Indian Railway Horn Codes: বিপদ হোক বা সতর্কতা! ট্রেনে মোট ১১ রকম হর্ন বাজান ভারতীয় রেলে চালকরা, প্রতিটির মানে ও গুরুত্ব জানা আছে কী আপনার
- Reported by:Tanmoy Mondal
- hyperlocal
- Published by:Ananya Chakraborty
Last Updated:
Indian Railway Horn Codes: ভারতীয় ট্রেনে বিভিন্ন পরিস্থিতিতে ভিন্ন ভিন্ন হর্ন বাজানো হয়। ছোট হর্ন, লম্বা হর্ন বা ক্রমাগত হর্ন—প্রতিটি সংকেতের নির্দিষ্ট অর্থ রয়েছে, যা যাত্রী ও কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করে
advertisement
ট্রেনের হর্ন আদতে একটি শক্তিশালী এয়ার হর্ন। এটি রেলওয়ে গার্ড, কর্মী এবং যাত্রীদের জন্য একটি শ্রবণযোগ্য সতর্কতা যন্ত্র হিসাবে কাজ করে। তবে এই হর্ন কেবলমাত্র ট্রেনের আগমন বা প্রস্থান নির্দেশ করে না ৷ দেখা যায় প্রতিটি হর্ন এবং তার সময়কালের পিছনে একটি ভিন্ন অর্থ রয়েছে। বিপদ সম্পর্কে সংকেত দেওয়া থেকে শুরু করে ট্র্যাক পরিবর্তন করা পর্যন্ত- প্রতিটি পরিস্থিতির জন্য এক এক রকম হর্ন রয়েছে ভারতীয় ট্রেনগুলিতে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement






