১২ ঘণ্টার দিন, ১২ ঘণ্টার রাত। দিনের শেষে সূর্য অস্ত যায়, চাঁদ ওঠে, রাত নামে, আবার পরের দিন সূর্য ওঠে, শুরু হয় নতুন দিন। এ তো গেল স্বাভাবিক দিন-রাত্রির নিয়ম। কিন্তু পৃথিবীতে এমন জায়গাও আছে যেখানে সূর্য অস্ত যায় না, ২৪ ঘণ্টাই দিনের আলো, রাত হয় না এই সমস্ত জায়গায়! জেনে নিন, পৃথিবীর এই ৫ টি আশ্চর্যতম জায়গা কোনগুলি--