'কী আছে ওর মধ্যে...?' সিটের নীচে রাখা ব্যাগ দেখিয়ে প্রশ্ন করল RPF, মুহূর্তে যা বেরিয়ে পড়ল, ঘাম ছুটল প্যাসেঞ্জারদের!

Last Updated:
Indian Railways: আরপিএফ সূত্রে জানা গিয়েছে, আর পাঁচদিনের মতোই কোচবিহারের দিনহাটা থেকে কলকাতার উদ্দেশ্যে ছুটছিল ডাউন উত্তরবঙ্গ এক্সপ্রেস। সিটের পাশে রাখা ছিল একটা ব্যাগ। কারও কোনও সন্দেহও হয়নি ব্যাগটি দেখে। কিন্তু সেই সাদামাটা ব্যাগেই যা ছিল শুনলে মাথা ঘুরবে আপনারও!
1/13
ভারতীয় রেলের জনপ্রিয়তা দেশের মানুষের মধ্যে অনস্বীকার্য। প্রতিদিন হাজার হাজার মানুষ ট্রেনে চড়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছন আর সেই কারণেই বহু মানুষের নিরাপত্তা বিধানের দায়িত্বও রেলের উপর বর্তায়। AI Generated Representative Image 
ভারতীয় রেলের জনপ্রিয়তা দেশের মানুষের মধ্যে অনস্বীকার্য। প্রতিদিন হাজার হাজার মানুষ ট্রেনে চড়ে নিজ নিজ গন্তব্যে পৌঁছন আর সেই কারণেই বহু মানুষের নিরাপত্তা বিধানের দায়িত্বও রেলের উপর বর্তায়। AI Generated Representative Image
advertisement
2/13
ট্রেনে যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে রেলের তরফে নেওয়া হয় একাধিক পদক্ষেপ। জিআরপি থেকে আরপিএফ, টিটিই থেকে টিটি, সকলেই সদা ব্যস্ত থাকেন এই কাজে। কিন্তু তা সত্ত্বেও রেলের মাধ্যমেই চলে অনেক অপরাধমূলক কাণ্ড যা এত ভিড় ও ব্যস্ততার মধ্যেই সকলের নজর এড়িয়ে যায়।
ট্রেনে যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে রেলের তরফে নেওয়া হয় একাধিক পদক্ষেপ। জিআরপি থেকে আরপিএফ, টিটিই থেকে টিটি, সকলেই সদা ব্যস্ত থাকেন এই কাজে। কিন্তু তা সত্ত্বেও রেলের মাধ্যমেই চলে অনেক অপরাধমূলক কাণ্ড যা এত ভিড় ও ব্যস্ততার মধ্যেই সকলের নজর এড়িয়ে যায়।
advertisement
3/13
সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে বর্ধমানে। দেখা যায় সড়কপথে এই ধরণের কাজ করা কঠিন বলেই অশুভ অভিসন্ধিমূলক ব্যক্তিরা রেলপথকে এই কাজে ব্যবহার করে থাকে। তবে অনেক ক্ষেত্রে হাতেনাতে ধরাও পরে যায় মুহূর্তের মধ্যে। Representative Image 
সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে বর্ধমানে। দেখা যায় সড়কপথে এই ধরণের কাজ করা কঠিন বলেই অশুভ অভিসন্ধিমূলক ব্যক্তিরা রেলপথকে এই কাজে ব্যবহার করে থাকে। তবে অনেক ক্ষেত্রে হাতেনাতে ধরাও পরে যায় মুহূর্তের মধ্যে। Representative Image
advertisement
4/13
সম্প্রতি ডাউন উত্তরবঙ্গ এক্সপ্রেসে এমনই একটি ঘটনা ঘটেছে যা চোখ খুলে দিয়েছে জিআরপি-আরপিএফ-এর কর্তাদের। ঠিক কী ঘটেছিল সেদিন ট্রেনের কামরায়? শুনলে আঁতকে উঠবেন। Representative Image
সম্প্রতি ডাউন উত্তরবঙ্গ এক্সপ্রেসে এমনই একটি ঘটনা ঘটেছে যা চোখ খুলে দিয়েছে জিআরপি-আরপিএফ-এর কর্তাদের। ঠিক কী ঘটেছিল সেদিন ট্রেনের কামরায়? শুনলে আঁতকে উঠবেন। Representative Image
advertisement
5/13
আরপিএফ সূত্রে জানা গিয়েছে, আর পাঁচদিনের মতোই কোচবিহারের দিনহাটা থেকে কলকাতার উদ্দেশ্যে ছুটছিল ডাউন উত্তরবঙ্গ এক্সপ্রেস। সিটের পাশে রাখা ছিল একটা ব্যাগ। কারও কোনও সন্দেহও হয়নি ব্যাগটি দেখে। কিন্তু সেই সাদামাটা ব্যাগেই যা ছিল শুনলে মাথা ঘুরবে আপনারও! Representative Image
আরপিএফ সূত্রে জানা গিয়েছে, আর পাঁচদিনের মতোই কোচবিহারের দিনহাটা থেকে কলকাতার উদ্দেশ্যে ছুটছিল ডাউন উত্তরবঙ্গ এক্সপ্রেস। সিটের পাশে রাখা ছিল একটা ব্যাগ। কারও কোনও সন্দেহও হয়নি ব্যাগটি দেখে। কিন্তু সেই সাদামাটা ব্যাগেই যা ছিল শুনলে মাথা ঘুরবে আপনারও! Representative Image
advertisement
6/13
চলন্ত ট্রেনেই হঠাৎ আসল 'খবর' পেয়ে হাজির হলেন রেল সুরক্ষা বাহিনী আরপিএফ-জওয়ানরা। এক মহিলা-সহ জনা ছয়েক একসঙ্গে যাচ্ছিলেন, ব্যাগটি তাদেরই কারও বুঝেই আরপিএফ-এর অফিসাররা জিজ্ঞেস করলেন, "কী আছে ব্যাগে?" AI Generated Representative Image
চলন্ত ট্রেনেই হঠাৎ আসল 'খবর' পেয়ে হাজির হলেন রেল সুরক্ষা বাহিনী আরপিএফ-জওয়ানরা। এক মহিলা-সহ জনা ছয়েক একসঙ্গে যাচ্ছিলেন, ব্যাগটি তাদেরই কারও বুঝেই আরপিএফ-এর অফিসাররা জিজ্ঞেস করলেন, "কী আছে ব্যাগে?" AI Generated Representative Image
advertisement
7/13
পরমুহূর্তেই ব্যাগ খুলতেই যা দেখা গেল চক্ষুচড়কগাছ আরপিএফ-এর। দেখা গেল ব্যাগ ভর্তি গাজা। বস্তুত ব্যাগে করেই ওই গাঁজা পাচার করা হচ্ছিল কোচবিহার থেকে। মুহূর্তে কলকাতার বিভিন্ন ঘাঁটিতে ছড়িয়ে পড়ত সেই গাঁজা। Representative Image
পরমুহূর্তেই ব্যাগ খুলতেই যা দেখা গেল চক্ষুচড়কগাছ আরপিএফ-এর। দেখা গেল ব্যাগ ভর্তি গাজা। বস্তুত ব্যাগে করেই ওই গাঁজা পাচার করা হচ্ছিল কোচবিহার থেকে। মুহূর্তে কলকাতার বিভিন্ন ঘাঁটিতে ছড়িয়ে পড়ত সেই গাঁজা। Representative Image
advertisement
8/13
পাশেই যে এত বড় কাণ্ড চলছে ঘুণাক্ষরে বুঝতে পারেননি সহযাত্রীরা। আরপিএফ ব্যাগ থেকে ওই বিপুল পরিমান গাঁজা বার করতেই অবাক তাঁরাও। ভয়ঙ্কর এই ঘটনায় গাঁজা পাচারে জড়িত থাকার অভিযোগে এক মহিলা-সহ ছ'জনকে গ্রেফতার করে আরপিএফ। Representative Image
পাশেই যে এত বড় কাণ্ড চলছে ঘুণাক্ষরে বুঝতে পারেননি সহযাত্রীরা। আরপিএফ ব্যাগ থেকে ওই বিপুল পরিমান গাঁজা বার করতেই অবাক তাঁরাও। ভয়ঙ্কর এই ঘটনায় গাঁজা পাচারে জড়িত থাকার অভিযোগে এক মহিলা-সহ ছ'জনকে গ্রেফতার করে আরপিএফ। Representative Image
advertisement
9/13
জানা যায়, এই বিপুল পরিমাণ গাঁজা নিয়ে আসা হচ্ছিল কোচবিহার থেকে। ডাউন উত্তরবঙ্গ এক্সপ্রেসে বর্ধমান আরপিএফ-এর এই অভিযান নিঃসন্দেহে প্রসংশিত হয়েছে ব্যাপক ভাবে। Representative Image
আরপিএফ সূত্রে জানা গিয়েছে, আর পাঁচদিনের মতোই কোচবিহারের দিনহাটা থেকে কলকাতার উদ্দেশ্যে ছুটছিল ডাউন উত্তরবঙ্গ এক্সপ্রেস। সিটের পাশে রাখা ছিল একটা ব্যাগ। কারও কোনও সন্দেহও হয়নি ব্যাগটি দেখে। কিন্তু সেই সাদামাটা ব্যাগেই যা ছিল শুনলে মাথা ঘুরবে আপনারও! Representative Image
advertisement
10/13
উদ্ধার হওয়া গাজার পরিমাণ ছিল প্রায় ৫৪.২১ কেজি। প্রাথমিকভাবে আরপিএফ-এর অনুমান, উদ্ধার করা গাঁজার বর্তমান বাজার মূল্য প্রায় ৫ লক্ষ ৪২ হাজার ১০০ টাকা। Representative Image
উদ্ধার হওয়া গাজার পরিমাণ ছিল প্রায় ৫৪.২১ কেজি। প্রাথমিকভাবে আরপিএফ-এর অনুমান, উদ্ধার করা গাঁজার বর্তমান বাজার মূল্য প্রায় ৫ লক্ষ ৪২ হাজার ১০০ টাকা। Representative Image
advertisement
11/13
ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক মহিলা-সহ মোট ছয় জনকে গ্রেফতার করেছে বর্ধমান আরপিএফ। ধৃতদের নাম, শ্রীমল বর্মন, প্রসেনজিৎ রায়, আকাশ সিকদার,সন্তু আলি মোল্লা, সঞ্জয় দাস ও পূজা কীর্তনীয়া। ধৃতদের ইতিমধ্যেই বর্ধমানের মাদক সংক্রান্ত বিশেষ আদালতে পেশ করা হয়েছে। Representative Image
ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক মহিলা-সহ মোট ছয় জনকে গ্রেফতার করেছে বর্ধমান আরপিএফ। ধৃতদের নাম, শ্রীমল বর্মন, প্রসেনজিৎ রায়, আকাশ সিকদার,সন্তু আলি মোল্লা, সঞ্জয় দাস ও পূজা কীর্তনীয়া। ধৃতদের ইতিমধ্যেই বর্ধমানের মাদক সংক্রান্ত বিশেষ আদালতে পেশ করা হয়েছে। Representative Image
advertisement
12/13
জানা গিয়েছে, ধৃত শ্রীমল বর্মনের বাড়ি কোচবিহারের দিনহাটা থানা এলাকায় এবং প্রসেনজিৎ রায়ের বাড়ি কোচবিহারেরই সাহেবগঞ্জ থানা এলাকায়। আকাশ সিকদারের বাড়ি উত্তর ২৪ পরগনার সোদপুর থানা এলাকায়, সন্তু আলি মোল্লার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং, সঞ্জয় দাসের বাড়ি উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এবং পূজা কীর্তনীয়ার বাড়ি পশ্চিম বর্ধমানের কুলটি থানা এলাকায়। Representative Image
জানা গিয়েছে, ধৃত শ্রীমল বর্মনের বাড়ি কোচবিহারের দিনহাটা থানা এলাকায় এবং প্রসেনজিৎ রায়ের বাড়ি কোচবিহারেরই সাহেবগঞ্জ থানা এলাকায়। আকাশ সিকদারের বাড়ি উত্তর ২৪ পরগনার সোদপুর থানা এলাকায়, সন্তু আলি মোল্লার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং, সঞ্জয় দাসের বাড়ি উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এবং পূজা কীর্তনীয়ার বাড়ি পশ্চিম বর্ধমানের কুলটি থানা এলাকায়। Representative Image
advertisement
13/13
বর্ধমান আরপিএফ-এর পক্ষ থেকে বাজেয়াপ্ত করা গাঁজা-সহ ধৃত ছয় জনকে কলকাতার নারকোটিক কন্ট্রোল ব্যুরোর হাতে তুলে দেওয়া হয়।এনসিবির পক্ষ থেকে ধৃতদের বর্ধমানের বিশেষ মাদক সংক্রান্ত আদালতে পেশ করা হয়। এই গাঁজা কোথা থেকে নিয়ে আসা হচ্ছিল, কোথায় তা নিয়ে যাওয়ার কথা ছিল এসব জানতে ধৃতদের জেরা করা চলছে। Representative Image
বর্ধমান আরপিএফ-এর পক্ষ থেকে বাজেয়াপ্ত করা গাঁজা-সহ ধৃত ছয় জনকে কলকাতার নারকোটিক কন্ট্রোল ব্যুরোর হাতে তুলে দেওয়া হয়।এনসিবির পক্ষ থেকে ধৃতদের বর্ধমানের বিশেষ মাদক সংক্রান্ত আদালতে পেশ করা হয়। এই গাঁজা কোথা থেকে নিয়ে আসা হচ্ছিল, কোথায় তা নিয়ে যাওয়ার কথা ছিল এসব জানতে ধৃতদের জেরা করা চলছে। Representative Image
advertisement
advertisement
advertisement