সিটের নীচে শুয়ে কে...? আচমকা ৪০ মিনিট থমকে গেল চলন্ত ট্রেন! পরমুহূর্তে যা ঘটল, কেঁপে উঠলেন যাত্রীরা!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Indian Railways: আর পাঁচদিনের মতোই সেদিনও এক বুক যাত্রী নিয়ে ছুটছিল দিল্লি থেকে শামলিগামী যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেনটি। কিন্তু বাগপতের আলাভালপুর রেল স্টেশনে পৌঁছতেই ঘটল অঘটন। কী ঘটেছিল সেই রাতে? শুনলে বুক কেঁপে উঠবে আপনারও।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
শুধু তাই নয়, এই কাণ্ডের জেরেই ট্রেনটি প্রায় ৪০ মিনিট দেরিতে শামলি পৌঁছায়।
এই ভাবে দীর্ঘ ট্রেনে আটক পরে থাকায অনেক যাত্রীরাই সময় হাজার হাজার যাত্রীর শ্বাসকষ্ট হয়। যাত্রীরা তাদের মোবাইল ফোনে মাতাল গার্ডের একটি ভিডিও তোলেন। দিল্লি সদর দফতর বিষয়টি জানতে পেরেই ওই গার্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। অবহেলার অভিযোগে বরখাস্ত করা হয় তাকে এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়।
এই ভাবে দীর্ঘ ট্রেনে আটক পরে থাকায অনেক যাত্রীরাই সময় হাজার হাজার যাত্রীর শ্বাসকষ্ট হয়। যাত্রীরা তাদের মোবাইল ফোনে মাতাল গার্ডের একটি ভিডিও তোলেন। দিল্লি সদর দফতর বিষয়টি জানতে পেরেই ওই গার্ডের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। অবহেলার অভিযোগে বরখাস্ত করা হয় তাকে এবং তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু করা হয়।