Indian Railway facts: আসতে চলেছে বিয়ের মরশুম, অন্য শহরে বিয়ে করতে যেতে হলে ট্রেনে আলাদা বার্থ রিজার্ভ করা সস্তা না পুরো কোচ নেওয়া লাভের? জেনে রাখুন, কাজে আসবে
- Published by:Tias Banerjee
- trending desk
Last Updated:
Indian Railway facts:পুরো কোচ ভাড়া নেওয়া সস্তা না আলাদা আলাদা করে বার্থ রিজার্ভ করা সস্তা?
সেই বর্ষা থেকে ঘুমিয়ে রয়েছেন মহাপ্রভু। তবে, এবার তাঁর জেগে ওঠার সময় এসে গিয়েছে। পঞ্জিকা মতে, ১১ নভেম্বর, ২০২৪ তারিখে যোগনিদ্রা থেকে উত্থিত হবেন শ্রীবিষ্ণু। তার পরেই আবার শুরু হবে যাবতীয় সামাজিক শুভ কাজ, ঘরে ঘরে বিয়ের সানাই বেজে উঠবে। সেজে উঠবেন বরযাত্রীরা, এসি বাস বুক করার হিড়িক পড়ে যাবে।তবে, বাস বুক করা সস্তা না ট্রেনের কোচ?
advertisement
advertisement
অনেকে আবার বলবেন, আলবাত ওঠে। বিশেষ করে বলবেন বরের বাড়ির লোকজনেরা। বিয়ে করতে তাঁরা যাবেন মেয়ের বাড়ি। সেই বাড়ি যে একই শহরের মধ্যে হবে, এমন কোনও নিশ্চয়তা নেই। একই রাজ্যের অন্য প্রান্তে হতে পারে, অন্য রাজ্যেও হতে পারে। সেক্ষেত্রে ট্রেনের টিকিট কাটতেই হবে। এবার আসে সেই মোক্ষম প্রশ্ন- পুরো কোচ ভাড়া নেওয়া সস্তা না আলাদা আলাদা করে বার্থ রিজার্ভ করা সস্তা?
advertisement
নিঃসন্দেহে আলাদা করে বার্থ রিজার্ভ করাই সস্তা! তবে একটা পিনএনআর-এ ছয়জনের বেশি যাত্রীকে ঠাঁই দেওয়া যাবে না। ফলে, সবার যে একত্রে সিট পড়বেই, তার কোনও মানে নেই। এমনকি, তা অন্য কোচেও হয়ে যেতে পারে। ফলে, সবাই মিলে একসঙ্গে হইচই করে যেতে চাইলে পুরো কোচ ভাড়া করতেই হবে।ট্রেনের পুরো কোচ ভাড়া নেওয়া কিন্তু বেশ ব্যয়বহুল। সেই হিসেবে এবার আসা যাক। দেখে নেওয়া যাক পদ্ধতি এবং করের পুঙ্খানুপুঙ্খ অঙ্ক।
advertisement
advertisement
advertisement