King Cobra: তালা দেওয়া বাক্স থেকে 'ভ্যানিশ' কিং কোবরা, কীভাবে 'উবে' গেল আস্ত একটা সাপ? কোন ইঙ্গিত লুকিয়ে? হুলুস্থুল গোটা পাড়ায়

Last Updated:
তালা দেওয়া বাক্স থেকে গায়েব হয়ে গেল আস্ত একটা সাপ? এ কোন 'মিরাকেল'
1/6
বাক্সে কোনও ফুটো-ফাটা ছিল না, দেওয়া ছিল বড় একটা তালা, বাক্সটি রাখা ছিল লক করা গাড়ির মধ্যে আর সেই বাক্সের ভিতর ছিল একটা মস্ত বড় কিং কোবরা সাপ। কিন্তু সকাল গাড়ির লক খুলে, বাক্স খুলতেই আঁতকে উঠল সবাই।
বাক্সে কোনও ফুটো-ফাটা ছিল না, দেওয়া ছিল বড় একটা তালা, বাক্সটি রাখা ছিল লক করা গাড়ির মধ্যে আর সেই বাক্সের ভিতর ছিল একটা মস্ত বড় কিং কোবরা সাপ। কিন্তু সকাল গাড়ির লক খুলে, বাক্স খুলতেই আঁতকে উঠল সবাই।
advertisement
2/6
সকালে বাক্স খুলতেই কী দেখল সবাই? বাক্সে তালা লাগানোই আছে, অথচ বাক্সের ভিতর সাপটা নেই। গোটা গাড়ি তন্নতন্ন করে খুঁজেও সাপটি পাওয়া গেল না। কার্যত 'ভ্যানিশ' হয়ে যায় কিং কোবরা। কীভাবে উবে গেল গোটা একটা সাপ?
সকালে বাক্স খুলতেই কী দেখল সবাই? বাক্সে তালা লাগানোই আছে, অথচ বাক্সের ভিতর সাপটা নেই। গোটা গাড়ি তন্নতন্ন করে খুঁজেও সাপটি পাওয়া গেল না। কার্যত 'ভ্যানিশ' হয়ে যায় কিং কোবরা। কীভাবে উবে গেল গোটা একটা সাপ?
advertisement
3/6
ঘটনাটি বেঙ্গালুরুর বেলগাম তালুকের বালেকুন্দ্রি গ্রামের। আচমকাই একদিন এক গ্রামবাসীর বাড়িতে দেখা যায় ইয়া বিশাল এক কিং কোবরার। যদিও সাপটি কারও কোনও ক্ষতি করেনি। কিন্তু হঠাৎ সাপের আসা ও ভ্যানিশ হয়ে যাওয়ায় হুলুস্থুল গোটা গ্রামে
ঘটনাটি বেঙ্গালুরুর বেলগাম তালুকের বালেকুন্দ্রি গ্রামের। আচমকাই একদিন এক গ্রামবাসীর বাড়িতে দেখা যায় ইয়া বিশাল এক কিং কোবরার। যদিও সাপটি কারও কোনও ক্ষতি করেনি। কিন্তু হঠাৎ সাপের আসা ও ভ্যানিশ হয়ে যাওয়ায় হুলুস্থুল গোটা গ্রামে
advertisement
4/6
তবে গোড়া থেকেই বলা যাক। গত ১৫ দিন ধরে আতঙ্কে দিন কাটাচ্ছিল বালেকুন্দ্রি গ্রামের বাসিন্দারা। কারণ? একটি কিং কোবরা সাপ। সাপটা আচমকাই একদিন দেখা দেয় গ্রামে। অতঃপর সচিন নামে গ্রামেরইেক সর্পবিশারদ কিং কোবরাটিকে পাকরাও করে।
তবে গোড়া থেকেই বলা যাক। গত ১৫ দিন ধরে আতঙ্কে দিন কাটাচ্ছিল বালেকুন্দ্রি গ্রামের বাসিন্দারা। কারণ? একটি কিং কোবরা সাপ। সাপটা আচমকাই একদিন দেখা দেয় গ্রামে। অতঃপর সচিন নামে গ্রামেরইেক সর্পবিশারদ কিং কোবরাটিকে পাকরাও করে।
advertisement
5/6
সচিন সাপটিকে ধরে একটা বাক্সে তালা বন্ধ করে রেখেছিল। তারপর বাক্সটি রেখেছিল গাড়ির ভিতর। গাড়িটাও লক করা ছিল। সকালে বাক্সের তালা খুলে ডালা তুলতেই শিউরে ওঠেন সচিন। বাক্সে সাপটি নেই। সাপটি গাড়িতেও নেই। তাহলে কি উবে গেল সাপ? শোরগোল গোটা গ্রামে।
সচিন সাপটিকে ধরে একটা বাক্সে তালা বন্ধ করে রেখেছিল। তারপর বাক্সটি রেখেছিল গাড়ির ভিতর। গাড়িটাও লক করা ছিল। সকালে বাক্সের তালা খুলে ডালা তুলতেই শিউরে ওঠেন সচিন। বাক্সে সাপটি নেই। সাপটি গাড়িতেও নেই। তাহলে কি উবে গেল সাপ? শোরগোল গোটা গ্রামে।
advertisement
6/6
এহেন ঘটনা এই প্রথম নয়। দেড় বছর আগেও এই গ্রাম থেকে আরেকটি কিং কোবরা আচমকাই একদিন ভ্যানিশ হয়ে যায়। এর নেপথ্যে কী কারণ রয়েছে, কোন রহস্য লুকিয়ে, সেই উত্তর অজানাই।
এহেন ঘটনা এই প্রথম নয়। দেড় বছর আগেও এই গ্রাম থেকে আরেকটি কিং কোবরা আচমকাই একদিন ভ্যানিশ হয়ে যায়। এর নেপথ্যে কী কারণ রয়েছে, কোন রহস্য লুকিয়ে, সেই উত্তর অজানাই।
advertisement
advertisement
advertisement