Knowledge Story: 'সূর্যের ডিম' খেয়েছেন কোনও দিন? দাম জানেন কত? চমকে দেওয়া তথ্য!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
Knowledge Story Which Fruit Called Egg Of The Sun: এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে এমন একটি প্রশ্ন যার উত্তর অনেকের কাছেই অজানা। বলুন তো দেখি, সূর্যের ডিম কাকে বলে? খেয়েছেন কোনওদিন? দাম জানেন?
আমরা জানি যেকোনও চাকরির পরীক্ষা তা সরকারি হোক আর বেসরকারি জেনারেল নলেজ হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এগুলি যেমন নলেজ বাড়াতে সাহায্য করে তেমন দেশ-বিদেশের অনেক তথ্যগুলি জানা যায়। এই প্রতিবেদনে তুলে ধরা হয়েছে এমন একটি প্রশ্ন যার উত্তর অনেকের কাছেই অজানা। বলুন তো দেখি, সূর্যের ডিম কাকে বলে? খেয়েছেন কোনওদিন? দাম জানেন?
advertisement
চুনির মতো টকটকে লাল রঙ, নিটোল গড়ন আর মোলায়েম শাঁস—এই তিন গুণেই নজর কাড়ে বিশ্বের সবচেয়ে দামি আম, মিয়াজাকি ম্যাঙ্গো। দেখতে যেমন অপূর্ব, তেমনি তার স্বাদ ও গন্ধ অতুলনীয়। মাখনের মতো জিভে গলে যাওয়া শাঁস, অতিমাত্রায় মিষ্টি স্বাদ এবং দারুণ সুবাসের জন্য এই আম বিশ্বের অন্যতম বিলাসবহুল ফল হিসেবে পরিচিতি পেয়েছে।
advertisement
এই আমটির উৎপত্তি জাপানের কিয়ুশু দ্বীপের মিয়াজাকি প্রদেশে। এখানেই বিশেষভাবে ও নিয়ন্ত্রিত পরিবেশে এর চাষ হয়। তবে সাধারণ ফলের মতো মিয়াজাকি আম চাষ হয় না। এর পরিচর্যায় থাকে আধুনিক কৃষি প্রযুক্তি, বিজ্ঞানসম্মত পরিকল্পনা ও অবিরাম মনোযোগ। আমের গাছে মুকুল ধরার পর থেকেই শুরু হয় নিখুঁত পরিচর্যা। প্রকৃতির উপর নির্ভর না করে মানুষের হাতে করেই পরাগায়ণ করানো হয়।
advertisement
advertisement
advertisement
advertisement