Human Death Prediction: মানুষের মৃত্যু আগাম বুঝতে পারে এই কয়েকটা প্রাণী, মানুষকে ইঙ্গিতও দেয়, দাবি প্যারানর্মালবিদদের

Last Updated:
প্যারানর্মালবিদরা এই নিয়ে দীর্ঘ গবেষণা করেছেন। তাদের মতেও, এমন অনেক প্রাণী রয়েছে, যারা মৃত্যুর আগাম খবর জানিয়ে দিতে পারে।
1/6
কথায় বলে, জন্ম-মৃত্যু-বিয়ে তিন বিধাতা নিয়ে! কবে যে কী হবে, তা কেউ-ই বলতে পারে না! কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে, মানুষের মৃত্যুর আগাম খবর নাকি পায় কিছু জীব যন্তু। প্যারানর্মালবিদরা এই নিয়ে দীর্ঘ গবেষণা করেছেন। তাদের মতেও, এমন অনেক প্রাণী রয়েছে, যারা মৃত্যুর আগাম খবর জানিয়ে দিতে পারে।
কথায় বলে, জন্ম-মৃত্যু-বিয়ে তিন বিধাতা নিয়ে! কবে যে কী হবে, তা কেউ-ই বলতে পারে না! কিন্তু জ্যোতিষশাস্ত্র মতে, মানুষের মৃত্যুর আগাম খবর নাকি পায় কিছু জীব যন্তু। প্যারানর্মালবিদরা এই নিয়ে দীর্ঘ গবেষণা করেছেন। তাদের মতেও, এমন অনেক প্রাণী রয়েছে, যারা মৃত্যুর আগাম খবর জানিয়ে দিতে পারে।
advertisement
2/6
 কুকুর- সংস্কার মতে, কুকুর মৃত্যু আগাম বুঝতে পারে, সেই অমঙ্গলের আভাস পেলে কান্নার সুরে ডাকাডাকি করতে থাকে।
কুকুর- সংস্কার মতে, কুকুর মৃত্যু আগাম বুঝতে পারে, সেই অমঙ্গলের আভাস পেলে কান্নার সুরে ডাকাডাকি করতে থাকে।
advertisement
3/6
বিড়াল- খুব প্রাচীন কাল থেকেই মানুষের মনে বিশ্বাস বিড়াল নাকি মৃত্যুর গন্ধ পায়। জ্যোতিষশাস্ত্র মতে মনে করা হয়, বিড়াল মৃত্যুর পূর্বাভাস দেয়।
বিড়াল- খুব প্রাচীন কাল থেকেই মানুষের মনে বিশ্বাস বিড়াল নাকি মৃত্যুর গন্ধ পায়। জ্যোতিষশাস্ত্র মতে মনে করা হয়, বিড়াল মৃত্যুর পূর্বাভাস দেয়।
advertisement
4/6
কালো প্রজাপতি- কালো প্রজাপতিকে মৃত্যুর বার্তা বাহক বলে মনে করা হয়। কালো প্রজাপতি আসলে এক প্রকার মথ যা প্রজাপ্রতি নয়। রাতের অন্ধকারে উড়ে বেড়ানো এই কালো মথ-কে অনেকেই অশুভ ইঙ্গিতবাহী বলে মনে করেন
কালো প্রজাপতি- কালো প্রজাপতিকে মৃত্যুর বার্তা বাহক বলে মনে করা হয়। কালো প্রজাপতি আসলে এক প্রকার মথ যা প্রজাপ্রতি নয়। রাতের অন্ধকারে উড়ে বেড়ানো এই কালো মথ-কে অনেকেই অশুভ ইঙ্গিতবাহী বলে মনে করেন
advertisement
5/6
শিয়াল -দিনের বেলায় যদি কোনও বাড়িতে শিয়াল ঢুকে পড়ে, তবে সেই বাড়িতে কারও না কারও মৃত্যু হবেই, এমনটাই বিশ্বাস করা হয় জ্যোতিষশাস্ত্রে। সাধারণত দিনের বেলা শেয়াল দেখা যায় না, আর শেয়াল মানুষের জনবসতি থেকে দূরেই থাকে! তাই দিনের বেলায় বাড়িতে শিয়াল ঢোকা মানেই, মানুষের সংস্কার, মৃত্যু এসেছে।
শিয়াল -দিনের বেলায় যদি কোনও বাড়িতে শিয়াল ঢুকে পড়ে, তবে সেই বাড়িতে কারও না কারও মৃত্যু হবেই, এমনটাই বিশ্বাস করা হয় জ্যোতিষশাস্ত্রে। সাধারণত দিনের বেলা শেয়াল দেখা যায় না, আর শেয়াল মানুষের জনবসতি থেকে দূরেই থাকে! তাই দিনের বেলায় বাড়িতে শিয়াল ঢোকা মানেই, মানুষের সংস্কার, মৃত্যু এসেছে।
advertisement
6/6
বাদুড়- বাদুর মৃত্যুর খবর বয়ে আনে, আমাদের দেশে এহেন সংস্কার প্রচলিত রয়েছে। দক্ষিণ আমেরিকার মায়া ও অ্যাজটেক সভ্যতায় বাদুড়কে মৃত্যুর বার্তাবাহক মানা হয়।
বাদুড়- বাদুর মৃত্যুর খবর বয়ে আনে, আমাদের দেশে এহেন সংস্কার প্রচলিত রয়েছে। দক্ষিণ আমেরিকার মায়া ও অ্যাজটেক সভ্যতায় বাদুড়কে মৃত্যুর বার্তাবাহক মানা হয়।
advertisement
advertisement
advertisement