সিনেমা হল, মল, হাসপাতাল বা যে-কোনও পাবলিক শৌচালয়ে গিয়ে একটা জিনিস নিশ্চয়ই লক্ষ করেছেন, টয়লেটের দরজা আকারে ছোট হয়, নীচ থেকে কাটা থাকে। বাড়ি বা হোটেলের ঘরে কিন্তু তেমনটা হয় না। তাহলে, সিনেমা হল বা মলের শৌচালয়ের তলাটা কাটা থাকে কেন? কারণ জানলে চোখ কপালে উঠবে--