Ind vs Pak Currency: ভারতকে শক্তি দেখায়, টাকা নিয়ে লড়াইতে এলে এক্বেবারে চুনোপুঁটি পাকিস্তান, ভারতের এক লক্ষ টাকা পাকিস্তান এখন কত্ত জানেন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Ind vs Pak Currency: ভারতের বিরুদ্ধে বেশি লাফিয়ে লাভ নেই পাকিস্তানের বিশ্ববাজারে ভারতের টাকা বলে বলে গোল দেবে প্রতিবেশী শত্রু দেশকে
কোনও দেশের মুদ্রার মূল্য ডলারের নিরিখে কোথায় দাঁড়িয়ে তাই সে দেশের অর্থনীতির প্রতিফলন। সাধারণত বিশ্বজুড়ে লেনদেনের জন্য ডলার ব্যবহার করা হয়। যে কোনও দেশের মুদ্রার মূল্য US ডলার (USD) এর নিরিখে পরিমাপ করা হয়। কিন্তু আজ আমরা আপনাদের বলব, প্রতিবেশী দেশ পাকিস্তানের তুলনায় ভারতের মুদ্রার মূল্য কতটা বেশি!
advertisement
ভারতের পড়শি অথচ যাদের সঙ্গে ভারতের কাঁটে কা টক্কর অর্থাৎ পাকিস্তানের টাকার মূল্যের পার্থক্য জানেন৷ এতটাই তফাৎ যে কেউ যদি এক লাখ ভারতীয় টাকা নিয়ে পাকিস্তানে যান, তা হলে সেই টাকার মূল্য কয়েক গুণ বেড়ে যাবে৷ বৃহস্পতিবার ভারতীয় টাকা সর্বনিম্ন মান পৌঁছে ডলার প্রতি ৮৫.০৯ টাকায় পৌঁছেছে। তবুও পাকিস্তানকে বলে বলে গোল দিচ্ছে ভারত৷
advertisement
advertisement
advertisement
advertisement









