Indian Railways: ইশ! ট্রেনের যাত্রা কি এবার বন্ধ করে দিতে হবে! ট্রেনের কম্বল মাসে কতবার ধোয়া হয় জানেন? শুনে গা ঘিনঘিন করবে

Last Updated:
Indian Railways: এই তথ্যটি একটি আরটিআই (RTI-তথ্যের অধিকার আইন) আবেদনের মাধ্যমে প্রকাশ পেয়েছে, যা যাত্রীদের নিরাপত্তা এবং স্বাস্থ্যবিধি নিয়ে গুরুতর প্রশ্ন তুলে ধরেছে।
1/9
ট্রেনের কম্বল তো গায়ে দেন, রোজ কিন্তু এটা পরিষ্কার করা হয় না জানেন!
ট্রেনের কম্বল তো গায়ে দেন, রোজ কিন্তু এটা পরিষ্কার করা হয় না জানেন!
advertisement
2/9
GNWL (সাধারণ ওয়েটিং লিস্ট): এই তালিকাভুক্ত টিকিট ওয়েটিং লিস্টে থাকে। যাত্রীরা তাদের কোনও বুকিং বাতিল করলে তবেই সেগুলি কনফার্ম টিকিটে বদলে যায়। GNWL-এর ক্ষেত্রে টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি।
GNWL (সাধারণ ওয়েটিং লিস্ট): এই তালিকাভুক্ত টিকিট ওয়েটিং লিস্টে থাকে। যাত্রীরা তাদের কোনও বুকিং বাতিল করলে তবেই সেগুলি কনফার্ম টিকিটে বদলে যায়। GNWL-এর ক্ষেত্রে টিকিট নিশ্চিত হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি।
advertisement
3/9
গুণগত মান ও ব্যবস্থাপনা: রেলওয়ে নিজস্ব লন্ড্রি সুবিধা ব্যবহার করে কম্বল পরিষ্কার করে। কিছু অঞ্চলে থার্ড-পার্টি পরিষেবাও ব্যবহার করা হয়। প্রতিদিন গড়ে ১০-১২ লক্ষ কম্বল ব্যবহার করা হয়।
গুণগত মান ও ব্যবস্থাপনা: রেলওয়ে নিজস্ব লন্ড্রি সুবিধা ব্যবহার করে কম্বল পরিষ্কার করে। কিছু অঞ্চলে থার্ড-পার্টি পরিষেবাও ব্যবহার করা হয়। প্রতিদিন গড়ে ১০-১২ লক্ষ কম্বল ব্যবহার করা হয়।
advertisement
4/9
যাত্রীদের মধ্যে প্রধান অভিযোগ: কম্বলগুলি যথাযথভাবে পরিষ্কার না হওয়া। একাধিক যাত্রীর ব্যবহারের ফলে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত না হওয়া। দীর্ঘদিন ব্যবহারের কারণে কম্বলের মানের অবনতি।
যাত্রীদের মধ্যে প্রধান অভিযোগ: কম্বলগুলি যথাযথভাবে পরিষ্কার না হওয়া। একাধিক যাত্রীর ব্যবহারের ফলে পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত না হওয়া। দীর্ঘদিন ব্যবহারের কারণে কম্বলের মানের অবনতি।
advertisement
5/9
ট্রেনের এসি কামরায় যাত্রীদের চাদর, বালিশ এবং কম্বল সরবরাহ করা হয়। সাদা রঙের সেই চাদর ও বালিশের কভার পরিষ্কার দেখালেও, কম্বলগুলো বেশিরভাগ সময়ে কালো বা গাঢ় বাদামী রঙের হওয়ায় সেগুলোর স্বাস্থ্যবিধি সম্পর্কে সন্দেহ দেখা দেয়।
ট্রেনের এসি কামরায় যাত্রীদের চাদর, বালিশ এবং কম্বল সরবরাহ করা হয়। সাদা রঙের সেই চাদর ও বালিশের কভার পরিষ্কার দেখালেও, কম্বলগুলো বেশিরভাগ সময়ে কালো বা গাঢ় বাদামী রঙের হওয়ায় সেগুলোর স্বাস্থ্যবিধি সম্পর্কে সন্দেহ দেখা দেয়।
advertisement
6/9
রেলওয়ে কর্তৃপক্ষ আরটিআই আবেদনের জবাবে জানিয়েছে, চাদর এবং বালিশের কভার প্রতিটি যাত্রার পরেই ধোয়া হয়। এটি যাত্রীদের জন্য কিছুটা স্বস্তির বার্তা দিলেও, কম্বলের পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে প্রকাশিত হয়েছে ভয়াবহ তথ্য।
রেলওয়ে কর্তৃপক্ষ আরটিআই আবেদনের জবাবে জানিয়েছে, চাদর এবং বালিশের কভার প্রতিটি যাত্রার পরেই ধোয়া হয়। এটি যাত্রীদের জন্য কিছুটা স্বস্তির বার্তা দিলেও, কম্বলের পরিষ্কার-পরিচ্ছন্নতার বিষয়ে প্রকাশিত হয়েছে ভয়াবহ তথ্য।
advertisement
7/9
কিছু রেলওয়ে অঞ্চলে UV স্টেরিলাইজেশনের মতো আধুনিক পদ্ধতিও ব্যবহার করা হয়।
কিছু রেলওয়ে অঞ্চলে UV স্টেরিলাইজেশনের মতো আধুনিক পদ্ধতিও ব্যবহার করা হয়।
advertisement
8/9
পরিষ্কারের পদ্ধতি: গরম জল, ডিটারজেন্ট এবং স্টেরিলাইজেশনের মাধ্যমে কম্বল ধোয়া হয়।
পরিষ্কারের পদ্ধতি: গরম জল, ডিটারজেন্ট এবং স্টেরিলাইজেশনের মাধ্যমে কম্বল ধোয়া হয়।
advertisement
9/9
রেলওয়ের কম্বল পরিষ্কার করার নিয়ম: প্রতিটি কম্বল ১৫ থেকে ৩০ দিনে একবার পরিষ্কার করা হয়।
রেলওয়ের কম্বল পরিষ্কার করার নিয়ম: প্রতিটি কম্বল ১৫ থেকে ৩০ দিনে একবার পরিষ্কার করা হয়।
advertisement
advertisement
advertisement