India: জানেন, ভারতের কোন রাজ্যে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে? দিনের কোন সময় সবচেয়ে বেশি দুর্ঘটনা হয়? উত্তর শুনলে চমকে যাবেন নিশ্চিত
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
India: পথ দুর্ঘটনা ও তার জেরে মৃত্যু, এমনকী আহতের সংখ্যার নিরিখেও দেশের প্রথম দশটি রাজ্যের মধ্যে কোনও দিক থেকেই নেই পশ্চিমবঙ্গ।
advertisement
advertisement
২০২২-এ দেশের বিভিন্ন প্রান্তে পথদুর্ঘটনার বার্ষিক রিপোর্ট প্রকাশ করা হয়েছে। পথ দুর্ঘটনার সংখ্যার নিরিখে তামিলনাড়ু সবার প্রথমে। ১০ নম্বরে রয়েছে গুজরাত। জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যুর সংখ্যার নিরিখে প্রথম হয়েছে উত্তরপ্রদেশ এবং দশম স্থানে রয়েছে গুজরাত। এই ক্যাটেগরিতে পশ্চিমবঙ্গের স্থান ১১ নম্বরে।
advertisement
advertisement
advertisement
advertisement
আবার রোড অ্যাক্সিডেন্ট ইন ইন্ডিয়া- ২০২১ নামের একটি রিপোর্ট প্রকাশ করেছিল সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রক। সেই রিপোর্টে জানানো হয়েছে, ২০২১ সালে ভারতে মোট দুর্ঘটনা ঘটেছে ৪ লক্ষ ১২ হাজার। এর মধ্যে দুপুর ৩টে থেকে রাত ৯টার মধ্যে ঘটেছে ১ লক্ষ ৫৮ হাজার। এই সময়কালের মধ্যে বেশি দুর্ঘটনা ঘটছে গত পাঁচ বছর ধরেই।