বাঙালির অন্যতম প্রিয় সবজি বেগুন! বেগুন ভর্তা হোক কী বেগুন ভাজা...আআ, বাঙালির মুখে হাসি চলে আসবে! আমাদের দেশের অন্যত্রও বেগুনের সবজি বেশ জনপ্রিয়! শুধু ভারত কেন, বিদেশীরাও কিন্তু মুখ-চেটে খান বেগুনের নানা পদ! এবার প্রশ্ন হল, বেগুনকে ইংরেজিতে কেন এগ-প্লান্ট বলে?