Husband-Wife: লস্যি বানিয়ে আনলেন নতুন বউ, বর চুমুক দিতেই 'কেল্লাফতে', সকালে স্বামীর বুক-চাপড়ে কান্না, কিন্তু কেন? জানলে ঘাম ছুটবে

Last Updated:
বিয়ের পর পার হয়েছে মাত্র ৫০ দিন! একদিন রাতে নতুন বউ স্বামীর জন্য লস্যি বানিয়ে আনলেন। স্বামী তো বেজায় খুশি। আয়েশে চুমুক দিলেন লস্যির গ্লাসে। তার পরের ঘটনা শুনলে মনে হবে যেন সিনেমার স্ক্রিপ্ট শুনছেন
1/7
বিয়ের পর পার হয়েছে মাত্র ৫০ দিন! একদিন রাতে নতুন বউ স্বামীর জন্য লস্যি বানিয়ে আনলেন। স্বামী তো বেজায় খুশি। আয়েশে চুমুক দিলেন লস্যির গ্লাসে। তার পরের ঘটনা শুনলে মনে হবে যেন সিনেমার স্ক্রিপ্ট শুনছেন।Representative Image Image Generated By AI
বিয়ের পর পার হয়েছে মাত্র ৫০ দিন! একদিন রাতে নতুন বউ স্বামীর জন্য লস্যি বানিয়ে আনলেন। স্বামী তো বেজায় খুশি। আয়েশে চুমুক দিলেন লস্যির গ্লাসে। তার পরের ঘটনা শুনলে মনে হবে যেন সিনেমার স্ক্রিপ্ট শুনছেন। Representative Image Image Generated By AI
advertisement
2/7
উত্তরপ্রদেশের হাপুরে এক চমকে দেওয়া ঘটনা সামনে এসেছে। মাত্র ৫০ দিন আগে এক দম্পতির বিয়ে হয়। বিয়ের পর তাঁরা আনন্দে দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন। একদিন স্ত্রী তাঁর স্বামীকে বললেন,
উত্তরপ্রদেশের হাপুরে এক চমকে দেওয়া ঘটনা সামনে এসেছে। মাত্র ৫০ দিন আগে এক দম্পতির বিয়ে হয়। বিয়ের পর তাঁরা আনন্দে দাম্পত্য জীবন কাটাচ্ছিলেন। একদিন স্ত্রী তাঁর স্বামীকে বললেন, "একটু অপেক্ষা করো, আমি আসছি।" এরপর তিনি রান্নাঘর থেকে নিয়ে এলেন লস্যির একটা গ্লাস! ভালবেসে স্বামীকে দিলেন! স্বামী তো বেজায় খুশি। কিন্তু লস্যির গ্লাসে চুমুক দিতেই স্বামীর আচরণ বদলে গেল। তার পর যা ঘটল, তা রীতিমতো বিস্ময়কর। কী ঘটেছিল? Representative Image Image Generated By AI
advertisement
3/7
ঘটনাটি হাপুরের সারাওয়া গ্রামের। এই গ্রামের বাসিন্দা সালমানের সঙ্গে গাজিয়াবাদের সানার বিয়ে হয় ২৫ এপ্রিল। সালমান পেশায় একজন কাঠ মিস্ত্রি। বিয়ের পর কয়েকদিন সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু সানা বিয়ের আগেই হাপুরের ভৈঠ গ্রামের এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন। সানার সেই প্রেমিকের নাম সুহেল, এসি মেরামতির কাজ করে। একবার সে সানার শ্বশুরবাড়িতে সেলাই মেশিন দেখানোর অজুহাতে এসেছিল, তবে তখন পরিবারের কারও সন্দেহ হয়নি।Representative Image
Image Generated By AI
ঘটনাটি হাপুরের সারাওয়া গ্রামের। এই গ্রামের বাসিন্দা সালমানের সঙ্গে গাজিয়াবাদের সানার বিয়ে হয় ২৫ এপ্রিল। সালমান পেশায় একজন কাঠ মিস্ত্রি। বিয়ের পর কয়েকদিন সবকিছুই ঠিকঠাক চলছিল। কিন্তু সানা বিয়ের আগেই হাপুরের ভৈঠ গ্রামের এক যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন। সানার সেই প্রেমিকের নাম সুহেল, এসি মেরামতির কাজ করে। একবার সে সানার শ্বশুরবাড়িতে সেলাই মেশিন দেখানোর অজুহাতে এসেছিল, তবে তখন পরিবারের কারও সন্দেহ হয়নি। Representative Image Image Generated By AI
advertisement
4/7
জানা যায়, শুক্রবার রাত প্রায় ১০টা নাগাদ সানা তার স্বামী-সহ শ্বশুরবাড়ির সবাইকে লস্যি খাওয়ান। কিন্তু এই লস্যি সাধারণ ছিল না—এর মধ্যে ঘুমের ওষুধ মেশানো ছিল। পরিবারের সদস্যরা লস্যি খাওয়ার কিছু ক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়েন। রাত প্রায় ১টা নাগাদ সুহেল বাইকে করে সানাকে নিতে আসে। সুযোগ বুঝে দুজনে মিলে বাড়ি থেকে নগদ টাকা, গয়না ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়।
Representative Image
Image Generated By AI
জানা যায়, শুক্রবার রাত প্রায় ১০টা নাগাদ সানা তার স্বামী-সহ শ্বশুরবাড়ির সবাইকে লস্যি খাওয়ান। কিন্তু এই লস্যি সাধারণ ছিল না—এর মধ্যে ঘুমের ওষুধ মেশানো ছিল। পরিবারের সদস্যরা লস্যি খাওয়ার কিছু ক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়েন। রাত প্রায় ১টা নাগাদ সুহেল বাইকে করে সানাকে নিতে আসে। সুযোগ বুঝে দুজনে মিলে বাড়ি থেকে নগদ টাকা, গয়না ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে পালিয়ে যায়। Representative Image Image Generated By AI
advertisement
5/7
পর দিন সকালে বাড়ির লোকেরা ঘুম থেকে উঠে দেখে, সানা বাড়িতে নেই। এরপর তাঁরা আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন, তাতেই পুরো ঘটনা সামনে আসে। ক্যামেরায় স্পষ্ট দেখা যায়, সানা এক যুবকের সঙ্গে বাইকে করে রাতের অন্ধকারে পালিয়ে যাচ্ছে।
Representative Image
Image Generated By AI
পর দিন সকালে বাড়ির লোকেরা ঘুম থেকে উঠে দেখে, সানা বাড়িতে নেই। এরপর তাঁরা আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন, তাতেই পুরো ঘটনা সামনে আসে। ক্যামেরায় স্পষ্ট দেখা যায়, সানা এক যুবকের সঙ্গে বাইকে করে রাতের অন্ধকারে পালিয়ে যাচ্ছে। Representative Image Image Generated By AI
advertisement
6/7
সালমানের বড়ভাই আরিফ বলেন, “সবচেয়ে আগে আমি সিসিটিভি দেখি। ভিডিওটা দেখে পায়ের নীচ থেকে যেন মাটি সরে গেল। তারপর আমি সেই ফুটেজ পরিবারের সবাইকে দেখাই।” এর পরই আরিফ দ্রুত গিয়ে পুলিশকে পুরো বিষয়টি জানায়। সানা বাড়ির সব গয়না ও নগদ টাকা নিয়ে তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে। এই ঘটনার পর সানা ও তার প্রেমিক সুহেলের বিরুদ্ধে পুলিশে এফআইআর দায়ের করেছে।
Representative Image
Image Generated By AI
সালমানের বড়ভাই আরিফ বলেন, “সবচেয়ে আগে আমি সিসিটিভি দেখি। ভিডিওটা দেখে পায়ের নীচ থেকে যেন মাটি সরে গেল। তারপর আমি সেই ফুটেজ পরিবারের সবাইকে দেখাই।” এর পরই আরিফ দ্রুত গিয়ে পুলিশকে পুরো বিষয়টি জানায়। সানা বাড়ির সব গয়না ও নগদ টাকা নিয়ে তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছে। এই ঘটনার পর সানা ও তার প্রেমিক সুহেলের বিরুদ্ধে পুলিশে এফআইআর দায়ের করেছে। Representative Image Image Generated By AI
advertisement
7/7
সিটি সিইও জিতেন্দ্র শর্মা জানান, সারাওয়া গ্রামের বাসিন্দা সানার বিয়ে হয়েছিল সালমানের সঙ্গে। কিন্তু বিয়ের আগেই সানার সম্পর্ক ছিল সুহেল নামে এক যুবকের সঙ্গে। সানা মূলত গাজিয়াবাদের বাসিন্দা এবং সুহেল লোনিতে কাজ করে। তিনি বলেন,
সিটি সিইও জিতেন্দ্র শর্মা জানান, সারাওয়া গ্রামের বাসিন্দা সানার বিয়ে হয়েছিল সালমানের সঙ্গে। কিন্তু বিয়ের আগেই সানার সম্পর্ক ছিল সুহেল নামে এক যুবকের সঙ্গে। সানা মূলত গাজিয়াবাদের বাসিন্দা এবং সুহেল লোনিতে কাজ করে। তিনি বলেন, "সুহেল ঈদের আগেই মেয়েটির শ্বশুরবাড়িতে এসেছিল, তবে তখন কেউ কিছু সন্দেহ করেনি। বর্তমানে বিষয়টি তদন্তাধীন এবং দু'জনের খোঁজে তল্লাশি চলছে।" Representative Image Image Generated By AI
advertisement
advertisement
advertisement