Knowledge Story: বিশ্বের সবচেয়ে কঠিন ভাষা কোনটি? ৯৯ শতাংশ মানুষই জানেন না উত্তর! আপনি জানেন?
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Knowledge Story: ম্যান্ডারিন ভাষাতে প্রায় হাজারের ও বেশি অক্ষর আছে যা এই ভাষাকে বানিয়েছে পৃথিবীর সবচেয়ে কঠিন ভাষা।
ম্যান্ডারিন চিনা ভাষা হল পৃথিবীর সবচেয়ে কঠিনতম ভাষা। প্রায় ১.৩ বিলিয়ন মানুষের মাতৃভাষা হওয়া সত্ত্বেও ম্যান্ডারিন হল পৃথিবীর সবচেয়ে কঠিন ভাষা।
advertisement
ম্যান্ডারিন ভাষাতে প্রায় হাজারের ও বেশি অক্ষর আছে যা এই ভাষাকে বানিয়েছে পৃথিবীর সবচেয়ে কঠিন ভাষা। এবং এই প্রত্যেকটি অক্ষরকে আলাদা ভাবে মনে রাখতে হয়। যার কারণে ম্যান্ডারিন ভাষার বাচ্চাদেরও এই ভাষা পড়তে ও লিখতে শিখতে সময় লাগে প্রায় ৬ বছর।
advertisement
ম্যান্ডারিন শব্দ ডিকশনারিতে খোঁজাকে চিনে একধরনের স্কিল হিসেবে ধরা হয়। ম্যান্ডারিন ভাষা কঠিন হওয়ার আরও একটি কারণ হল এটি একটি "টোন ল্যাংগুয়েজ"। যার মানে ম্যান্ডারিনে একটি শব্দের চারটি বা তারও বেশি অর্থ থাকতে পারে। শুধু একটু সামান্য উচ্চারনের পার্থক্যে অর্থ পরিবর্তন হয়ে যায়।
advertisement
আরবি আরব আফ্রিকার অত্যন্ত জনপ্রিয় একটি ভাষা। এটি ২৬টি দেশের অফিসিয়াল ভাষা এবং প্রায় ৩০০ মিলিয়ন মানুষ আরবিতে কথা বলেন। আরবি ভাষায় আছে অসংখ্য ডাইলেক্ট বা উপভাষা। এর ফলে শুধু "উট" শব্দেরই প্রায় ২০০ সমর্থক শব্দ আছে।
advertisement
আরবি ভাষা ডান থেকে বামে লেখা হয়। আরবি ভাষার উচ্চারণ অনেক কঠিন। আরবি ভাষাতে এমন কিছু কিছু উচ্চারণ আছে যেগুলোর বাকি ভাষাতে কোন অস্তিত্ব নেই।
advertisement