Confirm টিকিটধারী যাত্রীকে একী বললেন RAC প্যাসেঞ্জার...! TTE আসতেই মুহূর্তে যা ঘটল, ঘাম ছুটল প্যাসেঞ্জারের!

Last Updated:
Indian Railways: ট্রেন ভ্রমণ যেমন মজাদার তেমনই আবার এই ট্রেন যাত্রায় নানারকমের অদ্ভুত অভিজ্ঞতা হয় যাত্রীদের। আর সেই অভিজ্ঞতা কখনও কখনও বেশ আনন্দময় যেমন হয় তেমনই কখনও আবার ভয়ঙ্কর হয়ে ওঠে।
1/14
ভারতীয় রেল দেশের যাত্রীদের জন্য সারা দেশ ব্যাপী এক ব্যাপক পরিষেবা দেয়। দেশের মানুষও ট্রেনের মতো আর কোনও পরিবহন মাধ্যমকে এতটা পছন্দ করেন না। ট্রেন ভ্রমণ যেমন মজাদার তেমনই আবার এই ট্রেন যাত্রায় নানারকমের অদ্ভুত অভিজ্ঞতা হয় যাত্রীদের। আর সেই অভিজ্ঞতা কখনও কখনও বেশ আনন্দময় যেমন হয় তেমনই কখনও আবার ভয়ঙ্কর হয়ে ওঠে। AI Generated Representative Image 
ভারতীয় রেল দেশের যাত্রীদের জন্য সারা দেশ ব্যাপী এক ব্যাপক পরিষেবা দেয়। দেশের মানুষও ট্রেনের মতো আর কোনও পরিবহন মাধ্যমকে এতটা পছন্দ করেন না। ট্রেন ভ্রমণ যেমন মজাদার তেমনই আবার এই ট্রেন যাত্রায় নানারকমের অদ্ভুত অভিজ্ঞতা হয় যাত্রীদের। আর সেই অভিজ্ঞতা কখনও কখনও বেশ আনন্দময় যেমন হয় তেমনই কখনও আবার ভয়ঙ্কর হয়ে ওঠে। AI Generated Representative Image
advertisement
2/14
সম্প্রতি ট্রেনে যাত্রার সময় এক অদ্ভুত রেলযাত্রার অভিজ্ঞতা হয়েছে এক ব্যক্তির। যা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ওই যাত্রী। এই ঘটনাটি পোস্ট করার সঙ্গে সঙ্গে মুহূর্তে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে চরম ভাইরাল হয়ে যায় মুহূর্তে। ঠিক কী ঘটেছিল শুনলে চমকে যাবেন আপনিও। AI Generated Representative Image
সম্প্রতি ট্রেনে যাত্রার সময় এক অদ্ভুত রেলযাত্রার অভিজ্ঞতা হয়েছে এক ব্যক্তির। যা সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ওই যাত্রী। এই ঘটনাটি পোস্ট করার সঙ্গে সঙ্গে মুহূর্তে দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সমাজ মাধ্যমে চরম ভাইরাল হয়ে যায় মুহূর্তে। ঠিক কী ঘটেছিল শুনলে চমকে যাবেন আপনিও। AI Generated Representative Image
advertisement
3/14
রেডিটে ভাইরাল হওয়া এই পোস্ট অনেকেরই মধ্যে ঝড় তুলেছে। ট্রেনে ভ্রমণকারী এক ব্যক্তি দাবি করেন RAC-তে ভ্রমণকারী সহযাত্রীদের কাছ থেকে ভয়ঙ্কর হয়রানির শিকার হয়েছেন তিনি। পোস্টটি নেটমহলে ইতিমধ্যেই ঝড় তুলেছে। Representative Image
রেডিটে ভাইরাল হওয়া এই পোস্ট অনেকেরই মধ্যে ঝড় তুলেছে। ট্রেনে ভ্রমণকারী এক ব্যক্তি দাবি করেন RAC-তে ভ্রমণকারী সহযাত্রীদের কাছ থেকে ভয়ঙ্কর হয়রানির শিকার হয়েছেন তিনি। পোস্টটি নেটমহলে ইতিমধ্যেই ঝড় তুলেছে। Representative Image
advertisement
4/14
দূরপাল্লার ট্রেনে ভ্রমণকারী ওই ব্যক্তি দাবি করেছেন যে, তাঁর কাছে উপরের বার্থের একটি কনফার্ম টিকিট থাকা সত্ত্বেও, RAC (রিজার্ভেশন অ্যাগেইনস্ট ক্যান্সেলেশন) টিকিটধারী সহযাত্রীরা তাঁর সঙ্গে রীতিমতো দুর্ব্যবহার শুরু করেন। ভাইরাল রেডিট পোস্টে অভিজ্ঞতার কথা জানিয়েছেন ওই ব্যক্তি।
দূরপাল্লার ট্রেনে ভ্রমণকারী ওই ব্যক্তি দাবি করেছেন যে, তাঁর কাছে উপরের বার্থের একটি কনফার্ম টিকিট থাকা সত্ত্বেও, RAC (রিজার্ভেশন অ্যাগেইনস্ট ক্যান্সেলেশন) টিকিটধারী সহযাত্রীরা তাঁর সঙ্গে রীতিমতো দুর্ব্যবহার শুরু করেন। ভাইরাল রেডিট পোস্টে অভিজ্ঞতার কথা জানিয়েছেন ওই ব্যক্তি। Representative Image
advertisement
5/14
পোস্টে ওই যাত্রী জানান: "আমার কাছে ইন্দোর থেকে একটি কনফার্ম SU টিকিট ছিল। উজ্জয়িনী পর্যন্ত আমি দারুণ মজায় যাত্রা করছিলাম, ঠিক তখনই একটি পরিবার এসে ওঠে। তাঁদের কাছে নীচের আসনের RAC টিকিট ছিল। Representative Image
পোস্টে ওই যাত্রী জানান: "আমার কাছে ইন্দোর থেকে একটি কনফার্ম SU টিকিট ছিল। উজ্জয়িনী পর্যন্ত আমি দারুণ মজায় যাত্রা করছিলাম, ঠিক তখনই একটি পরিবার এসে ওঠে। তাঁদের কাছে নীচের আসনের RAC টিকিট ছিল। Representative Image
advertisement
6/14
পরিস্থিতি দ্রুত ভয়ঙ্কর হয়ে ওঠে। পরিবারটি জোর দিয়ে বলে নীচের সিটটি কেবল তাদেরই। যদিও বার্থের ৬৪ নম্বর সিটটিতে ওই যাত্রীর কনফার্ম আসন ছিল। কিন্তু তাঁরা তর্ক শুরু করে দেন এবং ওই যাত্রীকে উপরের সিটে চলে যাওয়ার জন্য বার বার বলতে থাকেন। Representative Image
পরিস্থিতি দ্রুত ভয়ঙ্কর হয়ে ওঠে। পরিবারটি জোর দিয়ে বলে নীচের সিটটি কেবল তাদেরই। যদিও বার্থের ৬৪ নম্বর সিটটিতে ওই যাত্রীর কনফার্ম আসন ছিল। কিন্তু তাঁরা তর্ক শুরু করে দেন এবং ওই যাত্রীকে উপরের সিটে চলে যাওয়ার জন্য বার বার বলতে থাকেন। Representative Image
advertisement
7/14
তাঁদের দাবি ছিল, ওই আসনটি RAC, এবং তাঁরা বসবেন। ওই যাত্রী তাঁদের বলেন যে আমি এখন ঘুমাতে চাই না, তবে আমি রাত ১০ টায় উপরে যাব। এই মতবিরোধ আরও তীব্র আকার ধারণ করে যখন ওই দম্পতি তাঁকে সমানে বিরক্ত করতে থাকেন। Representative Image
তাঁদের দাবি ছিল, ওই আসনটি RAC, এবং তাঁরা বসবেন। ওই যাত্রী তাঁদের বলেন যে আমি এখন ঘুমাতে চাই না, তবে আমি রাত ১০ টায় উপরে যাব। এই মতবিরোধ আরও তীব্র আকার ধারণ করে যখন ওই দম্পতি তাঁকে সমানে বিরক্ত করতে থাকেন। Representative Image
advertisement
8/14
ওই যাত্রী তাঁর পোস্টে আরও বলেন, গোটা ঘটনায় অন্যান্য RAC যাত্রীরা অযাচিত পরামর্শ দিতে শুরু করেন। যার ফলে ওই যাত্রী যে আসনটির জন্য টাকা দিয়েছিলেন তা ব্যবহার করতেও দোষী বোধ করেছিলেন। পরিস্থিতি সমাধানের জন্য শেষমেশ ওই যাত্রী উক্ত দম্পতিকে দায়িত্বে থাকা টিকিট পরীক্ষকের সঙ্গে কথা বলতে বলেন। Representative Image
ওই যাত্রী তাঁর পোস্টে আরও বলেন, গোটা ঘটনায় অন্যান্য RAC যাত্রীরা অযাচিত পরামর্শ দিতে শুরু করেন। যার ফলে ওই যাত্রী যে আসনটির জন্য টাকা দিয়েছিলেন তা ব্যবহার করতেও দোষী বোধ করেছিলেন। পরিস্থিতি সমাধানের জন্য শেষমেশ ওই যাত্রী উক্ত দম্পতিকে দায়িত্বে থাকা টিকিট পরীক্ষকের সঙ্গে কথা বলতে বলেন। Representative Image
advertisement
9/14
কিন্তু তা কোনও কাজে আসেনি। ব্যক্তি তাঁর পোস্টে জানান, টিকিট পরীক্ষক ঘটনাস্থলে এসে পাল্টা ওই যাত্রীকেই নাকি জ্ঞান দিতে শুরু করেন। শুধু তাই নয় টিটি তাঁকে হুমকি দেয় বলেও অভিযোগ তোলেন ওই ব্যক্তি। তিনি তাঁর পোস্টে লেখেন, টিকিট পরীক্ষক তাঁকে জানান, তিনি যদি নিয়ম অনুসারে চলেন তাহলে তা ওই যাত্রীর জন্য মোটেই ভাল হবে না।" Representative Image
কিন্তু তা কোনও কাজে আসেনি। ব্যক্তি তাঁর পোস্টে জানান, টিকিট পরীক্ষক ঘটনাস্থলে এসে পাল্টা ওই যাত্রীকেই নাকি জ্ঞান দিতে শুরু করেন। শুধু তাই নয় টিটি তাঁকে হুমকি দেয় বলেও অভিযোগ তোলেন ওই ব্যক্তি। তিনি তাঁর পোস্টে লেখেন, টিকিট পরীক্ষক তাঁকে জানান, তিনি যদি নিয়ম অনুসারে চলেন তাহলে তা ওই যাত্রীর জন্য মোটেই ভাল হবে না।" Representative Image
advertisement
10/14
যাত্রী তার পোস্টটি এই বলে শেষ করেন যে এই অভিজ্ঞতা তাঁকে এককথায় হতাশ করেছে, কারণ যে সিটটি আইনত এবং ন্যায্যভাবে তাঁরই ছিল তা ছেড়ে দিতে তিনি রাজি হননি। Representative Image
যাত্রী তার পোস্টটি এই বলে শেষ করেন যে এই অভিজ্ঞতা তাঁকে এককথায় হতাশ করেছে, কারণ যে সিটটি আইনত এবং ন্যায্যভাবে তাঁরই ছিল তা ছেড়ে দিতে তিনি রাজি হননি। Representative Image
advertisement
11/14
রেডিটে এই পোস্টটি নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তাঁর অবস্থানে অটল থাকার জন্য তাঁর প্রশংসা করলেও, অনেকেই মন্তব্য করেন যে এটা অপ্রয়োজনীয় ছিল। বরং টিটিকে এক্ষেত্রে সঠিক নিয়মটি ব্যাখ্যা করতে বলা উচিত ছিল।
রেডিটে এই পোস্টটি নেটিজেনদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তাঁর অবস্থানে অটল থাকার জন্য তাঁর প্রশংসা করলেও, অনেকেই মন্তব্য করেন যে এটা অপ্রয়োজনীয় ছিল। বরং টিটিকে এক্ষেত্রে সঠিক নিয়মটি ব্যাখ্যা করতে বলা উচিত ছিল।
advertisement
12/14
অপর একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লেখেন, “এমন কোনও নিয়ম নেই যে কনফার্ম টিকিটধারী ব্যক্তিকে উপরের বার্থে বসতে হবে। যদি দুজন RAC যাত্রী নীচের বার্থটি ভাগ করে নেন, সেটা তাদের বিষয়। ৬৪ নম্বর সিটটি আসলে তারই, যিনি সিটটির জন্য টাকা দিয়েছেন।”
অপর একজন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লেখেন, “এমন কোনও নিয়ম নেই যে কনফার্ম টিকিটধারী ব্যক্তিকে উপরের বার্থে বসতে হবে। যদি দুজন RAC যাত্রী নীচের বার্থটি ভাগ করে নেন, সেটা তাদের বিষয়। ৬৪ নম্বর সিটটি আসলে তারই, যিনি সিটটির জন্য টাকা দিয়েছেন।”
advertisement
13/14
তবে একজন ব্যবহারকারী পাল্টা যুক্তি দিয়ে বলেন, কনফার্ম টিকিটধারী যাত্রীর উচিত ছিল স্বেচ্ছায় আসনটি খালি করা যাতে RAC পরিবারের জন্য পরিস্থিতি সহজ হয়। “আইন সবসময় আক্ষরিক অর্থে নেওয়া যায় না।”
তবে একজন ব্যবহারকারী পাল্টা যুক্তি দিয়ে বলেন, কনফার্ম টিকিটধারী যাত্রীর উচিত ছিল স্বেচ্ছায় আসনটি খালি করা যাতে RAC পরিবারের জন্য পরিস্থিতি সহজ হয়। “আইন সবসময় আক্ষরিক অর্থে নেওয়া যায় না।”
advertisement
14/14
সবমিলিয়ে এই পোস্টটি নেটমহলে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। কেউ কেউ বিশ্বাস করেন যে কনফার্ম টিকিট থাকলে অবস্থানে অটল থাকা ন্যায্য, আবার কেউ কেউ মনে করেন যে পাবলিক স্পেসে সামান্য সহানুভূতি দেখানো ট্রেন যাত্রাকে আরও আনন্দময় করে তুলতে পারে।
সবমিলিয়ে এই পোস্টটি নেটমহলে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে। কেউ কেউ বিশ্বাস করেন যে কনফার্ম টিকিট থাকলে অবস্থানে অটল থাকা ন্যায্য, আবার কেউ কেউ মনে করেন যে পাবলিক স্পেসে সামান্য সহানুভূতি দেখানো ট্রেন যাত্রাকে আরও আনন্দময় করে তুলতে পারে।
advertisement
advertisement
advertisement