Knowledge Story:ভারতে রবিবারের ছুটি কীভাবে শুরু হল ? নেপথ্যের কারণ জানলে গায়ে কাঁটা দেবে

Last Updated:
1/4
সপ্তাহান্তে রবিবার! আহা, ভাবলেই আরাম! ছুটির দিন বলে কথা! স্কুল,কলেজ, ব্যাঙ্ক, সরকারি দফতর মায় বহু বেসরকারি সংস্থাতেও এদিনটা ছুটি থাকে! কিন্তু কীভাবে শুরু হল এই রবিবারের ছুটি ?
সপ্তাহান্তে রবিবার! আহা, ভাবলেই আরাম! ছুটির দিন বলে কথা! স্কুল,কলেজ, ব্যাঙ্ক, সরকারি দফতর মায় বহু বেসরকারি সংস্থাতেও এদিনটা ছুটি থাকে! কিন্তু কীভাবে শুরু হল এই রবিবারের ছুটি ?
advertisement
2/4
ব্রিটিশ-রাজ চলাকালীন শ্রমিকদের কারখানায় সপ্তাহের ৭ দিনই কাজ করতে হত। আলাদা করে ছুটির দিন কিছু ছিল না। কেবলমাত্র ব্রিটিশ আধিকারিকরাই সপ্তাহের একটা দিন অর্থাৎ রবিবার ছুটি পেতেন। কারণ, এই দিন তাঁরা গির্জায় যেতেন প্রার্থনার জন্য।
ব্রিটিশ-রাজ চলাকালীন শ্রমিকদের কারখানায় সপ্তাহের ৭ দিনই কাজ করতে হত। আলাদা করে ছুটির দিন কিছু ছিল না। কেবলমাত্র ব্রিটিশ আধিকারিকরাই সপ্তাহের একটা দিন অর্থাৎ রবিবার ছুটি পেতেন। কারণ, এই দিন তাঁরা গির্জায় যেতেন প্রার্থনার জন্য।
advertisement
3/4
লাগাতার কোনও ছুটি ছাড়া কাজ করা শ্রমিকদের পক্ষে কঠিন হয়ে উঠছিল। তাঁদের এই কষ্ট বুঝতে পারেন সে সময়ের শ্রমিক নেতা শ্রীনারায়ণ মেঘাজি লোখান্ডে। তিনি ব্রিটিশ সাহেবদের কাছে একটি দিনের ছুটির আবেদন করেন। কিন্তু সেই প্রস্তাব খারিজ করে দেয় ইংরেজ সাহেবরা।
লাগাতার কোনও ছুটি ছাড়া কাজ করা শ্রমিকদের পক্ষে কঠিন হয়ে উঠছিল। তাঁদের এই কষ্ট বুঝতে পারেন সে সময়ের শ্রমিক নেতা শ্রীনারায়ণ মেঘাজি লোখান্ডে। তিনি ব্রিটিশ সাহেবদের কাছে একটি দিনের ছুটির আবেদন করেন। কিন্তু সেই প্রস্তাব খারিজ করে দেয় ইংরেজ সাহেবরা।
advertisement
4/4
কিন্তু লোখান্ডে হার মানেননি। শ্রমিকদের জন্য ৭ বছর লড়ে গিয়েছেন। অবশেষে পর হার মানে ব্রিটিশ সরকার। ১৮৯০ সালের ১০ জুন রবিবার, লোখান্ডের দাবি মেনে ভারতীয় শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিন হিসেবে রবিবারকে ঘোষণা করা হয়। সেই থেকেই শুরু সাপ্তাহিক ছুটির দিন রবিবার।
কিন্তু লোখান্ডে হার মানেননি। শ্রমিকদের জন্য ৭ বছর লড়ে গিয়েছেন। অবশেষে পর হার মানে ব্রিটিশ সরকার। ১৮৯০ সালের ১০ জুন রবিবার, লোখান্ডের দাবি মেনে ভারতীয় শ্রমিকদের সাপ্তাহিক ছুটির দিন হিসেবে রবিবারকে ঘোষণা করা হয়। সেই থেকেই শুরু সাপ্তাহিক ছুটির দিন রবিবার।
advertisement
advertisement
advertisement