Knowledge Story: বাস কন্ডাক্টররা আঙুলের ফাঁকে কেন নোট রাখেন? আসল উত্তর অনেকেই এতদিন জানতেন না

Last Updated:
Knowledge Story: বাস কন্ডাক্টরদের ব্যাগ থাকলেও আমরা দেখি যে কিছু নোট তাঁরা হাতের ফাঁকে রেখে দেন
1/7
কলকাতা: কলকাতার বুকে যাতায়াতে অন্যতম ভরসা হচ্ছে বাস। আর এই বাসগুলির মধ্যে টাকার বদলে টিকিট দিয়ে থাকেন বাসের বাস কন্ডাক্টররা। (প্রতীকী ছবি)
কলকাতা: কলকাতার বুকে যাতায়াতে অন্যতম ভরসা হচ্ছে বাস। আর এই বাসগুলির মধ্যে টাকার বদলে টিকিট দিয়ে থাকেন বাসের বাস কন্ডাক্টররা। (প্রতীকী ছবি)
advertisement
2/7
বাস কন্ডাক্টরদের ব্যাগ থাকলেও আমরা দেখি যে কিছু নোট তাঁরা হাতের ফাঁকে রেখে দেন। ব্যাগের মধ্যে বাকি নোট এবং খুচরো পয়সা রাখেন। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
বাস কন্ডাক্টরদের ব্যাগ থাকলেও আমরা দেখি যে কিছু নোট তাঁরা হাতের ফাঁকে রেখে দেন। ব্যাগের মধ্যে বাকি নোট এবং খুচরো পয়সা রাখেন। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
3/7
কিন্তু কেন এমন করা হয়, তা নিয়ে অনেক মতবাদ আছে। সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্ম quora-তে একজন এই বিষয়ে প্রশ্ন করেছিলেন। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
কিন্তু কেন এমন করা হয়, তা নিয়ে অনেক মতবাদ আছে। সম্প্রতি অনলাইন প্ল্যাটফর্ম quora-তে একজন এই বিষয়ে প্রশ্ন করেছিলেন। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
4/7
সেই প্রশ্নের অনেকে জবাব দিয়েছেন। সাধারণত, এই বিষয়ে অনেক মতবাদ থাকলেও একটি জবাবে সকলেই একমত হয়েছেন। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
সেই প্রশ্নের অনেকে জবাব দিয়েছেন। সাধারণত, এই বিষয়ে অনেক মতবাদ থাকলেও একটি জবাবে সকলেই একমত হয়েছেন। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
5/7
একটি বাসে অনেক যাত্রী হয়ে থাকেন। তার মধ্যে অনেক যাত্রী আবার বড় নোট দিয়ে থাকেন। ফলে কন্ডাক্টরদের মাঝে মধ্যে খুচরো করতে হয়। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
একটি বাসে অনেক যাত্রী হয়ে থাকেন। তার মধ্যে অনেক যাত্রী আবার বড় নোট দিয়ে থাকেন। ফলে কন্ডাক্টরদের মাঝে মধ্যে খুচরো করতে হয়। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
6/7
তাই কন্ডাক্টররা ১০০, ৫০, ২০ এবং ১০ টাকার নোটগুলি হাতের আঙুলের ফাঁকে রেখে দেন। এতে করে টাকা লেনদেনে সুবিধা হয় তাঁদের। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
তাই কন্ডাক্টররা ১০০, ৫০, ২০ এবং ১০ টাকার নোটগুলি হাতের আঙুলের ফাঁকে রেখে দেন। এতে করে টাকা লেনদেনে সুবিধা হয় তাঁদের। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
7/7
কলকাতার কন্ডাক্টরদের মধ্যেই এমন রেওয়াজ দীর্ঘদিন চলে আসছে। বেসরকারি বাসগুলিতে এমন ছবি দেখা যায়। সরকারি বাসে সাধারণত এমন ছবি খুব কম থাকে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
কলকাতার কন্ডাক্টরদের মধ্যেই এমন রেওয়াজ দীর্ঘদিন চলে আসছে। বেসরকারি বাসগুলিতে এমন ছবি দেখা যায়। সরকারি বাসে সাধারণত এমন ছবি খুব কম থাকে। (প্রতীকী ছবি, সৌজন্যে pixabay)
advertisement
advertisement
advertisement