Knowledge Story: এমন এক শহর, যার মধ্যে রয়েছে দু’টো দেশ! বলুন তো কোন শহর? খুব চেনা কিন্তু
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Knowledge Story: এই শহর মিলনের শহর, সহাবস্থানের শহর, ইউরোপের সঙ্গে এশিয়ার।
পামুকের ইস্তানবুল। এটাই বোধহয় পৃথিবীর একমাত্র শহর যার দু’টো অংশ দু’টো আলাদা মহাদেশে। পশ্চিম ভাগ ইউরোপে, পূর্বভাগ এশিয়ায়। বিখ্যাত ‘সিল্ক রুট’-এর পশ্চিম দ্বার এই শহর। পুরো মধ্যযুগ জুড়ে প্রাচ্য রোমান সাম্রাজ্য এবং খ্রিষ্ট ধর্মের একটি শাখা ‘ইস্টার্ন অর্থোডক্স চার্চ’-এর পীঠস্থান কনস্তান্তিনোপল। ১৪৫৩ সালে রোমানদের হাত থেকে চলে যায় মুসলমান তুর্কি অটোমান সম্রাটদের হাতে। তার পর তার নাম হয় ইস্তানবুল।
advertisement
advertisement
advertisement
এক দিকে সুবিশাল ‘ব্লু মস্ক’ কিংবা ‘নিউ মস্ক’ যা ইস্তানবুলকে এক দর্শনেই চিনিয়ে দেয়। অন্য দিকে পৃথিবীর অন্যতম বৃহৎ চার্চ ‘আয়া সোফিয়া’ যা পরবর্তী কালে মসজিদে পরিণত হলেও মুসলমান শাসকেরা তার খ্রিষ্টীয় স্থাপত্যে কোনও আঘাত কিংবা পরিবর্তন করেননি। মধ্যযুগে তৈরি ‘গ্র্যান্ড বাজার’-এ আজ ভার্সাচি, আর্মেজ, লুই ভিতন-দের ছড়াছড়ি।
advertisement
advertisement
advertisement
ইস্তানবুলের গ্র্যান্ড বাজার ইউরোপের সবচেয়ে বড় বাজার এটি। এখানে এমন কোনও জিনিস বা পণ্য নাই যা পাওয়া যায় না। এছাড়া ইস্তানবুলে রয়েছে দারুণ সব রেস্তোরাঁ। যেখানে সবধরনের খাবার পাওয়া যায়। যেগুলো গুণেমানে অনন্য। অথচ দামে সস্তা।তাই সুযোগ পেলে আপনি ঘুরে আসুন। আর দেখে আসুন হাজার বছরের স্থাপত্যশৈলি। যা আধুনিক যুগের চেয়েও অনেক উন্নত।