Knowledge Story: বাংলার কোন জেলায় লোক বাস করে সব থেকে বেশি? কোথায় কম? জানেন না বহু মানুষ

Last Updated:
Knowledge Story: আমরা অনেকেই জানি না যে পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি এবং কোন জেলায় সবচেয়ে কম জনসংখ্যা আছে। চলুন আজ জেনেনি সেই তথ্য।
1/6
প্রতি ১০ বছর অন্তর অন্তর ভারতের সেন্সাস করা হয়। ২০১১ সালে শেষ সেন্সাস হয়। তারপর, ২০২১ সালে যে সেন্সাস হওয়ার কথা ছিল তা কোভিডের কারণে তা স্থগিত রাখা হয়। ২০২৩-এ সেটি হওয়ার কথা আছে।
প্রতি ১০ বছর অন্তর অন্তর ভারতের সেন্সাস করা হয়। ২০১১ সালে শেষ সেন্সাস হয়। তারপর, ২০২১ সালে যে সেন্সাস হওয়ার কথা ছিল তা কোভিডের কারণে তা স্থগিত রাখা হয়। ২০২৩-এ সেটি হওয়ার কথা আছে।
advertisement
2/6
সেন্সাস থেকে জনসংখ্যা সংক্রান্ত তথ্য যেমন জন্মের হার, মৃত্যুর হার, মোট জনসংখ্যা, আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধির হার ইত্যাদি জানা যায়।
সেন্সাস থেকে জনসংখ্যা সংক্রান্ত তথ্য যেমন জন্মের হার, মৃত্যুর হার, মোট জনসংখ্যা, আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধির হার ইত্যাদি জানা যায়।
advertisement
3/6
২০১১ সালের সেন্সাস থেকে ওঠে আসা তথ্য অনুসারে, প্রথম ১০ জনবহুল রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ চতুর্থ স্থানে আছে। পশ্চিমবঙ্গের জনসংখ‍্যা ৯.১৩ কোটি। প্রথম স্থানে আছে উত্তর প্রদেশ  । উত্তর প্রদেশে জনসংখ‍্যা ১৯.৯৮ কোটি।
২০১১ সালের সেন্সাস থেকে ওঠে আসা তথ্য অনুসারে, প্রথম ১০ জনবহুল রাজ্যের মধ্যে পশ্চিমবঙ্গ চতুর্থ স্থানে আছে। পশ্চিমবঙ্গের জনসংখ‍্যা ৯.১৩ কোটি। প্রথম স্থানে আছে উত্তর প্রদেশ । উত্তর প্রদেশে জনসংখ‍্যা ১৯.৯৮ কোটি।
advertisement
4/6
 কিন্তু আমরা অনেকেই জানি না যে পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি এবং কোন জেলায় সবচেয়ে কম জনসংখ্যা আছে। চলুন আজ জেনেনি সেই তথ্য।
কিন্তু আমরা অনেকেই জানি না যে পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি এবং কোন জেলায় সবচেয়ে কম জনসংখ্যা আছে। চলুন আজ জেনেনি সেই তথ্য।
advertisement
5/6
২০১১ সালের সেন্সাস অনুযায়ী, সব জেলার মধ‍্যে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা সবথেকে বেশি জনবহুল। উত্তর চব্বিশ পরগনার জনসংখ‍্যা ১০,০০৯,৭৮১।
২০১১ সালের সেন্সাস অনুযায়ী, সব জেলার মধ‍্যে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা সবথেকে বেশি জনবহুল। উত্তর চব্বিশ পরগনার জনসংখ‍্যা ১০,০০৯,৭৮১।
advertisement
6/6
অপরদিকে, পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরে সবচেয়ে কম জনসংখ্যা আছে। দক্ষিণ দিনাজপুর মোট জনসংখ‍্যা ১,৬৭৬,২৭৬।
অপরদিকে, পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরে সবচেয়ে কম জনসংখ্যা আছে। দক্ষিণ দিনাজপুর মোট জনসংখ‍্যা ১,৬৭৬,২৭৬।
advertisement
advertisement
advertisement