Knowledge Story: পৃথিবীর সবচেয়ে বড় বিষদাঁত!... কোন সাপের আছে জানেন? কিং কোবরাও ফেল
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
উপর থেকে বোঝার উপায় থাকে না কোন সাপ বিষধর আর কোনটা নয়৷ তাই পারতপক্ষে আমরা সব ধরনের সাপই এড়িয়ে যেতে চাই৷ সাপ দেখে অযথা আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞেরা৷ বরং সাপের সামনে শান্ত থেকে ও কে নিজের মতো নিজের রাস্তায় চলে যেতে দেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ৷ নিজে কিছু করতে না গিয়ে প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে অবশ্যই৷ আর সবসময় মাথায় রাখতে হবে, প্রাণীহত্যা দণ্ডনীয় অপরাধ৷
advertisement
উপর থেকে বোঝার উপায় থাকে না কোন সাপ বিষধর আর কোনটা নয়৷ তাই পারতপক্ষে আমরা সব ধরনের সাপই এড়িয়ে যেতে চাই৷ সাপ দেখে অযথা আতঙ্কিত না হওয়ারও পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞেরা৷ বরং সাপের সামনে শান্ত থেকে ও কে নিজের মতো নিজের রাস্তায় চলে যেতে দেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ৷ নিজে কিছু করতে না গিয়ে প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিতে হবে অবশ্যই৷ আর সবসময় মাথায় রাখতে হবে, প্রাণীহত্যা দণ্ডনীয় অপরাধ৷
advertisement
advertisement
advertisement
advertisement
রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপের নাম তো আমরা সকলেই শুনেছি৷ এই সাপ যে ঠিক কতটা বিষাক্ত, তা-ও আমাদের বলে দিতে হয় না৷ চন্দ্রবোড়ার বিষদাঁতের দৈর্ঘ্যও কিন্তু হয় যথেষ্ট লম্বা৷ ভারতে তো বটেই এশিয়া জুড়েই দেখা মেলে এই চন্দ্রবোড়ার৷ প্রায় ১.২৪ মিটার দৈর্ঘ্যের এই সাপের বিষদাঁত হতে পারে ১.৫-১৩.০ মিলিমিটারের মাঝামাঝি৷
advertisement
বিশাল ফণা, রাজকীয় চাল, শক্তিশালী লম্বা দেহ আর অত্যন্ত বিষধর হওয়ার জন্য আমাদের সকলেরই পরিচিত একটি সাপ হল কিং কোবরা৷ কোবরা বা কেউটের পরিবারের না হওয়া সত্ত্বেও এর ফণার কারণে জনমানসে একে কিং কোবরা বলেই ডাকা হয়ে থাকে৷ কিং কোবরা প্রায় ৩-৪ মিটার পর্যন্ত লম্বা হতে পারে৷ ভারতীয় উপমহাদেশীয় এলাকায় তো বটেই কিং কোবরা পাওয়া যায় দক্ষিণ পূর্ব এশিয়া থেকে দক্ষিণ চিনের বিস্তৃত অঞ্চলে৷ এর বিষদাঁতের দৈর্ঘ্য ৮-১০ মিলিমিটার (০.৫ ইঞ্চি) পর্যন্ত হলেও একবারের ছোবলে সর্বোচ্চ পরিমাণ বিষ ঢালতে সক্ষম এই সাপ৷ তবে বিরক্ত না করলে এর দ্বারা আক্রান্ত হওয়ার ঝুঁকিও থাকে না৷ তবে বুঝতেই পারছেন, কিং কোবরা নয়, পৃথিবীর সবচেয়ে বড় বিষদাঁত রয়েছে অন্য এক সাপের কাছে৷
advertisement
advertisement
এর পরে আসা যাক সেই সাপের প্রসঙ্গে, যার কাছে পৃথিবীর সবচেয়ে বড় বিষদাঁত বা ফ্যাঙ্গস রয়েছে৷ সেটা হল গেবুন ভাইপার৷ আফ্রিকারজুড়েই এই শক্তিশালী সাপের দেখা মেলে৷ শুকনো পাতার মধ্যে লুকিয়ে বসে থাকলে কার সাধ্যি তাকে দেখতে পারে! সাপ হতে পারে প্রায় ২ মিটার লম্বা৷ ওজন প্রায় ১১ কেজি৷ তিনকোণা মাথার সামনে থাকে ছোট্ট দু’টো হর্ন৷ গেবুন ভাইপারের বিষদাঁতই হচ্ছে পৃথিবীর সবচেয়ে লম্বা বিষদাঁত৷ গেবুন ভাইপারের বিষদাঁত বা ফ্যাঙ প্রায় ২ ইঞ্চি লম্বা (৫ সেমি)৷