Indian Railways: AC কোচের টয়লেটে দৌড়ে ঢুকলেন যাত্রী, পিছু নিলেন TTE, দরজায় বার বার 'নক'...যাত্রী বার হতেই TTE-র চোখ কপালে, কেন? টয়লেটের ভিতরে কী? পড়ুন

Last Updated:
ট্রেনে টিকিট পরীক্ষা করতে এসেছিলেন টিটিই বা ট্রেনের টিকিট পরীক্ষক আর তখন যে ঘটনা সামনে এল, জানলে চমকে উঠবেন! ঠিক কী ঘটেছিল? জানলে চমকে উঠবেন
1/9
যাত্রীদের সুরক্ষিত যাত্রা নিশ্চিত করতে বদ্ধপরিকর ভারতীয় রেল। প্রতিনিয়ত চলছে ট্রেন ও স্টেশনে তল্লাশি অভিযান। রোজের মতোই প্রয়াগরাজ ডিভিশন দিয়ে যাওয়া একটি ট্রেনে টিকিট পরীক্ষা করতে এসেছিলেন টিটিই বা ট্রেনের টিকিট পরীক্ষক আর তখন যে ঘটনা সামনে এল, জানলে চমকে উঠবেন! ঠিক কী ঘটেছিল?
যাত্রীদের সুরক্ষিত যাত্রা নিশ্চিত করতে বদ্ধপরিকর ভারতীয় রেল। প্রতিনিয়ত চলছে ট্রেন ও স্টেশনে তল্লাশি অভিযান। রোজের মতোই প্রয়াগরাজ ডিভিশন দিয়ে যাওয়া একটি ট্রেনে টিকিট পরীক্ষা করতে এসেছিলেন টিটিই বা ট্রেনের টিকিট পরীক্ষক আর তখন যে ঘটনা সামনে এল, জানলে চমকে উঠবেন! ঠিক কী ঘটেছিল?
advertisement
2/9
প্রয়াগরাজ ডিভিশনের মধ্যে দিয়ে যাওয়া একটি ট্রেনে টিকিট পরীক্ষা করতে এসেছিলেন টিটিই। তিনি যখন এসি কোচে পৌঁছান, তখন একজন যাত্রী তাঁকে দেখে দ্রুত সিট থেকে উঠে পড়েন, হনহন করে হাঁটা লাগান। টিটিই-ও তাঁর পিছু নেন। যাত্রীটি টয়লেটে ঢুকে পড়েন। টিটিই দরজায় বারবার নক করলেও ভিতর থেকে দরজা খোলা হয় না। পরে যখন দরজা খোলা হয়, তখন টয়লেটের ভিতরের দৃশ্য দেখে টিটিই-র চোখ কপালে ওঠে! কেন? ভিতরে কী দেখেছিলেন তিনি?
প্রয়াগরাজ ডিভিশনের মধ্যে দিয়ে যাওয়া একটি ট্রেনে টিকিট পরীক্ষা করতে এসেছিলেন টিটিই। তিনি যখন এসি কোচে পৌঁছান, তখন একজন যাত্রী তাঁকে দেখে দ্রুত সিট থেকে উঠে পড়েন, হনহন করে হাঁটা লাগান। টিটিই-ও তাঁর পিছু নেন। যাত্রীটি টয়লেটে ঢুকে পড়েন। টিটিই দরজায় বারবার নক করলেও ভিতর থেকে দরজা খোলা হয় না। পরে যখন দরজা খোলা হয়, তখন টয়লেটের ভিতরের দৃশ্য দেখে টিটিই-র চোখ কপালে ওঠে! কেন? ভিতরে কী দেখেছিলেন তিনি?
advertisement
3/9
টিটিই টয়লেটের ভিতরে উঁকি মেরে বেজায় চটে যান। ভিতরের দৃশ্য দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর পর ওই যাত্রীকে জরিমানা করা হয়।
টিটিই টয়লেটের ভিতরে উঁকি মেরে বেজায় চটে যান। ভিতরের দৃশ্য দেখে ক্ষিপ্ত হয়ে ওঠেন। এর পর ওই যাত্রীকে জরিমানা করা হয়।
advertisement
4/9
প্রয়াগরাজ ডিভিশনে ৬ জুন প্রয়াগরাজ জংশন, ১১ জুন মির্জাপুর এবং ১৩ জুন প্রয়াগরাজ ছেঁকিরো স্টেশনে টিকিট ছাড়া যাত্রা, অনিয়মিত টিকিট, অবৈধভাবে পণ্য বহন, ট্রেনে ময়লা ফেলা এবং অবৈধ হকারদের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান চালানো হয়। এই অভিযানে ২৪ জন অবৈধ হকারকে ধরে রেল সুরক্ষা বাহিনীর (আরপিএফ) হাতে তুলে দেওয়া হয়। পরে ম্যাজিস্ট্রেট স্তরের আইনি পদক্ষেপের পর, ওই ২৪ জনের মধ্যে ৬ জন হকারকে জেলহাজতে পাঠানো হয়।
প্রয়াগরাজ ডিভিশনে ৬ জুন প্রয়াগরাজ জংশন, ১১ জুন মির্জাপুর এবং ১৩ জুন প্রয়াগরাজ ছেঁকিরো স্টেশনে টিকিট ছাড়া যাত্রা, অনিয়মিত টিকিট, অবৈধভাবে পণ্য বহন, ট্রেনে ময়লা ফেলা এবং অবৈধ হকারদের বিরুদ্ধে একটি বিশেষ অভিযান চালানো হয়। এই অভিযানে ২৪ জন অবৈধ হকারকে ধরে রেল সুরক্ষা বাহিনীর (আরপিএফ) হাতে তুলে দেওয়া হয়। পরে ম্যাজিস্ট্রেট স্তরের আইনি পদক্ষেপের পর, ওই ২৪ জনের মধ্যে ৬ জন হকারকে জেলহাজতে পাঠানো হয়।
advertisement
5/9
প্রয়াগরাজ জংশনে ১৫টি ট্রেন পরীক্ষা করা হয় এবং মোট ৩৪০ জন যাত্রীর কাছ থেকে ২,৩০,৬২০ টাকা জরিমানা আদায় করা হয়। এর মধ্যে, ১৪২ জন যাত্রীর কাছ থেকে বিনা টিকিটে যাতায়াতের জন্য ১,৩৮,১৮০ টাকা জরিমানা আদায় করা হয়, ১৯৬ জন যাত্রীর কাছ থেকে অনিয়মিত টিকিটে যাতায়াতের জন্য ৯১,৮৪০ তাকা জরিমানা নেওয়া হয় এবং ২ জন যাত্রীর কাছ থেকে আবর্জনা ফেলার জন্য ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।
প্রয়াগরাজ জংশনে ১৫টি ট্রেন পরীক্ষা করা হয় এবং মোট ৩৪০ জন যাত্রীর কাছ থেকে ২,৩০,৬২০ টাকা জরিমানা আদায় করা হয়। এর মধ্যে, ১৪২ জন যাত্রীর কাছ থেকে বিনা টিকিটে যাতায়াতের জন্য ১,৩৮,১৮০ টাকা জরিমানা আদায় করা হয়, ১৯৬ জন যাত্রীর কাছ থেকে অনিয়মিত টিকিটে যাতায়াতের জন্য ৯১,৮৪০ তাকা জরিমানা নেওয়া হয় এবং ২ জন যাত্রীর কাছ থেকে আবর্জনা ফেলার জন্য ৬০০ টাকা জরিমানা আদায় করা হয়।
advertisement
6/9
মির্জাপুর স্টেশনে চেকিং অভিযানে, বাণিজ্য বিভাগের ৭ জন টিকিট পরীক্ষক কর্মী রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ) এবং সরকারি রেল পুলিশ (জিআরপি)-র ৭ জন কর্মীর সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন। এই অভিযানে ৬টি ট্রেন পরীক্ষা করা হয়। অভিযানের সময় ১৬ জন অবৈধ হকারকে ধরা হয় এবং তাদের রেল সুরক্ষা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।
মির্জাপুর স্টেশনে চেকিং অভিযানে, বাণিজ্য বিভাগের ৭ জন টিকিট পরীক্ষক কর্মী রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ) এবং সরকারি রেল পুলিশ (জিআরপি)-র ৭ জন কর্মীর সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন। এই অভিযানে ৬টি ট্রেন পরীক্ষা করা হয়। অভিযানের সময় ১৬ জন অবৈধ হকারকে ধরা হয় এবং তাদের রেল সুরক্ষা বাহিনীর হাতে তুলে দেওয়া হয়।
advertisement
7/9
প্রয়াগরাজ ছেঁকিতে ২০টি ট্রেনে চেকিং চালানো হয় এবং মোট ৩৪৩ জন যাত্রীর কাছ থেকে ২,০৭,৯৫০ টাকা জরিমানা আদায় করা হয়। এর মধ্যে, ১১৭ জন যাত্রীর কাছ থেকে বিনা টিকিটে যাত্রা করার জন্য ১,০৫,৭০০ তাকা জরিমানা আদায় করা হয়, ২২১ জন যাত্রীর কাছ থেকে অনিয়মিত টিকিটে যাত্রার জন্য ১,০১,২৫০ টাজা জরিমানা নেওয়া হয় এবং ৫ জন যাত্রীর কাছ থেকে ময়লা ফেলার জন্য ১,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
প্রয়াগরাজ ছেঁকিতে ২০টি ট্রেনে চেকিং চালানো হয় এবং মোট ৩৪৩ জন যাত্রীর কাছ থেকে ২,০৭,৯৫০ টাকা জরিমানা আদায় করা হয়। এর মধ্যে, ১১৭ জন যাত্রীর কাছ থেকে বিনা টিকিটে যাত্রা করার জন্য ১,০৫,৭০০ তাকা জরিমানা আদায় করা হয়, ২২১ জন যাত্রীর কাছ থেকে অনিয়মিত টিকিটে যাত্রার জন্য ১,০১,২৫০ টাজা জরিমানা নেওয়া হয় এবং ৫ জন যাত্রীর কাছ থেকে ময়লা ফেলার জন্য ১,০০০ টাকা জরিমানা আদায় করা হয়।
advertisement
8/9
ট্রেনে তল্লাশি অভিযান চলাকালীনই একটি ঘটনা সামনে আসে। টিটিই কোচে পৌঁছাতেই এক যাত্রী সিট থেকে উঠে তড়িঘড়ি  টয়লেটে চলে যান। টিটিই-র সন্দেহ হয়, নির্ঘাৎ যাত্রী টিকিট কাটেননি। তাই তিনিও যাত্রীর পিছু নেন। দেখেন, যাত্রী টয়লেটে ঢুকেছেন। টিটিই টয়লেটের দরজায় বার বার নক করেন, কিন্তু দরজা খোলা হয় না। শেষমেশ যখন দরজা খুলল, তখন টয়লেটের ভিতরে উঁকি মেরে টিটিইর চোখ ছানাবড়া।
ট্রেনে তল্লাশি অভিযান চলাকালীনই একটি ঘটনা সামনে আসে। টিটিই কোচে পৌঁছাতেই এক যাত্রী সিট থেকে উঠে তড়িঘড়ি টয়লেটে চলে যান। টিটিই-র সন্দেহ হয়, নির্ঘাৎ যাত্রী টিকিট কাটেননি। তাই তিনিও যাত্রীর পিছু নেন। দেখেন, যাত্রী টয়লেটে ঢুকেছেন। টিটিই টয়লেটের দরজায় বার বার নক করেন, কিন্তু দরজা খোলা হয় না। শেষমেশ যখন দরজা খুলল, তখন টয়লেটের ভিতরে উঁকি মেরে টিটিইর চোখ ছানাবড়া।
advertisement
9/9
টিটিই দেখেন যাত্রীটি টয়লেটের ভিতর বসে সিগারেট খাচ্ছিলেন। ট্রেনরে ধূমপান করা সম্পূর্নরূপে নিষিদ্ধ। যাত্রীকে জরিমানা করা হয়।

টিটিই দেখেন যাত্রীটি টয়লেটের ভিতর বসে সিগারেট খাচ্ছিলেন। ট্রেনরে ধূমপান করা সম্পূর্নরূপে নিষিদ্ধ। যাত্রীকে জরিমানা করা হয়।
advertisement
advertisement
advertisement