India’s Expensive Mango: ভারতের সবচেয়ে দামি আম! ১২০০ টাকায় বিক্রি হয় একেক পিস, স্বাদে-গন্ধে বিভোর হয়ে যাবেন...নাম জানেন?
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
যেখানে বাজারে আম বিক্রি হয় কেজি দরে। সেই সঙ্গে পিস বা সংখ্যা অনুযায়ী বিক্রি হয় এই বিশেষ আম। প্রতি কেজি আম বিক্রির চেয়ে এই একটি আমের দাম বহুগুণ বেশি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
গত বছর ভোপালে আয়োজিত আম উৎসবে অনেক জাতের আম রাখা হয়েছিল। এর মধ্যে রয়েছে সুন্দরজা, চৌসা, ল্যাংড়া, দশেরী, মল্লিকা এবং আম্রপালি ইত্যাদি আম ছিল। ওই প্রদর্শনীতেই আলিরাজপুরে উৎপাদিত নূরজাহান আমও প্রদর্শন করা হয়। আলিরাজপুরের কাঁথিওয়াড়া থেকে আসা রুমাল বাঘেল নিউজ 18 কে এই আম সম্পর্কে জানান। বলেন যে, এই আমের একটির ওজন প্রায় দুই কেজি। আমের প্রজাতির নাম নূরজাহান।
advertisement
advertisement