Knowledge Story: জন্মের পরেই চিৎকার করে কেন কাঁদে শিশু? একটি সুস্থ বাচ্চা দিনে কত ঘণ্টা কাঁদে? জানুন

Last Updated:
Knowledge Story: জন্ম নিয়েই কেন কাঁদে শিশুরা? একটা শিশুর দিনে কতক্ষণ কাঁদা উচিত? কেন উচিত? জানলে সত্যিই চমকে যাবেন
1/6
জন্মের পর চিৎকার করে কেঁদে ওঠে শিশু! যদি কোনও শিশু জন্মের পর না কাঁদে তাহলে ডাক্তাররা শিশুর পিছনে থাপ্পড় মেরে কাঁদাবার চেষ্টা করেন! কিন্তু এই ভাবে কাঁদে কেন শিশু? তার অনেকগুলো কারণ আছে। জানলে অবাক হবেন! photo source collected
জন্মের পর চিৎকার করে কেঁদে ওঠে শিশু! যদি কোনও শিশু জন্মের পর না কাঁদে তাহলে ডাক্তাররা শিশুর পিছনে থাপ্পড় মেরে কাঁদাবার চেষ্টা করেন! কিন্তু এই ভাবে কাঁদে কেন শিশু? তার অনেকগুলো কারণ আছে। জানলে অবাক হবেন! photo source collected
advertisement
2/6
শিশুর এই কান্না শোনার জন্য অপেক্ষা করে থাকে মায়ের কান! এমনকি শিশু জন্মানোর পর যদি না কাঁদে তাহলে কিন্তু বিপদের ইঙ্গিত! ঘটতে পারে ভয়ানক বিপদ! শিশু যখন পৃথিবীতে আসে তখন সে মায়ের গর্ভ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। শিশু যদি জন্মের পরপরই চিৎকার করে কেঁদে ওঠে তবে বোঝা যায় তার হার্ট ও ফুসফুস সঠিকভাবে কাজ করছে।photo source collected
শিশুর এই কান্না শোনার জন্য অপেক্ষা করে থাকে মায়ের কান! এমনকি শিশু জন্মানোর পর যদি না কাঁদে তাহলে কিন্তু বিপদের ইঙ্গিত! ঘটতে পারে ভয়ানক বিপদ! শিশু যখন পৃথিবীতে আসে তখন সে মায়ের গর্ভ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। শিশু যদি জন্মের পরপরই চিৎকার করে কেঁদে ওঠে তবে বোঝা যায় তার হার্ট ও ফুসফুস সঠিকভাবে কাজ করছে।photo source collected
advertisement
3/6
শিশুর কান্না দেখে তার স্বাস্থ্য সম্পর্কে ধারণা পাওয়া যায়। শিশু উচ্চস্বরে কাঁদলে তার মানে হল সে পুরোপুরি সুস্থ। তবে শিশুটি যদি খুব ধীর গলায় কান্নাকাটি করে, তাহলে কিছু স্বাস্থ্য সমস্যা হতে পারে।photo source collected
শিশুর কান্না দেখে তার স্বাস্থ্য সম্পর্কে ধারণা পাওয়া যায়। শিশু উচ্চস্বরে কাঁদলে তার মানে হল সে পুরোপুরি সুস্থ। তবে শিশুটি যদি খুব ধীর গলায় কান্নাকাটি করে, তাহলে কিছু স্বাস্থ্য সমস্যা হতে পারে।photo source collected
advertisement
4/6
জন্মের আগ পর্যন্ত শিশু মায়ের শরীরের সঙ্গে সংযুক্ত আম্বিলিক্যাল কর্ড বা নাভিরজ্জুর মধ্য দিয়ে শ্বাস নেয়। জন্মের কয়েক সেকেন্ড পরে শিশু নিজে থেকেই শ্বাস নেয়া শুরু করে।photo source collected
জন্মের আগ পর্যন্ত শিশু মায়ের শরীরের সঙ্গে সংযুক্ত আম্বিলিক্যাল কর্ড বা নাভিরজ্জুর মধ্য দিয়ে শ্বাস নেয়। জন্মের কয়েক সেকেন্ড পরে শিশু নিজে থেকেই শ্বাস নেয়া শুরু করে।photo source collected
advertisement
5/6
শিশু যখন গর্ভের বাইরে আসে তখন হৃদপিণ্ডের শ্বাস-প্রশ্বাসের পথ শরীরের বিভিন্ন ফ্লুইড নিঃসরণের ফলে আটকে যায়। আর তখনই শিশু চিৎকার করে কাঁদতে শুরু করে। এ কান্নার ফলেই পরিষ্কার হয় তার শ্বাস-প্রশ্বাসের পথ।photo source collected
শিশু যখন গর্ভের বাইরে আসে তখন হৃদপিণ্ডের শ্বাস-প্রশ্বাসের পথ শরীরের বিভিন্ন ফ্লুইড নিঃসরণের ফলে আটকে যায়। আর তখনই শিশু চিৎকার করে কাঁদতে শুরু করে। এ কান্নার ফলেই পরিষ্কার হয় তার শ্বাস-প্রশ্বাসের পথ।photo source collected
advertisement
6/6
দিনের মধ্যে একটি নির্দিষ্ট সময় কাঁদা শিশুর জন্য স্বাভাবিক। অনেকগুলো গবেষণা থেকে এ তথ্য মিলেছে যে, স্বাস্থ্যকর শিশুর একদিনে বা ২৪ ঘণ্টায় কমপক্ষে ২-৩ ঘণ্টা কাঁদা উচিত। তবে যদি শিশু চার ঘণ্টারও বেশি সময় ধরে কান্নাকাটি করে, তখন চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত। photo source collected
দিনের মধ্যে একটি নির্দিষ্ট সময় কাঁদা শিশুর জন্য স্বাভাবিক। অনেকগুলো গবেষণা থেকে এ তথ্য মিলেছে যে, স্বাস্থ্যকর শিশুর একদিনে বা ২৪ ঘণ্টায় কমপক্ষে ২-৩ ঘণ্টা কাঁদা উচিত। তবে যদি শিশু চার ঘণ্টারও বেশি সময় ধরে কান্নাকাটি করে, তখন চিকিৎসকের পরামর্শ নেয়া উচিত। photo source collected
advertisement
advertisement
advertisement