

•• আজ মঙ্গলবার ৷ সঙ্কটমোচন হনুমানকে পুজো করার দিন ৷ এই দেবতাকে মন থেকে ডাকলে, জীবন থেকে সমস্ত বিপদ-আপদ দূর হয়ে যায় ৷ প্রত্যেক শনি-মঙ্গলবার তাই মন-প্রাণ দিয়ে বজরংবলীর পুজোয় ব্রতী হওয়া উচিত ৷ আর বজরংবলী বা সঙ্কটমোচন হনুমানের পুজোতে অবশ্যই পাঠ করতে হবে হনুমান চালিশা ৷ যা পাঠ করা প্রচণ্ডই উপকারী ৷


•• এই হনুমান চলিশায় মোট ৪০ টি চৌপাই আছে। তার মধ্যে ৫ টি চৌপাইের বিশেষ ক্ষমতা আছে। বলা হয় এই ৫ টি মন্ত্র নিয়মিত উচ্চারণ করতে পারলে স্বাস্থ্য, সম্পত্তি এবং সমৃদ্ধি সংসারে উপচে পড়বে। হনুমান সারাজীবন ছিলেন প্রভু রামের ভক্ত। মাতা সীতার আশীের্বাদে হনুমান অমর হাওয়ার বর পেয়েছিলেন। তাই কেউ যদি এই হনুমান চলিশা মন দিয়ে পাঠ করেন তাহলে তার ভাগ্যের চাকা খুলে যাবে। হনুমান যেহেতু প্রভু রামের সবচেয়ে বড় ভক্ত ছিলেন তাই প্রভু রামের আগে হনুমানের পুজো করা হয়। তাহলে মন্ত্র গুলি দেখে নিন:


•• হনুমান পুজোর সময়ে এই মন্ত্রোচ্চারণ করলে আপনি সমস্ত রকম শারীরিক ও মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পাবেন ৷


•• দীর্ঘদিন ধরে যদি কোনও রোগে ভোগেন তাহলে অবশ্যই এই মন্ত্রটি মন থেকে উচ্চারণ করুন ৷ সুফল অবশ্যই পাবেন।