Indian Child: অসাধারণ! বিশ্বের প্রথম 'কার্বন নিউট্রাল' শিশু ভারতের আদাভি! কী এই কার্বন নিউট্রাল? আপনিও কি চান সন্তানের জন্য এমন করতে! জানুন

Last Updated:
Indian Child: আদাভির বাবা-মা তার জীবনকালীন কার্বন নিঃসরণের ভারসাম্য বজায় রাখার জন্য ৬,০০০ ফলজ গাছ রোপণ করেছেন।
1/8
ভারতের তামিলনাড়ুর ২ বছরের শিশু আদাভি পরিবেশ রক্ষার ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তার বাবা-মা, দীনেশ এসপি এবং জানগা নন্ধিনী, তাঁদের মেয়ের জীবনকালীন কার্বন নিঃসরণের ভারসাম্য সম্পূর্ণভাবে ঠিক রাখতে ৬,০০০ ফলজ গাছ রোপণ করেছেন।
ভারতের তামিলনাড়ুর ২ বছরের শিশু আদাভি পরিবেশ রক্ষার ক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। তার বাবা-মা, দীনেশ এসপি এবং জানগা নন্ধিনী, তাঁদের মেয়ের জীবনকালীন কার্বন নিঃসরণের ভারসাম্য সম্পূর্ণভাবে ঠিক রাখতে ৬,০০০ ফলজ গাছ রোপণ করেছেন।
advertisement
2/8
এই উদ্যোগের জন্য আদাভি এশিয়া বুক অব রেকর্ডস থেকে "বিশ্বের প্রথম কার্বন-নিরপেক্ষ শিশু" হিসেবে স্বীকৃতি পেয়েছে।
এই উদ্যোগের জন্য আদাভি এশিয়া বুক অব রেকর্ডস থেকে "বিশ্বের প্রথম কার্বন-নিরপেক্ষ শিশু" হিসেবে স্বীকৃতি পেয়েছে।
advertisement
3/8
একজন ভারতীয় গড়ে বছরে ২ টন কার্বন নিঃসরণ করেন। কিন্তু আদাভির বাবা-মা তার জীবনকালীন কার্বন নিঃসরণের ভারসাম্য বজায় রাখার জন্য ৬,০০০ ফলজ গাছ রোপণ করেছেন।
একজন ভারতীয় গড়ে বছরে ২ টন কার্বন নিঃসরণ করেন। কিন্তু আদাভির বাবা-মা তার জীবনকালীন কার্বন নিঃসরণের ভারসাম্য বজায় রাখার জন্য ৬,০০০ ফলজ গাছ রোপণ করেছেন।
advertisement
4/8
তাদের এই উদ্যোগ শুরু হয়েছিল আদাভি জন্মানোর আগেই। তারা তামিলনাড়ুর কৃষকদের সঙ্গে একত্রিত হয়ে গাছগুলো রোপণ করেন, যা আদাভির সঙ্গে বড় হবে এবং তার কার্বন ফুটপ্রিন্ট শোষণ করবে।
তাদের এই উদ্যোগ শুরু হয়েছিল আদাভি জন্মানোর আগেই। তারা তামিলনাড়ুর কৃষকদের সঙ্গে একত্রিত হয়ে গাছগুলো রোপণ করেন, যা আদাভির সঙ্গে বড় হবে এবং তার কার্বন ফুটপ্রিন্ট শোষণ করবে।
advertisement
5/8
কার্বন ফুটপ্রিন্ট কী? কী ভাবে কেউ হয় কার্বন নিউট্রাল? মানুষের জন্ম থেকে মৃত্যু, দৈনন্দিন নানা কাজে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে পরিবেশে মিশছে ‘গ্রিনহাউস’ গ্যাস কার্বন ডাইঅক্সাইড। খাদ্য উৎপাদন, পরিবহণ, বিদ্যুতের ব্যবহার থেকে বর্জ্য তৈরি, সবই সেই তালিকায় পড়ে।
কার্বন ফুটপ্রিন্ট কী? কী ভাবে কেউ হয় কার্বন নিউট্রাল? মানুষের জন্ম থেকে মৃত্যু, দৈনন্দিন নানা কাজে প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে পরিবেশে মিশছে ‘গ্রিনহাউস’ গ্যাস কার্বন ডাইঅক্সাইড। খাদ্য উৎপাদন, পরিবহণ, বিদ্যুতের ব্যবহার থেকে বর্জ্য তৈরি, সবই সেই তালিকায় পড়ে।
advertisement
6/8
ব্যক্তিপিছু প্রতি বছর যত টন কার্বন ডাইঅক্সাইড পরিবেশে মেশে, তা-ই তার কার্বন ফুটপ্রিন্ট। গড় ভারতবাসীর ক্ষেত্রে তা প্রায় ২ টন। আমেরিকায় সর্বোচ্চ, মাথাপিছু প্রায় ১৬ টন। কার্বন ফুটপ্রিন্ট যত বেশি হয়, স্বভাবতই বাড়ে বিশ্ব উষ্ণায়নের বিপদ।
ব্যক্তিপিছু প্রতি বছর যত টন কার্বন ডাইঅক্সাইড পরিবেশে মেশে, তা-ই তার কার্বন ফুটপ্রিন্ট। গড় ভারতবাসীর ক্ষেত্রে তা প্রায় ২ টন। আমেরিকায় সর্বোচ্চ, মাথাপিছু প্রায় ১৬ টন। কার্বন ফুটপ্রিন্ট যত বেশি হয়, স্বভাবতই বাড়ে বিশ্ব উষ্ণায়নের বিপদ।
advertisement
7/8
দেখা গিয়েছে, একটি পূর্ণবয়স্ক গাছ ফি বছর গড়ে প্রায় ২৫ কেজি কার্বন ডাইঅক্সাইড শুষে নেয়। যে যত গাছ লাগাবে, তার কার্বন ফুটপ্রিন্ট তত কমবে এবং কার্বন নিউট্রাল হওয়ার দিকে এগোবে। হিসেব বলে, গড়ে কোনও ভারতীয় জীবনকালে ৩৫০টি গাছ লাগালে কার্বন নিউট্রাল হতে পারে।
দেখা গিয়েছে, একটি পূর্ণবয়স্ক গাছ ফি বছর গড়ে প্রায় ২৫ কেজি কার্বন ডাইঅক্সাইড শুষে নেয়। যে যত গাছ লাগাবে, তার কার্বন ফুটপ্রিন্ট তত কমবে এবং কার্বন নিউট্রাল হওয়ার দিকে এগোবে। হিসেব বলে, গড়ে কোনও ভারতীয় জীবনকালে ৩৫০টি গাছ লাগালে কার্বন নিউট্রাল হতে পারে।
advertisement
8/8
দীনেশ জানান, গত দু’বছরে চার লক্ষের বেশি গাছ লাগানো হয়েছে। এই কাজে পাশে পেয়েছেন বন দফতরকে। ২০২৫-এ লক্ষ্য, ১০ লক্ষের বেশি গাছ লাগানো। সর্বোপরি, কার্বন ফুটপ্রিন্ট সম্পর্কে মানুষকে সচেতন করার কাজ তো রয়েছেই।
দীনেশ জানান, গত দু’বছরে চার লক্ষের বেশি গাছ লাগানো হয়েছে। এই কাজে পাশে পেয়েছেন বন দফতরকে। ২০২৫-এ লক্ষ্য, ১০ লক্ষের বেশি গাছ লাগানো। সর্বোপরি, কার্বন ফুটপ্রিন্ট সম্পর্কে মানুষকে সচেতন করার কাজ তো রয়েছেই।
advertisement
advertisement
advertisement