদাতা গণেশের পুজোয় তুলসিপাতা ব্যবহৃত না হয় ৷
শাস্ত্রমতে তুলসি গণেশকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন, গণেশ উত্তর দিয়েছিলেন তাঁর মায়ের মত সারা সংসার যে সামলাতে পারবেন তাঁকেই গণেশ বিয়ে করবেন ৷
সেই যোগ্যতা তুলসির নেই তিনি তুলসিকে বিয়ে করবেন না ৷
তবে তুলসির কোনও ক্ষতি করতে পারেননি কেননা তুলসির মাথায় নারায়ণের আশীর্বাদ ছিল ৷
...