• কথিত আছে, মা তারার অপর নাম কৌশিকী। পুরাণ মতে, কৌশিকী রূপেই শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন মা তারা। এই তিথিতেই নাকি তারাপীঠের মহাশ্মশানের শ্বেতশিমূল গাছের তলায় সাধনা করে সিদ্ধিলাভ করেছিলেন সাধক বামাক্ষ্যাপা। সেই বিশ্বাসেই কৌশিকী অমাবস্যাতে লক্ষাধিক পুণ্যার্থীদের ভিড় হয় তারাপীঠে। ছবি: News18 Bangla
• আর এই উপলক্ষ্যে শনিবার সকাল থেকেই ছিল বিশেষ পুজোর আয়োজন ৷ দুপুরে পাঁচ ভাজা, মাছ, মাংস, পোলাও, মিষ্টি সহযোগে স্পেশ্যাল মহাভোগ দেওয়া হয়েছে মা’কে ৷ সন্ধ্যেয় মায়ের শীতল আরতির পর লুচি, সুজি, মিষ্টি, চাটনি, পায়েস-সহ বিশেষ শীতল-ভোগ দেওয়া হয়েছে তারা মা'কে ৷ রাতে আবার ভাজা, মিষ্টি-সহ খিচুড়ি ভোগ দেওয়া হয় তারা মায়ের সামনে ৷ ছবি: News18 Bangla
• এইদিন সকালে স্নান করিয়ে রাজবেশে সাজানো হয় মা’কে ৷ তারপর শুরু হয় পুজো ৷ এ বছর টানা দু’দিন ধরে অমাবস্যা রয়েছে ৷ ফলে দীর্ঘ সময় ধরে শুভ পুজো চলছে তারাপীঠ মন্দিরে ৷ এই প্রথম নজিরবিহীন ভাবে টানা ২ দিন খোলা রয়েছে মন্দিরের দরজা ৷ গতকাল সারা রাত খোলা ছিল মায়ের মন্দির ৷ অমাবস্যা লাগার পর থেকেই ভক্ত সমাগম বেড়েছে মন্দিরে ৷ দলে দলে পুজো দিচ্ছেন ভক্তরা ৷ ছবি: News18 Bangla