Knowledge Story: কানের কাছেই মশা কেন গুনগুন করে? কারণ জানলে চমকে যাবেন!

Last Updated:
Knowledge Story: কানে কী আছে? মশার কানের সামনেই কেন গান গাইতে হয়? কারণ সত্যিই অবাক করবে!
1/7
মশা কেন কানের কাছেই গুনগুন করে গান গায় বনুল তো? এত জায়গা থাকতে ঠিক কানের কাছে এসে গান গায় মশা! বিরক্তিকর হয়ে ওঠে মাঝে মধ্যে! তবে মশার এমন করার কারণ জানলে চমকে যাবেন! photo source collected
মশা কেন কানের কাছেই গুনগুন করে গান গায় বনুল তো? এত জায়গা থাকতে ঠিক কানের কাছে এসে গান গায় মশা! বিরক্তিকর হয়ে ওঠে মাঝে মধ্যে! তবে মশার এমন করার কারণ জানলে চমকে যাবেন! photo source collected
advertisement
2/7
অ্যানোফিলিস, কিউলেক্স, এডিস, হেমাগোগাস, এই কয়েক প্রজাতির মশা থাকলেও আমাদের দেহে সাধারণত কামড়ায় অ্যানোফিলিস প্রজাতির স্ত্রী মশা।photo source collected
অ্যানোফিলিস, কিউলেক্স, এডিস, হেমাগোগাস, এই কয়েক প্রজাতির মশা থাকলেও আমাদের দেহে সাধারণত কামড়ায় অ্যানোফিলিস প্রজাতির স্ত্রী মশা।photo source collected
advertisement
3/7
বড় কিউলেক্স প্রজাতির মশা  মশা মানুষের রক্ত খায় না। গাছের পাতার রস বা ফুলের রেনু থেকে তারা তাদের প্রয়োজনীয় পুষ্টি সঞ্চয় করে। কেবল স্ত্রী মশাই মানুষের রক্ত খায়।photo source collected
বড় কিউলেক্স প্রজাতির মশা মশা মানুষের রক্ত খায় না। গাছের পাতার রস বা ফুলের রেনু থেকে তারা তাদের প্রয়োজনীয় পুষ্টি সঞ্চয় করে। কেবল স্ত্রী মশাই মানুষের রক্ত খায়।photo source collected
advertisement
4/7
পুরুষ কিংবা নারী উভয় মশাকেই মানুষের কানের কাছে ঘোরাফেরা করতে দেখা যায়। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা যা বলছেন তা রীতিমতো চমকে দেবে! photo source collected
পুরুষ কিংবা নারী উভয় মশাকেই মানুষের কানের কাছে ঘোরাফেরা করতে দেখা যায়। এর কারণ হিসেবে বিশেষজ্ঞরা যা বলছেন তা রীতিমতো চমকে দেবে! photo source collected
advertisement
5/7
কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছে, মানুষের শরীর থেকে নির্গত কার্বন ডাই অক্সাইডের প্রতি আকৃষ্ট হয়ে মশা কানের কাছে বেশি ঘোরাফেরা করে। কানের কাছে একটা দুর্গন্ধ থাকে! যা আমরা না বুঝলেও মশাকে টানে ওই গন্ধ! photo source collected
কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছে, মানুষের শরীর থেকে নির্গত কার্বন ডাই অক্সাইডের প্রতি আকৃষ্ট হয়ে মশা কানের কাছে বেশি ঘোরাফেরা করে। কানের কাছে একটা দুর্গন্ধ থাকে! যা আমরা না বুঝলেও মশাকে টানে ওই গন্ধ! photo source collected
advertisement
6/7
জীববিজ্ঞানীরা মনে করেন, বেশি কার্বন ডাই অক্সাইড অনুভব করার কারণে তাদের সেন্সরের নির্দেশনায় তারা উড়তে উড়তে কানের কাছে চলে আসে। আর তখনই তাদের পাখার আওয়াজ আমরা শুনতে পাই।photo source collected
জীববিজ্ঞানীরা মনে করেন, বেশি কার্বন ডাই অক্সাইড অনুভব করার কারণে তাদের সেন্সরের নির্দেশনায় তারা উড়তে উড়তে কানের কাছে চলে আসে। আর তখনই তাদের পাখার আওয়াজ আমরা শুনতে পাই।photo source collected
advertisement
7/7
মশা কিন্তু গুনগুন করে গান গায় না! সে ডাকতেও পারে না! আমরা যা শুনি তা হল মশার পাখার আওয়াজ! প্রতি সেকেন্ডে মশা ৫০০বারের মতো ডানা ঝাপটায়! আর তাই এই আওয়াজ হয়! photo source collected
মশা কিন্তু গুনগুন করে গান গায় না! সে ডাকতেও পারে না! আমরা যা শুনি তা হল মশার পাখার আওয়াজ! প্রতি সেকেন্ডে মশা ৫০০বারের মতো ডানা ঝাপটায়! আর তাই এই আওয়াজ হয়! photo source collected
advertisement
advertisement
advertisement