Knowledge Story: কন্ডোম প্রথমে কী দিয়ে তৈরি হত জানেন? কবে, কোথায়, কে প্রথম তৈরি করেন? জানলে চমকে যাবেন

Last Updated:
Knowledge Story: নতুন বছরে বিরাট বিক্রি হয়েছে! কন্ডোমের ইতিহাস জানেন? কার মাথায় প্রথম এই ভাবনা আসে? জানুন বিস্তারিত
1/5
কন্ডোমের ইতিহাস অনেক পুরনো এবং পরিবর্তনশীল। ১৫৬৪ সালে ইতালির চিকিৎসক গ্যাব্রিয়েল ফ্যালোপিও যখন প্রথম কন্ডোমের ধারণা দেন, তখন সে সময়ের সমাজে তাঁকে পাগল হিসেবে বিবেচনা করা হয়েছিল। সাধারণ মানুষের বিশ্বাস ছিল, কন্ডোমের ব্যবহার করলে যৌনসুখ মেলে না। তখন কন্ডোম ছিল অত্যন্ত ব্যয়বহুল এবং পশুর চামড়া থেকে তৈরি করা হত, যৌন সুখ মিলতো না পুরোপুরি। এবং, সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল।
কন্ডোমের ইতিহাস অনেক পুরনো এবং পরিবর্তনশীল। ১৫৬৪ সালে ইতালির চিকিৎসক গ্যাব্রিয়েল ফ্যালোপিও যখন প্রথম কন্ডোমের ধারণা দেন, তখন সে সময়ের সমাজে তাঁকে পাগল হিসেবে বিবেচনা করা হয়েছিল। সাধারণ মানুষের বিশ্বাস ছিল, কন্ডোমের ব্যবহার করলে যৌনসুখ মেলে না। তখন কন্ডোম ছিল অত্যন্ত ব্যয়বহুল এবং পশুর চামড়া থেকে তৈরি করা হত, যৌন সুখ মিলতো না পুরোপুরি। এবং, সাধারণ মানুষের নাগালের বাইরে ছিল।
advertisement
2/5
তবে সময়ের সঙ্গে সঙ্গে ধারণা এবং কন্ডোম তৈরির পদ্ধতি বদলাতে থাকে। ১৮৩৯ সালে, চার্লস গুডইয়ার রবার থেকে প্রথম কন্ডোম তৈরি করেন, যা তুলনামূলকভাবে সস্তা ছিল এবং অধিক জনপ্রিয় হয়ে ওঠে। ১৯১৯ সালে, কন্ডোম সর্বসাধারণের ব্যবহারের জন্য বাজারে আসে
তবে সময়ের সঙ্গে সঙ্গে ধারণা এবং কন্ডোম তৈরির পদ্ধতি বদলাতে থাকে।১৮৩৯ সালে, চার্লস গুডইয়ার রবার থেকে প্রথম কন্ডোম তৈরি করেন, যা তুলনামূলকভাবে সস্তা ছিল এবং অধিক জনপ্রিয় হয়ে ওঠে। ১৯১৯ সালে, কন্ডোম সর্বসাধারণের ব্যবহারের জন্য বাজারে আসে
advertisement
3/5
১৯৩১ সালে, আমেরিকান সৈন্যদের জন্য কন্ডোমের ব্যবহারের নিয়ম চালু করা হয়। এর ফলে সুরক্ষিত যৌন স্বাস্থ্য বিষয়ক ধারণা আরও বিস্তৃত হয়। ১৯৫৭ সালে ডিউরেক্স প্রথম লুব্রিকেটেড কনডোম বাজারে নিয়ে আসে এবং পরবর্তীতে ১৯৮০ সালে এইডস প্রতিরোধের জন্য কন্ডোমের ব্যবহার সম্পর্কে ব্যাপক প্রচার চালানো হয়।
১৯৩১ সালে, আমেরিকান সৈন্যদের জন্য কন্ডোমের ব্যবহারের নিয়ম চালু করা হয়। এর ফলে সুরক্ষিত যৌন স্বাস্থ্য বিষয়ক ধারণা আরও বিস্তৃত হয়। ১৯৫৭ সালে ডিউরেক্স প্রথম লুব্রিকেটেড কনডোম বাজারে নিয়ে আসে এবং পরবর্তীতে ১৯৮০ সালে এইডস প্রতিরোধের জন্য কন্ডোমের ব্যবহার সম্পর্কে ব্যাপক প্রচার চালানো হয়।
advertisement
4/5
১৯৯১ সালে, মহিলাদের জন্য কন্ডোম ( ফেমিডোম) তৈরি করা হয় এবং ১৯৯৭ সালে ডিউরেক্স প্রথম কন্ডোম সম্পর্কিত সচেতনতা এবং ব্যবহারের নির্দেশিকা নিয়ে ওয়েবসাইট তৈরি করে। সেই বছরই তারা প্রথম ভাইব্রেশন কন্ডোম বাজারে আনে।
১৯৯১ সালে, মহিলাদের জন্য কন্ডোম ( ফেমিডোম) তৈরি করা হয় এবং ১৯৯৭ সালে ডিউরেক্স প্রথম কন্ডোম সম্পর্কিত সচেতনতা এবং ব্যবহারের নির্দেশিকা নিয়ে ওয়েবসাইট তৈরি করে। সেই বছরই তারা প্রথম ভাইব্রেশন কন্ডোম বাজারে আনে।
advertisement
5/5
এই ইতিহাসের মাধ্যমে আমরা দেখতে পাই কন্ডোমের ব্যবহারের ধারণা কীভাবে বিবর্তিত হয়েছে, সমাজে এর গ্রহণযোগ্যতা কীভাবে বৃদ্ধি পেয়েছে।  সুরক্ষিত যৌন জীবন ও স্বাস্থ্য সচেতনতা তৈরি করতে কন্ডোমের ভূমিকা অনস্বীকার্য 
এই ইতিহাসের মাধ্যমে আমরা দেখতে পাই কন্ডোমের ব্যবহারের ধারণা কীভাবে বিবর্তিত হয়েছে, সমাজে এর গ্রহণযোগ্যতা কীভাবে বৃদ্ধি পেয়েছে।  সুরক্ষিত যৌন জীবন ও স্বাস্থ্য সচেতনতা তৈরি করতে কন্ডোমের ভূমিকা অনস্বীকার্য
advertisement
advertisement
advertisement