Indian Railways: হতে পারে জরিমানা, জেলও! ট্রেনে চেন টানার নিয়ম কী কী, না জানা থাকলেই সর্বনাশ

Last Updated:
Indian Railway:রেলওয়ে এই বিষয়ে কড়া নিয়ম করেছে।
1/7
 এ কথা অনেকেই হয়ত জানেন যে ট্রেনে চেন টানার কয়েকটি নির্দিষ্ট নিয়ম আছে৷ সেই নিয়ম ভাঙলে শাস্তিও হতে পারে, কিন্তু সেই নিয়মগুলি কী কী, কোন ক্ষেত্রে আপনি চেন টানলে তা নিয়ে কোনও অভিযোগ থাকবে না রেলের৷
এ কথা অনেকেই হয়ত জানেন যে ট্রেনে চেন টানার কয়েকটি নির্দিষ্ট নিয়ম আছে৷ সেই নিয়ম ভাঙলে শাস্তিও হতে পারে, কিন্তু সেই নিয়মগুলি কী কী, কোন ক্ষেত্রে আপনি চেন টানলে তা নিয়ে কোনও অভিযোগ থাকবে না রেলের৷
advertisement
2/7
ট্রেনের প্রতিটি কামরায় জরুরি অ্যালার্ম চেন থাকে, যাতে যাত্রীরা জরুরি পরিস্থিতিতে এটি ব্যবহার করতে পারেন। কিন্তু অনেকক্ষেত্রেই দেখা যায়, যাত্রীরা অকারণ এটিকে ব্যবহার করছেন৷ নির্দিষ্ট স্টপেজ ছাড়াই চেন টেনে ট্রেন থামিয়ে দিচ্ছে৷ সেই কারণেই রেলওয়ে এই বিষয়ে কড়া নিয়ম করেছে।
ট্রেনের প্রতিটি কামরায় জরুরি অ্যালার্ম চেন থাকে, যাতে যাত্রীরা জরুরি পরিস্থিতিতে এটি ব্যবহার করতে পারেন। কিন্তু অনেকক্ষেত্রেই দেখা যায়, যাত্রীরা অকারণ এটিকে ব্যবহার করছেন৷ নির্দিষ্ট স্টপেজ ছাড়াই চেন টেনে ট্রেন থামিয়ে দিচ্ছে৷ সেই কারণেই রেলওয়ে এই বিষয়ে কড়া নিয়ম করেছে।
advertisement
3/7
প্রাথমিক ভাবে অপ্রয়োজনে কেউ চেন টানলে কড়া শাস্তি হতে পারে৷ সম্প্রতি একটি ট্যুইট করে রেলের পক্ষ থেকে বলা হয়েছে, অপ্রয়োজনীয়ভাবে ট্রেনের চেন টেনে দেয়, তবে এটি একটি অপরাধ হিসাবে বিবেচিত হবে এবং এর জন্য যে ব্যক্তি চেন টানছেন তাঁকে জেলে যেতে হতে পারে।
প্রাথমিক ভাবে অপ্রয়োজনে কেউ চেন টানলে কড়া শাস্তি হতে পারে৷ সম্প্রতি একটি ট্যুইট করে রেলের পক্ষ থেকে বলা হয়েছে, অপ্রয়োজনীয়ভাবে ট্রেনের চেন টেনে দেয়, তবে এটি একটি অপরাধ হিসাবে বিবেচিত হবে এবং এর জন্য যে ব্যক্তি চেন টানছেন তাঁকে জেলে যেতে হতে পারে।
advertisement
4/7
রেলওয়ে আইন ১৯৮৯-এর ১৪১ ধারার অধীনে ব্যবস্থা গ্রহণ করে, যে ব্যক্তি ট্রেন থামায়, তাঁকে এক হাজার টাকা জরিমানা করা যেতে পারে। এছাড়া এক বছর পর্যন্ত জেল হতে পারে। কিছু ক্ষেত্রে উভয় শাস্তি হতে পারে। ট্রেনের চেন টানার কোনও সঠিক কারণ থাকলেই ক্ষমা করা যায়।
রেলওয়ে আইন ১৯৮৯-এর ১৪১ ধারার অধীনে ব্যবস্থা গ্রহণ করে, যে ব্যক্তি ট্রেন থামায়, তাঁকে এক হাজার টাকা জরিমানা করা যেতে পারে। এছাড়া এক বছর পর্যন্ত জেল হতে পারে। কিছু ক্ষেত্রে উভয় শাস্তি হতে পারে। ট্রেনের চেন টানার কোনও সঠিক কারণ থাকলেই ক্ষমা করা যায়।
advertisement
5/7
 এ বার দেখে নেওয়া যাক, ঠিক কোন কোন কারণে ট্রেনের চেন টানা যেতে পারে৷ সেই কারণগুলির একটি তালিকা দেখে নিলে আর কোনওরকম সমস্যা থাকতে না৷ চলন্ত ট্রেনে আগুন লাগলে ট্রেনের চেন টানা যেতে পারে।
এ বার দেখে নেওয়া যাক, ঠিক কোন কোন কারণে ট্রেনের চেন টানা যেতে পারে৷ সেই কারণগুলির একটি তালিকা দেখে নিলে আর কোনওরকম সমস্যা থাকতে না৷ চলন্ত ট্রেনে আগুন লাগলে ট্রেনের চেন টানা যেতে পারে।
advertisement
6/7
এ ছাড়া যদি কোনও বয়স্ক বা অক্ষম ব্যক্তির চড়তে সমস্যা হয় এবং ট্রেনটি ছেড়ে দেওয়ার মুখে পৌঁেছ যায়, তবে এমন সময়ে ট্রেনের চেন টেনে নেওয়া যেতে পারে।
এ ছাড়া যদি কোনও বয়স্ক বা অক্ষম ব্যক্তির চড়তে সমস্যা হয় এবং ট্রেনটি ছেড়ে দেওয়ার মুখে পৌঁেছ যায়, তবে এমন সময়ে ট্রেনের চেন টেনে নেওয়া যেতে পারে।
advertisement
7/7
এ ছাড়া যদি কারও সন্তান স্টেশনে থেকে যায় এবং ট্রেনটি ছেড়ে যেতে চলে, আপনি জরুরি অ্যালার্ম চেন ব্যবহার করতে পারেন। যাত্রীর অসুস্থতার ক্ষেত্রেও চেন টানা যাবে। চুরি হলেও এটির ব্যবহার করা যায়।
এ ছাড়া যদি কারও সন্তান স্টেশনে থেকে যায় এবং ট্রেনটি ছেড়ে যেতে চলে, আপনি জরুরি অ্যালার্ম চেন ব্যবহার করতে পারেন। যাত্রীর অসুস্থতার ক্ষেত্রেও চেন টানা যাবে। চুরি হলেও এটির ব্যবহার করা যায়।
advertisement
advertisement
advertisement