Karwa Cahuth 2022: বিরাট কোহলি থেকে রণবীর সিং-সহ যে যে সেলিব্রিটিরা স্ত্রীর জন্য করবা চৌথের ব্রতপালন করেন

Last Updated:
Karwa Cahuth 2022: দীপিকা পাড়ুকোন, অনুষ্কা শর্মা, ঐশ্বর্য রাই বচ্চন, শিল্পা শেট্টি কুন্দ্রা, তাহিরা খুরানার স্বামীরাও তাঁদের জন্য করবা চৌথের ব্রত পালন করেন
1/7
রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন একে অপরের প্রতি প্রেম বা ভালবাসা প্রকাশের ক্ষেত্রে কোনও সুযোগই ছাড়েন না ৷ ফাইল ছবি ৷
রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন একে অপরের প্রতি প্রেম বা ভালবাসা প্রকাশের ক্ষেত্রে কোনও সুযোগই ছাড়েন না ৷ ফাইল ছবি ৷
advertisement
2/7
দীপিকা পাড়ুকোন প্রতি বছর স্বামী রণবীর সিং-এ জন্য করবা চৌথের ব্রতপালন করেন ৷ অন্যদিকে একটি সাক্ষাৎকারে রণবীর সিং জানিয়েছেন তিনিও দীপিকার জন্য করবা চৌথের ব্রতপালন করে থাকেন ৷ ফাইল ছবি ৷
দীপিকা পাড়ুকোন প্রতি বছর স্বামী রণবীর সিং-এ জন্য করবা চৌথের ব্রতপালন করেন ৷ অন্যদিকে একটি সাক্ষাৎকারে রণবীর সিং জানিয়েছেন তিনিও দীপিকার জন্য করবা চৌথের ব্রতপালন করে থাকেন ৷ ফাইল ছবি ৷
advertisement
3/7
স্ত্রীর প্রতি ভালবাসা প্রকাশের ক্ষেত্রে বিরাট কোহলি কোনও ভাবেই পিছিয়ে থাকেন না তিনি স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে করবা চৌথের ব্রতপালন করে থাকেন ৷ ফাইল ছবি ৷
স্ত্রীর প্রতি ভালবাসা প্রকাশের ক্ষেত্রে বিরাট কোহলি কোনও ভাবেই পিছিয়ে থাকেন না তিনি স্ত্রী অনুষ্কা শর্মার সঙ্গে করবা চৌথের ব্রতপালন করে থাকেন ৷ ফাইল ছবি ৷
advertisement
4/7
যেকোনও উৎসবকেই শিল্পা শেট্টি অত্যন্ত ধুমধাম করেই পালন করেন ৷ তা সে গণেশ চতুর্থী হোক বা করবা চৌথের ব্রত ৷ তবে স্বামী রাজ কুন্দ্রাও পিছিয়ে নেই শিল্পা রাজের জন্য করবা চৌথের ব্রতপালন করেন তেমন রাজ কুন্দ্রাও স্ত্রী শিল্পা শেট্টির জন্য করবা চৌথের ব্রত পালন করে থাকেন ৷ ফাইল ছবি ৷
যেকোনও উৎসবকেই শিল্পা শেট্টি অত্যন্ত ধুমধাম করেই পালন করেন ৷ তা সে গণেশ চতুর্থী হোক বা করবা চৌথের ব্রত ৷ তবে স্বামী রাজ কুন্দ্রাও পিছিয়ে নেই শিল্পা রাজের জন্য করবা চৌথের ব্রতপালন করেন তেমন রাজ কুন্দ্রাও স্ত্রী শিল্পা শেট্টির জন্য করবা চৌথের ব্রত পালন করে থাকেন ৷ ফাইল ছবি ৷
advertisement
5/7
সূত্রের খবর আয়ুষ্মান খুরানাও স্ত্রী তাহিরার সঙ্গে সমস্ত উৎসব পালন করে থাকেন ৷ ২০১৮ সালে তাহিরার যখন শরীর খারাপ হয়েছিল ঠিক তখনই থেকেই তাহিরার শরীরের জন্য লম্বা ব্রত পালন করে থাকেন ৷ ফাইল ছবি ৷
সূত্রের খবর আয়ুষ্মান খুরানাও স্ত্রী তাহিরার সঙ্গে সমস্ত উৎসব পালন করে থাকেন ৷ ২০১৮ সালে তাহিরার যখন শরীর খারাপ হয়েছিল ঠিক তখনই থেকেই তাহিরার শরীরের জন্য লম্বা ব্রত পালন করে থাকেন ৷ ফাইল ছবি ৷
advertisement
6/7
একটি সাক্ষাৎকারে অভিষেক বচ্চন জানিয়েছিলেন তিনি ঐশ্বর্যর জন্য করবা চৌথের ব্রতপালন করেন ৷ সারাদিন উপোস করে রাত্রিবেলা স্ত্রীর সঙ্গে উপোস শেষ করেন ৷ ফাইল ছবি ৷
একটি সাক্ষাৎকারে অভিষেক বচ্চন জানিয়েছিলেন তিনি ঐশ্বর্যর জন্য করবা চৌথের ব্রতপালন করেন ৷ সারাদিন উপোস করে রাত্রিবেলা স্ত্রীর সঙ্গে উপোস শেষ করেন ৷ ফাইল ছবি ৷
advertisement
7/7
ঐশ্বর্য ও অভিষেককে নিয়ে অনেক কথাই রটেছে কিন্তু বারেবারে বারেবারে প্রমাণ হয়েছে তা শুধুই রটনা ৷ ফাইল ছবি ৷
ঐশ্বর্য ও অভিষেককে নিয়ে অনেক কথাই রটেছে কিন্তু বারেবারে বারেবারে প্রমাণ হয়েছে তা শুধুই রটনা ৷ ফাইল ছবি ৷
advertisement
advertisement
advertisement