বাঘ-সিংহ একবারে কত কেজি মাংস খেতে পারে? উত্তর জানলে ভিরমি খেতে পারেন

Last Updated:
How much meat can tigers and lions eat at one time: বাঘের মত ভয়ঙ্কর সুন্দর প্রাণী খুবই কম রয়েছে। আমাদের জাতীয় পশু সম্পর্কে এখনও জানার কৌতুহলে কোনও অভাব নেই। বাঘ একবারে কতটা মাংস খেতে পারে তা কিন্তু অনেকের কাছেই অজানা।
1/6
বাঘ ও সিংহের মত 'ভয়ঙ্কর সুন্দর' প্রাণী খুবই কম রয়েছে। এই দুই প্রাণী সম্পর্কে জানার কৌতুহলে কোনও অভাব নেই। সিংহ বাঘ একবারে কতটা মাংস খেতে পারে তা কিন্তু অনেকের কাছেই অজানা।
বাঘ ও সিংহের মত 'ভয়ঙ্কর সুন্দর' প্রাণী খুবই কম রয়েছে। এই দুই প্রাণী সম্পর্কে জানার কৌতুহলে কোনও অভাব নেই। সিংহ বাঘ একবারে কতটা মাংস খেতে পারে তা কিন্তু অনেকের কাছেই অজানা।
advertisement
2/6
বাঘ ও সিংহের প্রধান খাবার মাংস। বাঘ হল মাংসাশী শিকারী এবং প্রাথমিকভাবে এরা সাধারণত মহিষ, হরিন, বন্য শূকর, বানর, বড় পাখি, বড় মাছ শিকার করে থাকে।
বাঘ ও সিংহের প্রধান খাবার মাংস। বাঘ হল মাংসাশী শিকারী এবং প্রাথমিকভাবে এরা সাধারণত মহিষ, হরিন, বন্য শূকর, বানর, বড় পাখি, বড় মাছ শিকার করে থাকে।
advertisement
3/6
এটি অনুমান করা হয় যে প্রতি বাঘ প্রতি বছর প্রায় ৫০টি বা তার বেশি হরিণ আকারের প্রাণী খায়। অর্থাৎ প্রতি সপ্তাহে প্রায় একটি করে হরিণ খেয়ে থাকে।
এটি অনুমান করা হয় যে প্রতি বাঘ প্রতি বছর প্রায় ৫০টি বা তার বেশি হরিণ আকারের প্রাণী খায়। অর্থাৎ প্রতি সপ্তাহে প্রায় একটি করে হরিণ খেয়ে থাকে।
advertisement
4/6
তবে বাঘ একবারে কতটা মাংসা খেতে পারে জানলে তা অবাক করার মত। বিশেষজ্ঞদের মতে, একটি প্রাপ্ত বয়স্ক বাঘ একবারে ৮৮ পাউন্ড মাংস খেতে পারে।
তবে বাঘ একবারে কতটা মাংসা খেতে পারে জানলে তা অবাক করার মত। বিশেষজ্ঞদের মতে, একটি প্রাপ্ত বয়স্ক বাঘ একবারে ৮৮ পাউন্ড মাংস খেতে পারে।
advertisement
5/6
যদি কেজিতে বলা হয় তাহলে একটি বাঘ একবারে ৪০ কেজি পর্যন্ত মাংস খেতে পারে। তবে এত পরিমাণ মাংস রোজ শিকার কা সম্ভব হয়নি। বাঘ ২-৩ সপ্তাহ না খেয়ে থাকলে মারা যায়।
যদি কেজিতে বলা হয় তাহলে একটি বাঘ একবারে ৪০ কেজি পর্যন্ত মাংস খেতে পারে। তবে এত পরিমাণ মাংস রোজ শিকার কা সম্ভব হয়নি। বাঘ ২-৩ সপ্তাহ না খেয়ে থাকলে মারা যায়।
advertisement
6/6
বাঘের মাংস খাওয়া নিয়ে যখন অনেকেই চোখ কপালে তুলছেন, তখন সিংহের খাওয়ার ক্ষমতা শুনলে তাঁরা ভিরমি যেতে পারেন। একটি পুরুষ সিংহ একবারে ৪৫ কেজি পর্যন্ত মাংস খাওয়ার ক্ষমতা রাখে।
বাঘের মাংস খাওয়া নিয়ে যখন অনেকেই চোখ কপালে তুলছেন, তখন সিংহের খাওয়ার ক্ষমতা শুনলে তাঁরা ভিরমি যেতে পারেন। একটি পুরুষ সিংহ একবারে ৪৫ কেজি পর্যন্ত মাংস খাওয়ার ক্ষমতা রাখে।
advertisement
advertisement
advertisement