Indian Citizenship for Children Born Abroad: বিদেশে জন্ম নেওয়া সন্তানদের ভারতীয় নাগরিকত্ব পাওয়া কি সম্ভব? জানুন নিয়ম কী বলছে...
- Published by:Sounak Chakraborty
- news18 bangla
Last Updated:
Indian Citizenship for Children Born Abroad: বিদেশে জন্ম নিলেই স্বয়ংক্রিয়ভাবে ভারতীয় নাগরিকত্ব মেলে না। জন্মের সময় পিতামাতার নাগরিকত্ব, দূতাবাসে সময়মতো রেজিস্ট্রেশন এবং জন্ম সাল অনুযায়ী নিয়ম মানলেই নাগরিকত্ব পাওয়া সম্ভব। OCI কার্ড বিদেশি নাগরিক সন্তানের জন্য কার্যকর বিকল্প হতে পারে, জানুন বিস্তারিত...
advertisement
advertisement
advertisement
advertisement
জন্ম সালের ভিত্তিতে নিয়ম ৩ ডিসেম্বর ২০০৪-এর আগে জন্ম: জন্মের সময় যে কোনো একজন পিতামাতা ভারতীয় নাগরিক হলে সন্তান ভারতীয় নাগরিক হবে। ৩ ডিসেম্বর ২০০৪ থেকে ৯ ডিসেম্বর ২০১৫-এর মধ্যে জন্ম: একজন পিতামাতা ভারতীয় নাগরিক হতে হবে এবং জন্মের এক বছরের মধ্যে ভারতীয় দূতাবাসে নিবন্ধন করতে হবে। ১০ ডিসেম্বর ২০১৫-এর পর জন্ম: উভয় পিতামাতা ভারতীয় নাগরিক হতে হবে, অথবা একজন ভারতীয় নাগরিক এবং অন্যজন ভারতে অবৈধভাবে অবস্থান না করলে নাগরিকত্ব পাওয়া যাবে। দূতাবাসে এক বছরের মধ্যে নিবন্ধন অবশ্যই করতে হবে।
advertisement
বিদেশে জন্ম নিবন্ধনের প্রক্রিয়া পিতামাতাকে সন্তানের জন্মের এক বছরের মধ্যে নিকটস্থ ভারতীয় দূতাবাসে আবেদন করতে হবে। ব্যবহৃত ফর্মের নাম ফর্ম I এবং এর সঙ্গে জমা দিতে হবে— সন্তানের বার্থ সার্টিফিকেট, উভয় পিতামাতার পাসপোর্টের কপি, ভারতীয় নাগরিকত্বের প্রমাণ (সাধারণত পাসপোর্ট), প্রয়োজনীয় হলফনামা ও ঘোষণাপত্র
advertisement
advertisement
advertisement