বন্দে ভারতে হাতে নিয়ে বসেছিল জুসের প্যাকেট...আনমনে ঘোরাচ্ছিল এদিক ওদিক! হঠাৎ যা দেখা গেল...দিতে হল ১ লাখ টাকা জরিমানা

Last Updated:
রেলমন্ত্রী অশ্বীনি বৈষ্ণব সংসদে জানিয়েছেন, আইআরসিটিসি স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়া অনুসরণ করছে৷ শুক্রবার রাজ্যসভায় এক লিখিত জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রকাশ করেছেন যে ভারতীয় রেলওয়ে ২০২৪-২৫ সালে ট্রেনে নিম্নমানের খাবার পরিবেশন সম্পর্কিত ৬,৬৪৫টি অভিযোগ পেয়েছে। এর মধ্যে ১,৩৪১টি ক্ষেত্রে জরিমানা করা হয়েছে, ২,৯৯৫টি ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে এবং ১,৫৪৭টিতে পরামর্শ দেওয়া হয়েছে। বাকি ৭৬২টি অভিযোগ অন্যান্য সংশোধনমূলক পদক্ষেপের মাধ্যমে সমাধান করা হয়েছে।
1/7
সকাল সকাল কোনও জায়গায় বেড়াতে গেলে কার না ভাল লাগে৷ তার উপর যদি যাতরা বন্দে ভারত এক্সপ্রেসের মতো কোনও বিলাসবহুল শীতাতপ নিয়ন্ত্রিত সুপারফাস্ট এক্সপ্রেসে হয়, তাহলে তো কথাই নেই৷
সকাল সকাল কোনও জায়গায় বেড়াতে গেলে কার না ভাল লাগে৷ তার উপর যদি যাতরা বন্দে ভারত এক্সপ্রেসের মতো কোনও বিলাসবহুল শীতাতপ নিয়ন্ত্রিত সুপারফাস্ট এক্সপ্রেসে হয়, তাহলে তো কথাই নেই৷
advertisement
2/7
গত ২৫ মে সেই রকমই খুশি মনে কর্ণাটকের ম্যাঙ্গালুরু থেকে তিরুঅনন্তপুরম যাচ্ছিলেন এক যাত্রী৷
গত ২৫ মে সেই রকমই খুশি মনে কর্ণাটকের ম্যাঙ্গালুরু থেকে তিরুঅনন্তপুরম যাচ্ছিলেন এক যাত্রী৷
advertisement
3/7
স্বাভাবিক ভাবেই সকাল সকাল খিদের মুখে প্লেনের মতো সুন্দর অ্যাটেন্ডেন্টরা যদি ব্রেকফাস্টটা সিট পর্যন্ত এনে দেন, সবারই ভাল লাগে৷ ওই যাত্রীরও লেগেছিল৷ Generated image
[caption id="" align="alignnone" width="1200"] স্বাভাবিক ভাবেই সকাল সকাল খিদের মুখে প্লেনের মতো সুন্দর অ্যাটেন্ডেন্টরা যদি ব্রেকফাস্টটা সিট পর্যন্ত এনে দেন, সবারই ভাল লাগে৷ ওই যাত্রীরও লেগেছিল৷ Generated image</dd> <dd>[/caption]
advertisement
4/7
কিন্তু, খাওয়া দাওয়া শেষ করে একটু অন্যমনস্ক হয়ে যেই না জুসের প্যাকেটটা ঘুরিয়ে টুরিয়ে দেখলেন..অমনি থ! Generated image
[caption id="" align="aligncenter" width="1200"] কিন্তু, খাওয়া দাওয়া শেষ করে একটু অন্যমনস্ক হয়ে যেই না জুসের প্যাকেটটা ঘুরিয়ে টুরিয়ে দেখলেন..অমনি থ! Generated image</dd> <dd>[/caption]
advertisement
5/7
খাবারের ট্রে-তে পরিবেশন করা হয়েছে এক্সপায়ার হয়ে যাওয়া মানে মেয়াদ উত্তীর্ণ জুসের প্যাকেট৷ এরপরেই যাত্রী তড়িঘড়ি অ্যাটেন্ডেন্টদের ডাকেন এবং শুরু হয় তুমুল চিৎকার চেঁচামেচি৷ Generated image
[caption id="" align="aligncenter" width="1200"] খাবারের ট্রে-তে পরিবেশন করা হয়েছে এক্সপায়ার হয়ে যাওয়া মানে মেয়াদ উত্তীর্ণ জুসের প্যাকেট৷ এরপরেই যাত্রী তড়িঘড়ি অ্যাটেন্ডেন্টদের ডাকেন এবং শুরু হয় তুমুল চিৎকার চেঁচামেচি৷ Generated image</dd> <dd>[/caption]
advertisement
6/7
ঘটনায় কোডিকোড়ে মানবাধিকার কমিশনে একটি অভিযোগ দায়ের করেছিলেন এক যাত্রী৷ সেই মতো, পালাক্কাদ রেলওয়ে বিভাগের ওই রুটে খাবার পরিবেশনকারী ক্যাটারিং সংস্থাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়৷ Generated image
[caption id="" align="aligncenter" width="1200"] ঘটনায় কোডিকোড়ে মানবাধিকার কমিশনে একটি অভিযোগ দায়ের করেছিলেন এক যাত্রী৷ সেই মতো, পালাক্কাদ রেলওয়ে বিভাগের ওই রুটে খাবার পরিবেশনকারী ক্যাটারিং সংস্থাকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়৷ Generated image</dd> <dd>[/caption]
advertisement
7/7
রেলমন্ত্রী অশ্বীনি বৈষ্ণব সংসদে জানিয়েছেন, আইআরসিটিসি স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়া অনুসরণ করছে৷ শুক্রবার রাজ্যসভায় এক লিখিত জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রকাশ করেছেন যে ভারতীয় রেলওয়ে ২০২৪-২৫ সালে ট্রেনে নিম্নমানের খাবার পরিবেশন সম্পর্কিত ৬,৬৪৫টি অভিযোগ পেয়েছে। এর মধ্যে ১,৩৪১টি ক্ষেত্রে জরিমানা করা হয়েছে, ২,৯৯৫টি ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে এবং ১,৫৪৭টিতে পরামর্শ দেওয়া হয়েছে। বাকি ৭৬২টি অভিযোগ অন্যান্য সংশোধনমূলক পদক্ষেপের মাধ্যমে সমাধান করা হয়েছে।
রেলমন্ত্রী অশ্বীনি বৈষ্ণব সংসদে জানিয়েছেন, আইআরসিটিসি স্বচ্ছ টেন্ডার প্রক্রিয়া অনুসরণ করছে৷ শুক্রবার রাজ্যসভায় এক লিখিত জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব প্রকাশ করেছেন যে ভারতীয় রেলওয়ে ২০২৪-২৫ সালে ট্রেনে নিম্নমানের খাবার পরিবেশন সম্পর্কিত ৬,৬৪৫টি অভিযোগ পেয়েছে। এর মধ্যে ১,৩৪১টি ক্ষেত্রে জরিমানা করা হয়েছে, ২,৯৯৫টি ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে এবং ১,৫৪৭টিতে পরামর্শ দেওয়া হয়েছে। বাকি ৭৬২টি অভিযোগ অন্যান্য সংশোধনমূলক পদক্ষেপের মাধ্যমে সমাধান করা হয়েছে।
advertisement
advertisement
advertisement