Knowledge Story: বলুন তো XXX শব্দের মানে কী? কেন-ই বা অ্যাডাল্ট ফিল্ম-এর সঙ্গে এর যোগ রয়েছে? পড়ুন

Last Updated:
XXX মানেই কিন্তু শুধু প্রাপ্তবয়স্কদের কন্টেন্ট নয়। XXX- এর ভিন্ন অর্থ রয়েছে
1/7
কোথাও XXX বা ট্রিপল-এক্স লেখা দেখলেই মানুষ অস্বস্তিতে পড়ে যান। খানিকটা সতর্ক-ও হয়ে যান। কারন? এই XXX-এর সঙ্গে জড়িত প্রাপ্তবয়স্কদের কন্টেন্ট। যদি কোন-ও সাধারণ মানুষকে ট্রিপল এক্স কী? প্রশ্ন করা হয়, তাহলে সে বুঝবে সেটি অ্যাডাল্ট ছবি। কিন্তু  XXX মানেই কিন্তু শুধু প্রাপ্তবয়স্কদের কন্টেন্ট নয়। XXX- এর ভিন্ন অর্থ রয়েছে।
কোথাও XXX বা ট্রিপল-এক্স লেখা দেখলেই মানুষ অস্বস্তিতে পড়ে যান। খানিকটা সতর্ক-ও হয়ে যান। কারন? এই XXX-এর সঙ্গে জড়িত প্রাপ্তবয়স্কদের কন্টেন্ট। যদি কোন-ও সাধারণ মানুষকে ট্রিপল এক্স কী? প্রশ্ন করা হয়, তাহলে সে বুঝবে সেটি অ্যাডাল্ট ছবি। কিন্তু XXX মানেই কিন্তু শুধু প্রাপ্তবয়স্কদের কন্টেন্ট নয়। XXX- এর ভিন্ন অর্থ রয়েছে।
2/7
Quora এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সাধারণ মানুষ নানা বিষয়ে প্রশ্ন করেন এবং সাধারণ মানুষ-ই সেইসব প্রশ্নের উত্তর দেন। Quora -তেই অনেকে সার্চ করেছেন, XXX-এর মানে কী? বহু মানুষ এই প্রশ্নের উত্তর-ও দিয়েছেন। উত্তরে কী বলা হয়েছে?
Quora এমন একটি প্ল্যাটফর্ম যেখানে সাধারণ মানুষ নানা বিষয়ে প্রশ্ন করেন এবং সাধারণ মানুষ-ই সেইসব প্রশ্নের উত্তর দেন। Quora -তেই অনেকে সার্চ করেছেন, XXX-এর মানে কী? বহু মানুষ এই প্রশ্নের উত্তর-ও দিয়েছেন। উত্তরে কী বলা হয়েছে?
3/7
উত্তরে কী বলা হয়েছে? যে-কোনও ধরনের অ্যাডাল্ট কন্টেন্ট-কে XXX বা Triple X বলা হয়। ১৯৬৮ সালে মোশন পিকচার অ্যাসোসিয়েশন অফ আমেরিকা (MPAA) প্রাপ্তবয়স্কদের কন্টেন্ট বিতরণের জন্য এক্স-রেটিং দেওয়া শুরু করেছিল।
উত্তরে কী বলা হয়েছে? যে-কোনও ধরনের অ্যাডাল্ট কন্টেন্ট-কে XXX বা Triple X বলা হয়। ১৯৬৮ সালে মোশন পিকচার অ্যাসোসিয়েশন অফ আমেরিকা (MPAA) প্রাপ্তবয়স্কদের কন্টেন্ট বিতরণের জন্য এক্স-রেটিং দেওয়া শুরু করেছিল।
4/7
আর একজন উত্তরে বলেন, ২০১০ সালে ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস (ICANN)নামে একটি ইন্টারনেট-ওভারসাইজিং কোম্পানি আনুষ্ঠানিকভাবে প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইটে ব্যবহারের জন্য করার জন্য .xxx ডোমেন তৈরির অনুমোদন দেয়।
আর একজন উত্তরে বলেন, ২০১০ সালে ইন্টারনেট কর্পোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস (ICANN)নামে একটি ইন্টারনেট-ওভারসাইজিং কোম্পানি আনুষ্ঠানিকভাবে প্রাপ্তবয়স্কদের ওয়েবসাইটে ব্যবহারের জন্য করার জন্য .xxx ডোমেন তৈরির অনুমোদন দেয়।
5/7
এ তো গেল প্রাপ্তবয়স্কদের বিষয়বস্তু বা অ্যাডাল্ট কনটেন্টের কথা। মোবাইলে চ্যাট করার সময়ও XXX শব্দ ব্যবহার করা হয়। সেখানে XXX মানে চুমু। xoxo মানে আলিঙ্গন এবং চুমু।
এ তো গেল প্রাপ্তবয়স্কদের বিষয়বস্তু বা অ্যাডাল্ট কনটেন্টের কথা। মোবাইলে চ্যাট করার সময়ও XXX শব্দ ব্যবহার করা হয়। সেখানে XXX মানে চুমু। xoxo মানে আলিঙ্গন এবং চুমু।
6/7
রোমান হরফে XXX-এর অর্থ নম্বর ৩০।
রোমান হরফে XXX-এর অর্থ নম্বর ৩০।
7/7
সরকারি অফিসে XXX এর অর্থ খুবই গুরুত্বপূর্ণ। ম্যানেজার বা কোনও কর্তা যদি কোনও চিঠিতে XXX লেখেন বা অফিসে যদি কোন-ও চিঠি আসে, যাতে  XXX লেখা, বুঝতে হবে, সেই কাজটি সবথেকে গুরুত্বপূর্ণ। সব কাজ ফেলে আগে সেই কাজটি ধরতে হবে।
সরকারি অফিসে XXX এর অর্থ খুবই গুরুত্বপূর্ণ। ম্যানেজার বা কোনও কর্তা যদি কোনও চিঠিতে XXX লেখেন বা অফিসে যদি কোন-ও চিঠি আসে, যাতে XXX লেখা, বুঝতে হবে, সেই কাজটি সবথেকে গুরুত্বপূর্ণ। সব কাজ ফেলে আগে সেই কাজটি ধরতে হবে।