International Mother Language Day | Bengali Language: বিশ্বে কত মানুষ বাংলায় কথা বলেন? তালিকায় বাংলার স্থান জানলে অবাকও হবেন, গর্বও করবেন!
- Published by:Suman Biswas
Last Updated:
International Mother Language Day | Bengali Language: বিশ্বে কত মানুষ বাংলায় কথা বলেন? তালিকায় বাংলার স্থান জানলে অবাকও হবেন, গর্বও করবেন!
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
আর বিশ্বের মধ্যে বাংলায় কথা বলা মানুষের সংখ্যা রয়েছে সপ্তম স্থানে। এ কী কম গর্বের! পরিসংখ্যান অনুযায়ী, গোটা পৃথিবীতে ২৬৫ মিলিয়ন মানুষ বাংলায় কথা বলেন। এই তালিকার ১ নম্বরে রয়েছে ইংরেজি। ২ নম্বরে ম্যান্ডারিন চাইনিজ, ৩ নম্বরে রয়েছে ভারতের হিন্দি ভাষা। ৪ নম্বরে রয়েছেন স্প্যানিশ ভাষা, আর ৫ নম্বরে ফরাসি ভাষা, আরবির স্থান ৬, আর এর ঠিক পরেই রয়েছে বাংলা ভাষা।