Knowledge Story: দুধ-কলা দিয়ে কি সত্যিই সাপ পোষা যায়? প্রাচীন এই প্রবাদের রহস্যফাঁস বিশেষজ্ঞের, জানুন

Last Updated:
Knowledge Story: পরপর দু'বার সাপ কামড়ে বিষে বিষে বিষক্ষয় হয়? যা বললেন বিশেষজ্ঞ চিকিৎসক শুনলে অবাক হবেন...
1/8
সাপকে আমরা কমবেশি প্রত্যেককেই ভয় পেয়ে থাকি। রহস্যময় এই সরীসৃপ প্রাণী বুকে হেঁটে এঁকেবেঁকে চলে। সাপকে নিয়ে বহু মিথ্যে গল্পের প্রচলন রয়েছে।
সাপকে আমরা কমবেশি প্রত্যেককেই ভয় পেয়ে থাকি। রহস্যময় এই সরীসৃপ প্রাণী বুকে হেঁটে এঁকেবেঁকে চলে। সাপকে নিয়ে বহু মিথ্যে গল্পের প্রচলন রয়েছে।
advertisement
2/8
দুধ-কলা দিয়ে নাকি সাপ পোষা যায়? কতটা সত্যতা রয়েছে এই কথাতে?
দুধ-কলা দিয়ে নাকি সাপ পোষা যায়? কতটা সত্যতা রয়েছে এই কথাতে?
advertisement
3/8
আবার একই সাপ যদি পরপর দু'বার কামড় দেয় তাহলে নাকি বিষে বিষে বিষক্ষয় হয়, এরকমই একটি কুসংস্কার বা ধারণার কথাও শোনা যায়। চিকিৎসা করতে গিয়ে বারংবার এমন কথা শুনেছেন অভিজ্ঞ চিকিৎসক ডক্টর শ্যামল কুণ্ডু। তাঁর বক্তব্য শুনলে কিন্তু চমকে যাবেন।
আবার একই সাপ যদি পরপর দু'বার কামড় দেয় তাহলে নাকি বিষে বিষে বিষক্ষয় হয়, এরকমই একটি কুসংস্কার বা ধারণার কথাও শোনা যায়। চিকিৎসা করতে গিয়ে বারংবার এমন কথা শুনেছেন অভিজ্ঞ চিকিৎসক ডক্টর শ্যামল কুণ্ডু। তাঁর বক্তব্য শুনলে কিন্তু চমকে যাবেন।
advertisement
4/8
বহু বছরের অভিজ্ঞতাকে কেন্দ্র করে সাপকে নিয়ে প্রচলিত বিভিন্ন মিথ্যে প্রচলন যুক্তি সহকারে ভেঙে দিলেন তিনি। তিনি জানান, সাপ একটি সম্পূর্ণ মাংসাশী প্রাণী। দুধ বা কলা কোনওটাই সাপ খায় না।
বহু বছরের অভিজ্ঞতাকে কেন্দ্র করে সাপকে নিয়ে প্রচলিত বিভিন্ন মিথ্যে প্রচলন যুক্তি সহকারে ভেঙে দিলেন তিনি। তিনি জানান, সাপ একটি সম্পূর্ণ মাংসাশী প্রাণী। দুধ বা কলা কোনওটাই সাপ খায় না।
advertisement
5/8
আবার অনেকের ধারণা রয়েছে সাপের স্মৃতিশক্তি অত্যন্ত তুখর, মুখ চিনে রেখে পরে এসে কামড় দেয় সেই সাপ। শ্যামল কুণ্ডু জানান, এই কথারও কোনও সত্যতা নেই। সাপের মস্তিষ্ক এতটা উন্নত নয় যে সাপ কিছু মনে রাখতে পারবে। তার সঙ্গে সাপের দৃষ্টিশক্তিও যথেষ্ট দুর্বল।
আবার অনেকের ধারণা রয়েছে সাপের স্মৃতিশক্তি অত্যন্ত তুখর, মুখ চিনে রেখে পরে এসে কামড় দেয় সেই সাপ। শ্যামল কুণ্ডু জানান, এই কথারও কোনও সত্যতা নেই। সাপের মস্তিষ্ক এতটা উন্নত নয় যে সাপ কিছু মনে রাখতে পারবে। তার সঙ্গে সাপের দৃষ্টিশক্তিও যথেষ্ট দুর্বল।
advertisement
6/8
একই সাপ যদি দু'বার কামড়ায় তাহলে বিষে বিষে বিষক্ষয় হয় না! বরং পুনরায় বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা থেকে যায়। সাপ মানুষের ক্ষতি করে এমনটাও নয়। নিজের আত্মরক্ষার্থে সাপ আক্রমণ করে। তাছাড়া আমাদের বাস্তুতন্ত্রে সাপের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ।
একই সাপ যদি দু'বার কামড়ায় তাহলে বিষে বিষে বিষক্ষয় হয় না! বরং পুনরায় বিষক্রিয়া হওয়ার সম্ভাবনা থেকে যায়। সাপ মানুষের ক্ষতি করে এমনটাও নয়। নিজের আত্মরক্ষার্থে সাপ আক্রমণ করে। তাছাড়া আমাদের বাস্তুতন্ত্রে সাপের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ।
advertisement
7/8
বিভিন্ন রকম বিষাক্ত পোকামাকড়, কাঁকড়া বিছে, সাধারণ বিছে এবং ব্যাঙ ও টিকটিকি খেয়ে জীবনধারণ করে সাপ। অর্থাৎ পোকামাকড় থেকে কাঁকড়া বিছে এবং ব্যাঙের মতো প্রাণীর সংখ্যা যাতে বেড়ে না যায় সেটা নিয়ন্ত্রণ করে সাপ। এমনটাই জানিয়েছেন ডক্টর শ্যামল কুণ্ডু।
বিভিন্ন রকম বিষাক্ত পোকামাকড়, কাঁকড়া বিছে, সাধারণ বিছে এবং ব্যাঙ ও টিকটিকি খেয়ে জীবনধারণ করে সাপ। অর্থাৎ পোকামাকড় থেকে কাঁকড়া বিছে এবং ব্যাঙের মতো প্রাণীর সংখ্যা যাতে বেড়ে না যায় সেটা নিয়ন্ত্রণ করে সাপ। এমনটাই জানিয়েছেন ডক্টর শ্যামল কুণ্ডু।
advertisement
8/8
তিনি আরও বলেন যে সাপকে মেরে শেষ করে দিলে মানুষের সমস্যার সমাধান হবে না! উল্টে সমস্যা আরও বেড়ে যাবে। (নীলাঞ্জন ব্যানার্জী)
তিনি আরও বলেন যে সাপকে মেরে শেষ করে দিলে মানুষের সমস্যার সমাধান হবে না! উল্টে সমস্যা আরও বেড়ে যাবে। (নীলাঞ্জন ব্যানার্জী)
advertisement
advertisement
advertisement