Indian Railways: স্টেশনে জড়সড় ছোট্ট ছেলে আর মেয়েটা, ' মা-বাবা কোথায়?'... ফুপিয়ে কেঁদে ফেলল একরত্তি, তার পর যা জানা গেল...

Last Updated:
শিশু উদ্ধারে, পাচারকারীদের গ্রেফতারে গুরুত্বপূর্ণ ভূমিকা নিচ্ছে RPF
1/5
ফের কুর্ণিশ ভারতীয় রেলওয়ের আরপিএফ বাহিনীকে। রেলওয়ের 'অপারেশন নানহে ফরিস্তে'-এর অধীনে শিশুদের উদ্ধার। পূর্ব রেলওয়ের সুরক্ষা বাহিনী (RPF) কর্মকর্তারা গত সপ্তাহের শেষে 'অপারেশন নানহে ফরিস্তে'-এর অধীনে দুটি নাবালক শিশুকে উদ্ধার করেছেন। হাওড়া এবং মালদহ বিভাগের নলহাটি এবং বড়পলাসী রেলওয়ে স্টেশন থেকে একটি ছেলে এবং মেয়েকে উদ্ধার করা হয়েছে।
ফের কুর্ণিশ ভারতীয় রেলওয়ের আরপিএফ বাহিনীকে। রেলওয়ের 'অপারেশন নানহে ফরিস্তে'-এর অধীনে শিশুদের উদ্ধার। পূর্ব রেলওয়ের সুরক্ষা বাহিনী (RPF) কর্মকর্তারা গত সপ্তাহের শেষে 'অপারেশন নানহে ফরিস্তে'-এর অধীনে দুটি নাবালক শিশুকে উদ্ধার করেছেন। হাওড়া এবং মালদহ বিভাগের নলহাটি এবং বড়পলাসী রেলওয়ে স্টেশন থেকে একটি ছেলে এবং মেয়েকে উদ্ধার করা হয়েছে।
advertisement
2/5
জানা যায়, পারিবারিক কলহের কারণে দুই নাবালক বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল। উদ্ধার করার পর দুই নাবালককে চাইল্ড লাইন কর্তৃপক্ষের হাতে তুলে দেয় আরপিএফ।
জানা যায়, পারিবারিক কলহের কারণে দুই নাবালক বাড়ি ছেড়ে পালিয়ে গিয়েছিল। উদ্ধার করার পর দুই নাবালককে চাইল্ড লাইন কর্তৃপক্ষের হাতে তুলে দেয় আরপিএফ।
advertisement
3/5
পূর্ব রেলের 'নানহে ফরিস্তে' অভিযান রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) দ্বারা পরিচালিত একটি উদ্যোগ, যার মাধ্যমে বিভিন্ন স্টেশন থেকে হারিয়ে যাওয়া বা অপহৃত শিশুদের উদ্ধার করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। ২০২৪ সালের জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে এই অভিযানের মাধ্যমে পূর্ব রেল ৯৬৭ জন শিশুকে উদ্ধার করেছে।
পূর্ব রেলের 'নানহে ফরিস্তে' অভিযান রেলওয়ে প্রোটেকশন ফোর্স (RPF) দ্বারা পরিচালিত একটি উদ্যোগ, যার মাধ্যমে বিভিন্ন স্টেশন থেকে হারিয়ে যাওয়া বা অপহৃত শিশুদের উদ্ধার করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়। ২০২৪ সালের জানুয়ারি থেকে নভেম্বরের মধ্যে এই অভিযানের মাধ্যমে পূর্ব রেল ৯৬৭ জন শিশুকে উদ্ধার করেছে।
advertisement
4/5
উল্লেখ্য ‘নানহে ফারিস্তে’ অভিযান ভারতীয় রেলের বিভিন্ন জোনে শিশুদের সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করে । উদ্ধার করা শিশুদের বিভিন্ন জেলার শিশুকল্যাণ কমিটির হাতে তুলে দেওয়া হয় । তারপর সেখান থেকে তাদের জিজ্ঞাসাবাদ করে এবং বিভিন্ন তথ্যপ্রমাণ নিয়ে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয় । না হলে তাদের হোমে পাঠানোর ব্যবস্থা করা হয় ৷
উল্লেখ্য ‘নানহে ফারিস্তে’ অভিযান ভারতীয় রেলের বিভিন্ন জোনে শিশুদের সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করে । উদ্ধার করা শিশুদের বিভিন্ন জেলার শিশুকল্যাণ কমিটির হাতে তুলে দেওয়া হয় । তারপর সেখান থেকে তাদের জিজ্ঞাসাবাদ করে এবং বিভিন্ন তথ্যপ্রমাণ নিয়ে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয় । না হলে তাদের হোমে পাঠানোর ব্যবস্থা করা হয় ৷
advertisement
5/5
উল্লেখ্য ‘নানহে ফারিস্তে’ অভিযান ভারতীয় রেলের বিভিন্ন জোনে শিশুদের সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করে । উদ্ধার করা শিশুদের বিভিন্ন জেলার শিশুকল্যাণ কমিটির হাতে তুলে দেওয়া হয় । তারপর সেখান থেকে তাদের জিজ্ঞাসাবাদ করে এবং বিভিন্ন তথ্যপ্রমাণ নিয়ে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয় । না হলে তাদের হোমে পাঠানোর ব্যবস্থা করা হয় ৷
উল্লেখ্য ‘নানহে ফারিস্তে’ অভিযান ভারতীয় রেলের বিভিন্ন জোনে শিশুদের সার্বিক নিরাপত্তা সুনিশ্চিত করে । উদ্ধার করা শিশুদের বিভিন্ন জেলার শিশুকল্যাণ কমিটির হাতে তুলে দেওয়া হয় । তারপর সেখান থেকে তাদের জিজ্ঞাসাবাদ করে এবং বিভিন্ন তথ্যপ্রমাণ নিয়ে বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হয় । না হলে তাদের হোমে পাঠানোর ব্যবস্থা করা হয় ৷
advertisement
advertisement
advertisement