Janmashtami 2021: কীভাবে জন্মাষ্টমীর ব্রত পালন করলে সম্পূর্ণ ফললাভ হয় অবশ্যই জানুন
- Published by:Simli Raha
- news18 bangla
Last Updated:
Janmashtami 2021: জন্মাষ্টমীর দিন শ্রীকৃষ্ণের পুজো করার সময় কয়েকটি নিয়ম অবশ্যই মানতে হবে ৷ শাস্ত্রে রয়েছে দুর্ভাগ্যকে, সৌভাগ্যে পরিণত করতে শুধু কৃষ্ণ নামই যথেষ্ট ৷
advertisement
advertisement
advertisement
• জন্মাষ্টমীর দিবস মধ্যাহ্নে শ্রী শ্রী ঠাকুরের ভোগ দিতে হবে অন্যান্য দিনের মতোই । পরে সন্ধ্যা আরতি করে সন্দেশ ভোগ দিয়ে কৃষ্ণকে য়শন দিতে হবে । রাত্রি বারোটার সময় তাঁকে জাগরিত করে পঞ্চামৃতের দ্বারা স্নান করিয়ে ফুল দিয়ে পুজো করে পাঞ্জরী (ধনিয়া চূর্ণ ঘিয়ে ভেজে তাতে ঘি মিশিয়ে যে বস্তু তৈরি হয় তাকে পাঞ্জরী বলে । কেউ কেউ এতে বাদাম, নারকেল, কিশমিশ দিয়ে থাকেন), দই, মিষ্টি প্রভৃতি ফলার ভোগ দিতে হবে ।
advertisement