পুজোর চারদিন চণ্ডীপাঠ, মিলবেই দেবীকৃপা, দূর হবে অর্থকষ্ট...

Last Updated:
পদ্মপুরাণে বলা হয়েছে দুর্গাপুজোয় চণ্ডীপাঠ আবশ্যক।
1/5
দুর্গাপুজোর সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে চণ্ডীপাঠ। মহাপুজোয় চণ্ডীপাঠ জড়িয়ে রয়েছে অবিচ্ছেদ্য অংশ হিসেবে। কথিত আছে, এতেই পূর্ণতা লাভ হয়
দুর্গাপুজোর সঙ্গে ওতপ্রোত ভাবে জড়িয়ে রয়েছে চণ্ডীপাঠ। মহাপুজোয় চণ্ডীপাঠ জড়িয়ে রয়েছে অবিচ্ছেদ্য অংশ হিসেবে। কথিত আছে, এতেই পূর্ণতা লাভ হয়
advertisement
2/5
সনাতন শাস্ত্র এমনও বলছে শ্রী শ্রী চণ্ডী পাঠে গ্রহাধিষ্ঠাত্রী দেবদেবীগণ প্রসন্ন হন। ফলে গ্রহপীড়া প্রশমিত হয়।
সনাতন শাস্ত্র এমনও বলছে শ্রী শ্রী চণ্ডী পাঠে গ্রহাধিষ্ঠাত্রী দেবদেবীগণ প্রসন্ন হন। ফলে গ্রহপীড়া প্রশমিত হয়।
advertisement
3/5
 রুদ্রচণ্ডী-র তুর্যখণ্ড অংশেও দেখা যায়, স্বয়ং শিব চণ্ডীকে বলছেন, তোমার মাহাত্ম্য,নামগান শুনলে পাপ দূর হয়, দূর হয় দারিদ্রের আভাস।
রুদ্রচণ্ডী-র তুর্যখণ্ড অংশেও দেখা যায়, স্বয়ং শিব চণ্ডীকে বলছেন, তোমার মাহাত্ম্য,নামগান শুনলে পাপ দূর হয়, দূর হয় দারিদ্রের আভাস।
advertisement
4/5
পদ্মপুরাণে বলা হয়েছে দুর্গাপুজোয় চণ্ডীপাঠ আবশ্যক। এই পুরাণে স্বয়ং মহাদেবকে দেখা যায়, তিনি পার্বতীকে বলছেন, একাগ্রচিত্তে চন্ডীমন্ত্র জপ করার কথা। বলছেন, সাধকের কর্তব্য একাগ্রচিত্তে পুজোর দিনগুলিতে সপ্তশতী চণ্ডীমন্ত্র জপ করা।
পদ্মপুরাণে বলা হয়েছে দুর্গাপুজোয় চণ্ডীপাঠ আবশ্যক। এই পুরাণে স্বয়ং মহাদেবকে দেখা যায়, তিনি পার্বতীকে বলছেন, একাগ্রচিত্তে চন্ডীমন্ত্র জপ করার কথা। বলছেন, সাধকের কর্তব্য একাগ্রচিত্তে পুজোর দিনগুলিতে সপ্তশতী চণ্ডীমন্ত্র জপ করা।
advertisement
5/5
সনাতন শাস্ত্রের ব্যখ্যাকারী আশুতোষ ভট্টাচার্যের কথায়, যজ্ঞে সেরা অশ্বমেধ, দেবগণের প্রধান হরি তেমনই স্তবের শ্রেষ্ঠ দেবীস্তব বা সপ্তশতীস্তব, প্রতিটি ভক্তই এর মাধ্যমে দেবীকৃপা লাভ করতে পারেন।
সনাতন শাস্ত্রের ব্যখ্যাকারী আশুতোষ ভট্টাচার্যের কথায়, যজ্ঞে সেরা অশ্বমেধ, দেবগণের প্রধান হরি তেমনই স্তবের শ্রেষ্ঠ দেবীস্তব বা সপ্তশতীস্তব, প্রতিটি ভক্তই এর মাধ্যমে দেবীকৃপা লাভ করতে পারেন।
advertisement
advertisement
advertisement