Lottery: এক কোটি টাকা! লটারির টিকিট কাটছেন বহু বছর, ভাগ্য খুলছে না! দুটো কায়দা শিখে নিন

Last Updated:
Dear Lottery : অনেকে বলেন, লটারির টিকিট কাটার কোনও নির্দিষ্ট নিয়ম নেই। আবার অনেকের দাবি, খেলা মানেই কিছু না কিছু কৌশল রয়েছে। সেই কৌশল মেনে খেললেই লটারিতে পুরস্কার জেতা সম্ভব।
1/7
হঠাৎ করে আর্থিক পরিস্থিতির উন্নতির জন্য অনেকেই লটারির টিকিটের উপর নির্ভর করেন। অনেকেই স্বপ্ন দেখেন, লটারির টিকিটে পুরস্কার পেলে জীবনের পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। তবে সবার এই স্বপ্ন  পূরণ হয় না। অনেকে দিনের পর দিন লটারির টিকিট কেটে যান। তবে মনে রাখবেন, লটারির টিকিট কাটার নেশা কিন্ত আর্থিক ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। News18 বাংলা কখনওই লটারির টিকিট কাটার ব্যাপারে উৎসাহ দেয় না। পাঠক এই প্রতিবেদন পড়বেন নিজের দায়িত্বে।
হঠাৎ করে আর্থিক পরিস্থিতির উন্নতির জন্য অনেকেই লটারির টিকিটের উপর নির্ভর করেন। অনেকেই স্বপ্ন দেখেন, লটারির টিকিটে পুরস্কার পেলে জীবনের পরিস্থিতির কিছুটা উন্নতি হবে। তবে সবার এই স্বপ্ন পূরণ হয় না। অনেকে দিনের পর দিন লটারির টিকিট কেটে যান। তবে মনে রাখবেন, লটারির টিকিট কাটার নেশা কিন্ত আর্থিক ঝুঁকি বাড়িয়ে দিতে পারে। News18 বাংলা কখনওই লটারির টিকিট কাটার ব্যাপারে উৎসাহ দেয় না। পাঠক এই প্রতিবেদন পড়বেন নিজের দায়িত্বে।
advertisement
2/7
অনেকে বলেন, লটারির টিকিট কাটার কোনও নির্দিষ্ট নিয়ম নেই। আবার অনেকের দাবি, খেলা মানেই কিছু না কিছু কৌশল রয়েছে। সেই কৌশল মেনে খেললেই লটারিতে পুরস্কার জেতা সম্ভব। আমরা আজ পাঠকদের এই কৌশলের ব্যাপারেই কিছু টিপস দেব।
অনেকে বলেন, লটারির টিকিট কাটার কোনও নির্দিষ্ট নিয়ম নেই। আবার অনেকের দাবি, খেলা মানেই কিছু না কিছু কৌশল রয়েছে। সেই কৌশল মেনে খেললেই লটারিতে পুরস্কার জেতা সম্ভব। আমরা আজ পাঠকদের এই কৌশলের ব্যাপারেই কিছু টিপস দেব।
advertisement
3/7
লটারির খেলা হয়ে যাওয়া কিছু ফলাফলের নিরিখে আজ আমরা কিছু টিপস দেব। তাতে যাঁরা লটারির টিকিট কাটেন তাদের জেতার সম্ভাবনা কিছুটা বাড়তে পারে। দেখা যাচ্ছে, সাধারণত ১ থেকে ৪ এবং ৫ থেকে ৯-তে খুবই ঘন ঘন খেলা হয়েছে।
লটারির খেলা হয়ে যাওয়া কিছু ফলাফলের নিরিখে আজ আমরা কিছু টিপস দেব। তাতে যাঁরা লটারির টিকিট কাটেন তাদের জেতার সম্ভাবনা কিছুটা বাড়তে পারে। দেখা যাচ্ছে, সাধারণত ১ থেকে ৪ এবং ৫ থেকে ৯-তে খুবই ঘন ঘন খেলা হয়েছে।
advertisement
4/7
কিছু বিশেষজ্ঞ বলছেন, সবচেয়ে বেশি খেলা হয়েছে এমন সংখ্যার গ্রুপ থেকে বেছে টিকিট কেনা এড়িয়ে চলতে হবে। তার বদলে যে সংখ্য়া কম ঘন ঘন খেলা হয়েছে সেই টিকিট নির্বাচন করলে পুরস্কার পাওয়ার সম্ভাবনা থাকে।
কিছু বিশেষজ্ঞ বলছেন, সবচেয়ে বেশি খেলা হয়েছে এমন সংখ্যার গ্রুপ থেকে বেছে টিকিট কেনা এড়িয়ে চলতে হবে। তার বদলে যে সংখ্য়া কম ঘন ঘন খেলা হয়েছে সেই টিকিট নির্বাচন করলে পুরস্কার পাওয়ার সম্ভাবনা থাকে।
advertisement
5/7
এবার একটি কৌশল দেখা যাক। লটারির খেলা হওয়া সংখ্যাগুলি তিনটি ভাগে ভাগ করা যেতে পারে:। প্রথম, মাঝের সংখ্য়া এবং শেষ। উদাহরণ হিসেবে ধরে নিন, টিকিট নম্বর ৬৪৩৬৮। মাঝের সংখ্যা যদি আগেই খেলা হয়ে যাওয়া সংখ্যাগুলির সঙ্গে মিলে যায়, তা হলে পরবর্তী ড্রতে সেই সংখ্যাগুলি নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি।
এবার একটি কৌশল দেখা যাক। লটারির খেলা হওয়া সংখ্যাগুলি তিনটি ভাগে ভাগ করা যেতে পারে:। প্রথম, মাঝের সংখ্য়া এবং শেষ। উদাহরণ হিসেবে ধরে নিন, টিকিট নম্বর ৬৪৩৬৮। মাঝের সংখ্যা যদি আগেই খেলা হয়ে যাওয়া সংখ্যাগুলির সঙ্গে মিলে যায়, তা হলে পরবর্তী ড্রতে সেই সংখ্যাগুলি নির্বাচিত হওয়ার সম্ভাবনা বেশি।
advertisement
6/7
আরও একটি কৌশল জেনে রাখুন।  'বিপরীত সংখ্যা' নির্বাচন। যেমন- ১ এবং ৬, ০ এবং ৫, ২ এবং ৭, ৩ এবং ৮, এবং ৪ এবং ৯। উদাহরণস্বরূপ, যদি টিকিটে ৪ নম্বর থাকে, তা হলে তার বিপরীত ৯ দিয়ে প্রতিস্থাপন করলে জেতার সম্ভাবনা কিছুটা বাড়তে পারে।
লটারির টিকিট আরও একটি কৌশল জেনে রাখুন। 'বিপরীত সংখ্যা' নির্বাচন। যেমন- ১ এবং ৬, ০ এবং ৫, ২ এবং ৭, ৩ এবং ৮, এবং ৪ এবং ৯। উদাহরণস্বরূপ, যদি টিকিটে ৪ নম্বর থাকে, তা হলে তার বিপরীত ৯ দিয়ে প্রতিস্থাপন করলে জেতার সম্ভাবনা কিছুটা বাড়তে পারে।
advertisement
7/7
অনেকে আবার মনে করেন, প্রচুর টিকিট একসঙ্গে কাটলে জেতার সম্ভাবনা বাড়তে থাকে। এই যুক্তি কিন্তু সব ক্ষেত্রে ঠিক নয়। আর একসঙ্গে প্রচুর টাকার টিকিট কাটলে আর্থিক ঝুঁকি বৃদ্ধির সম্ভাবনা থাকে। অনেকে সম্পূর্ণ সিরিজের সংখ্যা কিনতে পছন্দ করেন। তাতে টাকা বিনিয়োগ বেশি হয়।
অনেকে আবার মনে করেন, প্রচুর টিকিট একসঙ্গে কাটলে জেতার সম্ভাবনা বাড়তে থাকে। এই যুক্তি কিন্তু সব ক্ষেত্রে ঠিক নয়। আর একসঙ্গে প্রচুর টাকার টিকিট কাটলে আর্থিক ঝুঁকি বৃদ্ধির সম্ভাবনা থাকে। অনেকে সম্পূর্ণ সিরিজের সংখ্যা কিনতে পছন্দ করেন। তাতে টাকা বিনিয়োগ বেশি হয়।
advertisement
advertisement
advertisement