মলদ্বীপ বিতর্কে আদর পুনাওয়ালা; ছবি শেয়ার করে প্রশ্ন করলেন, জানেন এটা কোথায়?
- Published by:Siddhartha Sarkar
- trending desk
Last Updated:
দেশের সুপরিচিত ভ্যাকসিন নির্মাতা আদর পুনাওয়ালাও এই বিতর্কে নাম জড়িয়ে ফেললেন। আদর পুনাওয়ালা Serum Institute of India-র সিইও। এই সংস্থার তরফেই তৈরি করা হয়েছিল করোনা ভ্যাকসিন কোভিশিল্ড।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির লাক্ষাদ্বীপ সফরের পর হঠাৎই শুরু হয়েছে বিতর্ক। মলদ্বীপের কিছু নেতা-মন্ত্রী ভারত ও ভারতের প্রধানমন্ত্রীর প্রতি অবমাননাকর মন্তব্য করেছেন বলে অভিযোগ। আর তারপরেই ক্ষোভে ফুটছে গোটা দেশ। সাধারণ মানুষ থেকে শুরু করে বলিউড তারকা— সকলেই এক বাক্যে প্রধানমন্ত্রী ও লাক্ষাদ্বীপের প্রতি তাঁদের সমর্থন প্রকাশ করেছেন।
advertisement
দেশের সুপরিচিত ভ্যাকসিন নির্মাতা আদর পুনাওয়ালাও এই বিতর্কে নাম জড়িয়ে ফেললেন। আদর পুনাওয়ালা Serum Institute of India-র সিইও। এই সংস্থার পক্ষ থেকেই তৈরি করা হয়েছিল করোনা ভ্যাকসিন কোভিশিল্ড। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ট্যুইট করে আদর বলেছেন, ‘আমাদের দেশে এমন অনেক জায়গা রয়েছে, পর্যটনের প্রচুর সম্ভাবনা রয়েছে যেগুলি এখনও খুঁজে বের করা বাকি।’
advertisement
advertisement
খরচ করে মলদ্বীপ কেন?- Edelweiss মিউচুয়াল ফান্ডের এমডি এবং সিইও রাধিকা গুপ্তাও এই একই বিষয়ে ট্যুইট করেছেন। তিনি বলেছেন, ‘আমি ভারতীয় পর্যটনের সম্ভাবনা দেখে অত্যন্ত মুগ্ধ। বুঝতে পারছি না কেন আমরা এত টাকা খরচ করে মলদ্বীপে যাই, আমাদের লাক্ষাদ্বীপ এবং আন্দামান রয়েছে।’ তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর সাম্প্রতিক সফর এই পর্যটন কেন্দ্রকে পাদপ্রদীপের তলায় এনেছে। আমাদের হোটেল ব্র্যান্ডগুলি সর্বদা দেখিয়েছে যে আমাদের চেয়ে ভাল বিলাসবহুল সুযোগ-সুবিধা আর কেউ দিতে পারে না। সেখানে বিশ্বমানের পর্যটন তৈরি করতে আমাদের অবশ্যই ভারতীয় আতিথেয়তার সর্বোত্তম ব্যবহার করতে হবে।’
advertisement
তবে শুধু ‘রি-অ্যাকশন’ নয়। রীতিমতো ‘অ্যাকশন’-ও শুরু হয়ে গিয়েছে। ট্যুরিস্ট প্যাকেজ প্রদানকারী সংস্থা Easemytrip মলদ্বীপের জন্য বুকিং বন্ধ করেছে৷ কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা এবং সিইও নিশান্ত পিট্টি বলেছেন, ‘জাতির পাশে দাঁড়িয়ে, Easemytrip মলদ্বীপের জন্য সমস্ত ফ্লাইট বুকিং বাতিল করেছে।’ বদলে ওই সংস্থা লাক্ষাদ্বীপের জন্য নতুন প্যাকেজ নিয়ে এসেছে।