Knowledge Story: বলুন তো বিশ্বের দীর্ঘতম হাঁটা পথ কোনটি? পার হতে হয় তিন মহাদেশ! বহু মানুষ জানেন না
- Published by:Piya Banerjee
- hyperlocal
- Reported by:JULFIKAR MOLLA
Last Updated:
Knowledge Story: পায়ে হেঁটেই করা যেতে পারে বিশ্ব ভ্রমণ! কোন পথে জানেন? বহু মানুষ ভুল উত্তর দিয়েছেন
advertisement
advertisement
ভূগোল বিভাগের শিক্ষক তাপস রায় জানান, "বিশ্বের দীর্ঘতম হাঁটা পথের রাস্তা রাশিয়ার মাদাগান থেকে দক্ষিণ আফ্রিকার কেপটাউন আসতে পারবেন, যার ২২ হাজার ৩৮৭ কিলোমিটার।" এই পথে হেঁটে যেতে গেলে বিমান, ট্রেন, বাস কিংবা লঞ্চ, কোনো যানবাহনেই আপনাকে উঠতে হবে না। প্রতিদিন যদি ৮ ঘণ্টা করে হাঁটেন তবে ৫৮৭ দিন লাগবে ১৯৪ দিন হাঁটা লাগবে যদি কোনো বিরতি ছাড়া হেঁটে চলেন।
advertisement
তবে এই পথ অতিক্রম করার সময় যে একেবারেই নদী পেরোতে হতে হবে না তা নয়, তবে এই পথে অবস্থিত নদীগুলো এতোটাই ছোট যে আপনি খুব সহজেই পেরোতে পারবেন অনায়াসেই। জল পরিমাণ অতন্তই কম, হাঁটুজল। তিনটি মহাদেশের মধ্য দিয়ে যাওয়ার জন্য বিভিন্ন সময়ে বিভিন্ন আবহাওয়া, জলবায়ু, ও ভৌগোলিক পরিবেশের সাক্ষী হতে হবে। এ পথের দুদিকে পড়বে প্রকৃতির অপার সৌন্দর্য। যা আপনাকে মুগ্ধ করবে।
advertisement
advertisement