Indian Railways: বন্দে ভারতের কামরায় একা মহিলা, 'শুনছেন?' আচমকা নাম ধরে কেউ ডাকল,তাকাতেই বুক কেঁপে উঠল মহিলার...
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
তিনি ট্রেনে একাই ছিলেন। তখন বেশ রাত। ট্রেনের কামরা অন্ধকার! জানলার ধারে একলা বসেছিলেন পূরবী, আচমকাই কেউ তাঁর নাম ধরে ডাকল... চমকে উঠে তাকালেন পূরবী! বুকটা কেঁপে উঠল! কে তাঁর নাম ধরে ডাকছে?
নিত্যদিন ভারতীয় রেলওয়ের নানা ঘটনা ভাইরাল হয়! কখনও বা ট্রেনে স্মাগলিং, কখনও বা চুরি-ডাকাতি, কখনও বা নানা ঝগড়ার ঘটনা সামনে আসে! কিন্তু এবার প্রকাশ্যে এল এমন একটা ঘটনা, যা ভারতীয়দের মনে করিয়ে দিয়েছে যে পরিবর্তন — বিশেষ করে মহিলাদের সুরক্ষার ক্ষেত্রে — হয়তো নিঃশব্দে কিন্তু স্থিরভাবে ঘটেই চলেছে।
সদ্য পূরবী জৈন নামের এক মহিলা বন্দে ভারত ট্রেনে সফরের একটি অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, যা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে! ঠিক কী ঘটেছিল মহিলার সঙ্গে?
সদ্য পূরবী জৈন নামের এক মহিলা বন্দে ভারত ট্রেনে সফরের একটি অভিজ্ঞতা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, যা ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে! ঠিক কী ঘটেছিল মহিলার সঙ্গে?
advertisement
পুরবী জৈন নামের ওই মহিলা তাঁর বন্দে ভারত ট্রেনে সফর করার একটি অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি জানান, মুম্বই থেকে সুরাত যাচ্ছিলেন তিনি বন্দে ভারত ট্রেনে। এটি রাতের ট্রেন। তিনি ট্রেনে একাই ছিলেন। তখন বেশ রাত। ট্রেনের কামরা অন্ধকার! জানলার ধারে একলা বসেছিলেন পূরবী, আচমকাই কেউ তাঁর নাম ধরে ডাকল... চমকে উঠে তাকালেন পূরবী! বুকটা কেঁপে উঠল! কে তাঁর নাম ধরে ডাকছে?
advertisement
advertisement
পূরবী জানান, দুই মহিলা আরপিএফ অফিসার তাঁকে জিজ্ঞেস করেন, তিনি ঠিক আছেন কী না। সবকিছু ঠিকঠাক আছে কী না। তাঁকে বারবার জিজ্ঞেস করেন, তঁর কোনও কিছু প্রয়োজন কী না। এখানেই শেষ নয়! আরপিএফ জওয়ানরা তাঁকে একটি হেল্পলাইন নম্বর দেন, যাতে যে-কোনও সমস্যায় তিনি সেখানে ফোন করে জানাতে পারেন। পূরবীর এই পোস্ট শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই ভাইরাল-- হাজার হাজার লাইক, শেয়ার, কমেন্টে ভরেছে পোস্ট।
advertisement
advertisement
তাঁর পাশে বসে থাকা এক প্রবীণ দম্পতিও এই ঘটনায় সমানভাবে আবেগপ্রবণ হয়ে পড়েন। পূরবী বলেন, তাঁদের নাতনি প্রায়ই একা ভ্রমণ করে। এমন উদ্যোগে তাঁরাও আশ্বস্ত হলেন। পূরবীর পোস্ট অনলাইনে দারুন সাড়া ফেলেছে। অনেকেই ভারতীয় রেল ও আইনপ্রয়োগকারী সংস্থার নিঃশব্দ উদ্যোগগুলির প্রশংসা করেছেন। একজন ব্যবহারকারী তাঁর একই ধরনের অভিজ্ঞতা শেয়ার করে লিখেছেন, “আমরা কি একই ট্রেনে ছিলাম, নাকি এটা রোজই হয়? গত শনিবার মুম্বই থেকে সুরাত যাওয়ার পথে দু’জন মহিলা অফিসার এসে আমারও খোঁজখবর নিয়েছিলেন।”
advertisement
আরেকজন নেটিজেন লেখেন, “পোস্টটি এবং নীচের মন্তব্যগুলো পড়ে স্পষ্ট যে এটি কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়। নিঃসন্দেহে এটি ভারতীয় রেল এবং আরপিএফ-এর একটি অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ।” তৃতীয় এক ইউজার লেখেন, “কী দারুণ একটি লেখা! Hashtag#positivestories এখন খুব দরকার। অন্তত কিছুটা আশ্বাস তো মেলে যে, আমরা এমন এক জগতে বাস করছি, যেখানে এখনও ইতিবাচকতা আছে। আমার মনে হয়, আমাদের প্রত্যেকেরই উচিত এ ধরনের ইতিবাচক অভিজ্ঞতা থাকলে তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা।” ( All Images Are Representative and Generated By AI)